শপিংমলে দেখা চমৎকার কিছু গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



শপিংমলে দেখা চমৎকার কিছু গাছের ফটোগ্রাফি



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।কয়েকদিন আগে শপিং করতে আড়ং শপিংমলে গিয়েছিলাম। সেখানে চমৎকার কিছু গাছ দেখতে পেয়েছিলাম ।সেই গাছের ফটোগ্রাফি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ।আসলে শপিংমলে এত চমৎকার গাছ দেখতে পাব তা চিন্তাই করিনি ।হঠাৎ করে চোখ পড়ে গেল একটা কর্নারে দারুন ভাবে গাছগুলো সাজানো রয়েছে। তবে গাছগুলোর দাম তুলনামূলকভাবে অনেক বেশি লেখা রয়েছে দেখলাম। যদিও এখান থেকে গাছ কেনার কোন ইচ্ছেই ছিল না ।তার পরেও ফটোগ্রাফি করতে কিন্তু ভুল করিনি। যাইহোক সেই ফটোগ্রাফি গুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে।

1000034146.jpg

প্রথমে যে ফটোগ্রাফিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাকি ব্যাম্বো গাছের ফটোগ্রাফি ।যদিও এই গাছটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে ।তবে নার্সারিতে এই গাছের দাম আড়ং শপিং মলের তুলনায় অনেক কম ।এখানে দেখলাম পাঁচশত টাকা লেখা রয়েছে।


1000034145.jpg

1000034144.jpg

এখানে দুটি ভিন্ন ভিন্ন ধরনের ক্যাকটাস গাছের ফটোগ্রাফি দেখা যাচ্ছে ।প্রতিটির দাম চার শত টাকা করে লেখা ।যদিও নার্সারিতে এগুলো অনেক কম দামে পাওয়া যাবে। এখানে বেশি লেখা রয়েছে। কারণ আড়ং শপিংমল বলে কথা । তবে প্রতিটি ক্যাকটাস দেখতে কিন্তু ভীষণ চমৎকার ।


1000034143.jpg

1000034142.jpg

এটি হচ্ছে সাকুলেন্ট গাছের ফটোগ্রাফি। এই গাছগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এর আগেও আমি এ ধরনের গাছ দেখেছি ।তবে এখানে দেখলাম চারশত টাকা করে লেখা ।এ গাছগুলোর দাম একটু বেশি। তবে এখানে বাইরের তুলনায় অনেক বেশি পরিমাণ লেখা হয়েছে। ছোট্ট একটি গাছ এত টাকা হওয়ার কোন মানে হয় না।


1000034141.jpg

এখানে দেখতে পেলাম একটি জেট প্লান্ট গাছ যেটির দাম লেখা রয়েছে বার শত টাকা ।আর একটি পাতা বাহার গাছ রয়েছে যেটি দেখতে একদমই নরমাল সেটির দামও দেখলাম ছয় শত টাকা লেখা রয়েছে।


1000034140.jpg

এখানে বেত দিয়ে চমৎকার একটি রিক্সা বানানো হয়েছে। আবার সেই রিক্সার মধ্যে মানিপ্লান্ট গাছ লাগানো হয়েছে। এটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যদিও এটির দাম দেখা হয়ে ওঠেনি।


1000034139.jpg

এখানে মূলত সবগুলো গাছ এভাবে সাজিয়ে রাখা হয়েছে, যা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে ।শপিংমলে এ ধরনের গাছ সাজিয়ে রাখলে আলাদা সৌন্দর্য বহন করে। তবে গাছগুলোর দাম তুলনামূলকভাবে অনেক বেশি রাখা হয়েছে। যা আমার কাছে খুব একটা ভালো লাগেনি।


1000034136.jpg

1000034135.jpg

এখানে বাবুই পাখির বাসার শেপে তৈরি করা একটি গাছ লাগানোর টব যেটি তে একটি ইনডোর প্লান্ট লাগানো রয়েছে ।যা দেখতে খুবই চমৎকার লেগেছে আমার কাছে ।এটি সবথেকে বেশি আকর্ষণীয় ছিল সবগুলো গাছের মধ্যে। যার দাম এক হাজার লেখা রয়েছে ।সব কিছু মিলিয়ে গাছগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

আপু সব গুলো অনেক সুন্দর। এর মধ্যে আমার মানিপ্লান্ট আর ব্যাম্বো গাছ দুটি আছে।আর আপনি গাছ গুলোর ছবি তুলেছেন অনেক সুন্দর করে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

1000034152.jpg

 2 days ago 

শপিংমলে দেখা অনেক সুন্দর সুন্দর দেখতে বেশ কিছু গাছের ফটোগ্রাফি আপনি আজকে করেছেন। যেগুলো আমার কাছে দেখতে জাস্ট চমৎকার লেগেছে। এই ধরনের ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। আপনার প্রতিটা ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মতোই ছিল।

 2 days ago 

শপিংমলে সমস্ত গাছগুলি খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে বলে দেখতে বড় ভালো লাগছে।। প্রত্যেকটি গাছের ছবি আপনি দারুন সুন্দর করে ফটোতে ক্যাপচার করেছেন। গাছগুলি দেখে খুব ভালো লাগছে। বেশ কিছু আনকমন গাছের ছবি দেখতে পেলাম। ক্যাকটাস গুলির ছবিও খুব ভালো লাগলো।

 yesterday 

শপিংমলে দেখা চমৎকার কিছু গাছের ফটোগ্রাফি করেছেন। আপনার গাছের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ। এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়। চমৎকারভাবে ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।