জীবনে কিছু স্মৃতিময় মূহুর্ত

beach-7546731_1920.jpg

Source

প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন ধরনের বাধা-বিপতি থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এই জীবনের সৌন্দর্য কিন্তু অন্যরকম হয়। যখন হাজারো সমস্যার মধ্যে, হাজারো বিপদের মধ্যে আমরা অতিবাহিত করি, সেটাই হচ্ছে জীবনের আসল সুখ, সফলতা। জীবন মানেই হচ্ছে সার্টিফেকশন। যদি আপনি সেটা আর নিজের মত করে করে নিতে পারেন। কিন্তু দিন শেষে আমরা এতটাই সমস্যার মধ্যে পরে যাই ভালো সময় গুলো আমাদের আর মনে থাকে না। যার কারণে আমরা মনে করি আমাদের জীবনে শুধুই কষ্ট আর কষ্ট কিন্তু আসলে জীবনটা শুধুমাত্র কষ্টের নয় বরঞ্চ এখানে ভালোলাগা ভালোবাসা এবং সুন্দর কিছু মুহূর্ত রয়েছে।

এই জীবন আমাদেরকে সবকিছুই দিয়েছে। ভালো-মন্দ, সুখ, বিপদ, পরিবার পরিজন, শত্রু, বন্ধু সব মিলিয়ে একটি চমৎকার জীবন আমরা সবাই অতিবাহিত করি। কিন্তু দুঃখের বিষয় ভালো সময় গুলো অনেক কম থাকে এবং সেই অনুভূতিগুলো আমরা খুব বেশি একটা অনুভব করতে পারি না। বরংচ সবসময় বিভিন্ন ধরনের দুশ্চিন্তার মধ্যে পরে থাকি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি জীবন যেরকম রয়েছে, যে রকম আমরা উদযাপন করি সে সময় গুলো সব সময় মনে রাখা উচিত। সেটাই আমাদের জন্য কল্যাণ কর হবে বলে আমি মনে করি।

একটি বিষয় আপনারা কল্পনা করে দেখুন, যখন আপনি অনেকটা কষ্টের মধ্যে থাকবেন বা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা করবেন তখন আল্টিমেট আপনার মন মেজাজ এবং সবকিছুই কিন্তু খারাপ থাকবে। আপনার পরিবার পরিজনের সাথে যখন কথা বলবেন তখন হুটহাট করে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে, রাগ দেখাতে পারেন। তবে এই রাগ কিন্তু তাদের উপর নয় বরং আপনি আপনার পরিস্থিতির শিকারের জন্য এই কাজ গুলো করছেন। আসাদের জীবনের যে সব ভালো সময় রয়েছে সেসব সময়ের সাথে সবসময় কানেক্টেড থাকতে হবে। তাহলে নিজেকে আমরা পজেটিভ রাখতে পারব এবং সবকিছুই পজিটিভ হবে, এটা চিন্তা করেই সব সময় চলাচল করার চেষ্টা করতে হবে।

আমাদের জীবনে এমন কিছু স্মৃতি রয়েছে যেসব স্মৃতিগুলো আমরা কখনো ভুলতে পারিনা। এমন কিছু সময় আমরা অতিবাহিত করেছি, যে সব সময় কথা ভাবলেই মন ভালো হয়ে যায়। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, ছোটবেলায় ফুটবল ক্রিকেট খেলা, এই বিষয়গুলো যখন আপনি মনে করবেন আপনার মনের মধ্যে একটি পজেটিভ দিক উদয় হবে। আপনি আপনার সমস্যাগুলো অনেক সহজে মোকাবেলা করতে পারবেন বলে আমি মনে করি। তাই সবসময়ই নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন এবং নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করুন। দেখবেন সবকিছুই অনেক ভালো হবে। আজকের মত এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  

জীবনের এই দৃষ্টিভঙ্গিটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। সুখ-দুঃখ, ভালো-মন্দ সবকিছুকে গ্রহণ করেই জীবন সুন্দর।

পজিটিভ থাকতে পারলে সব সমস্যার মোকাবেলা অনেক সহজ হয়। দারুণ কথা।