জল রং দিয়ে একটি রাতের দৃশ্য অংকন

in আমার বাংলা ব্লগ20 days ago (edited)

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে । আজ আমি মূলত জল রং দিয়ে একটি রাতের পেইন্টিং করেছি ।জল রং দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আর্ট করতে আমার কাছে বেশ ভালই লাগে । তবে যদিও সময়ের অভাবে এগুলো নিয়ে খুব একটা বসা হয় না । তারপরেও যখন সময় পাই তখন চেষ্টা করি কিছু পেইন্টিং করার জন্য । এই তো কয়েকদিন আগে জল রং দিয়ে এই পেইন্টিংটি করেছিলাম । তাই আজ ভাবলাম পেইন্টিংটা আপনাদের সঙ্গে শেয়ার করি । হয়তো আপনাদের ভালো লাগবে । আসলে রাতের দৃশ্য দেখতে এমনিতেই ভীষণ চমৎকার লাগে । আর রং তুলির ছোঁয়ায় যদি ফুটিয়ে তোলা যায় তাহলে দেখতে আরো বেশি ভালো লাগে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল পোস্টে।

জল রং দিয়ে একটি রাতের দৃশ্য অংকন


ei_1720672982621-removebg-preview~2.png


প্রয়োজনীয় উপকরণ


IMG20240706210909.jpg


  • জল রং
  • রং তুলি
  • কাগজ
  • রঙের প্লেট
  • মাস্কিং টেপ

অংকন প্রণালী


IMG20240706222303.jpgIMG20240706222641.jpg

প্রথমে একটি সাদা কাগজ নেই । তারপর সাদা কাগজটি বোর্ডের সঙ্গে মাস্কিং টেপ দিয়ে লাগিয়ে নেই। তারপর নীল রং করে নেই।


IMG20240706222905.jpgIMG20240706223035.jpg

তারপর পুরোটা নীল রঙ দেওয়া হয়ে গেলে মাঝখানে কালো রং দিয়ে দাগ টেনে নেই ।


IMG20240706223202.jpgIMG20240706223406.jpg

তারপর নিচের দিকে কালো রং দিয়ে বেশ কয়েকটা দাগ টেনে নেই ও দুপাশে কালো রং দিয়ে ফুলের গাছ এঁকে নেই।


IMG20240706223638.jpgIMG20240706223858.jpg

তারপর ফটোগ্রাফিতে যা দেখানো হয়েছে অর্থাৎ চাঁদ ,ল্যাম্প পোস্ট এঁকে নেই ।


IMG20240706224039.jpgIMG20240706224205.jpg

তারপর দুই পাশে কালো কালারের গাছের উপর হলুদ ও সাদা রং দিয়ে দেই । ল্যাম্প পোস্টের ভেতরে সাদা রং দিয়ে দেই ।


IMG20240706224359.jpgIMG20240706224625.jpg

তারপর দুই পাশে লাল কালারের ফুল এঁকে নেই ও ল্যাম্প পোস্টটিতে আরো কয়েকটি কালো কালি দিয়ে দাগ টেনে নেই । উপরের দিকে সাদার ভেতরে কালো দাগ টেনে দেই ।


IMG20240706224836.jpgIMG20240706224913.jpg

IMG20240706224952.jpg

তারপর নিচের দিকে প্রথমে কালো রং দিয়ে এঁকে নেই ।তারপরে হলুদ রং দিয়ে দেই ও তারপর সাদা রঙ দিয়ে ফুল এঁকে নেই ।


ei_1720672982621-removebg-preview~2.png

IMG_20240711_103809.jpg

তারপর মাস্কিং টেপ খুলে নেই । ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার জল রং দিয়ে রাতের দৃশ্য অংকন ।


IMG20240706225409.jpg

IMG_20240711_103636.jpg

সর্বোপরি আমার সিগনেচারটি দিয়ে দেই ।


IMG20240706225337.jpg

ei_1720672982621-removebg-preview.png

আশা করছি আপনাদের কাছে আমার আজকের পেইন্টিং টি ভালো লেগেছে ।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 20 days ago 

জল রং ব্যবহার করে খুবই সুন্দর একটা রাতের দৃশ্য অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করার চিত্রগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই। রাতের দৃশ্য গুলো দেখতে এমনিতেই অনেক ভালো লাগে।

 20 days ago 

ভাই আমার জলরঙ দিয়ে করা আর্ট গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে যান জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো । অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য । ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 20 days ago 

জল রং ব্যবহার করে এই ধরনের সুন্দর সুন্দর পেইন্টিং গুলো করলে দেখতে অনেক ভালো লাগে। আজ আপনি অনেক সুন্দর করে একটা পেইন্টিং করেছেন, যেটা আমার অনেক পছন্দ হয়েছে। দুই পাশে এবং নিচের অংশে ভিন্ন ভিন্ন কালারের এই ফুল গুলো অঙ্কন করে দেওয়ার কারণে, দেখতে আরো বেশি ভালো লাগতেছে। কালার কম্বিনেশনটা আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এই পেইন্টিং এর। আপনার উপস্থাপনা দেখে কেউ চাইলে পেইন্টিংটা করতে পারবে।

 20 days ago 

আপু আপনার কাছে আমার পেইন্টিংটি ভালো লেগেছে যেনে সত্যিই ভীষণ ভালো লাগলো । অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য । ভালো থাকবেন।

 20 days ago (edited)

আপু পেইন্টিং করতে আসলে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয় সে কারণে সবার দ্বারা করা সম্ভব হয় না। আপনি অনেক ব্যস্ততার মাঝেও সময় করে এই রাতের দৃশ্যের চমৎকার পেইন্টিং করেছেন দেখে অনেক ভালো লাগলো। রাতের চাঁদ আর ল্যাম্প পোস্টের জন্যই পেইন্টিংটি অনেক বেশি ভালো লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 20 days ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন এই পেইন্টিং গুলো করতে সময় ও ধৈর্যের প্রয়োজন হয় । অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 20 days ago 

জল রং দিয়ে একটি রাতের দৃশ্য অংকন অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে রাতের দৃশ্য আপনি খুবই সুন্দর ভাবে এই জলর রং দিয়ে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যটি অসাধারণ লেগেছে আমার কাছে।

 20 days ago 

ভাইয়া আমার পেইন্টিংটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন এবং আপনার কাছে অসাধারণ লেগেছে যেনে ভীষণ ভালো লাগলো । অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 20 days ago 

জল রং দিয়ে একটি রাতের দৃশ্য অংকন অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনার জলরঙের এই রাতের দৃশ্যটি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমার অনেক ভালো লেগেছে।

 20 days ago 

ভাইয়া জল রং দিয়ে রাতের দৃশ্যটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে।

 20 days ago 

আপু আপনি অনেক সুন্দর পেইন্টিং করতে পারেন। আপনি আজকে এত সুন্দর দেখতে একটা পেইন্টিং করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনারা আজকের করা এই পেইন্টিং দেখে আমি জাস্ট মুগ্ধ হয়েছি। পুরো পেইন্টিং টা আপনি অনেক সুন্দর করে তুলে ধরেছেন আমাদের মাঝে। এই সুন্দর পেইন্টিং এর কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। যেটা দেখেই আমি জাস্ট মুগ্ধ হলাম। এরকম সুন্দর পেইন্টিং আশা করছি সব সময় দেখব।

 20 days ago 

ভাই আমার পেইন্টিং টি দেখে আপনি মুগ্ধ হয়েছেন যেনে সত্যি ভীষণ ভালো লাগলো । এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 20 days ago 

দারুন একটা পেইন্টিং করেছেন আপু। কালার কম্বিনেশন টা অনেক বেশি ভালো লাগছে দেখতে। আর দুইপাশের ফুলের গাছগুলো আরো বেশি আকর্ষণীয় লাগছে। খুব সুন্দরভাবে রাতের দৃশ্যের একটি পেইন্টিং করেছেন। দারুন হয়েছে। অনেক ধন্যবাদ আপু।

 20 days ago 

আপু দুই পাশের ফুলের গাছগুলো আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 20 days ago 

হ্যাঁ আপু আপনি কিছুদিন আগেই ও খুব সুন্দর একটি পেইন্টিং করেছিলেন আমার মনে আছে। আজকে আপনি আবারো একটি সুন্দর রাতের দৃশ্যের পেইন্টিং করলেন। যেকোনো ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। যদি এগুলো হাতে করা পেইন্টিং হয় তাহলে তো অসাধারণ হয়। আপনি খুব সুন্দর ভাবে নিখুঁতভাবে তৈরি করে আমাদের সাথে শেয়ার করলেন অনেক ধন্যবাদ।

 20 days ago 

আপু আপনার কাছে আমার রাতের দৃশ্য অংকন ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।আসলে চেষ্টা করেছি আপনাদের ভাল লাগলেই আমার স্বার্থকতা ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।