DIY("এসো নিজে করি" বিশেষ ক্রিসমাস সপ্তাহ)একটি ক্রিসমাস ট্রি তৈরি ১০%বেনিফিশিয়ারী প্রিয় shy-fox এর

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আশা করছি সবাই খুবই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।



জ আমি ক্রিসমাস উপলক্ষ্যে (এসো নিজে করি বিশেষ ক্রিসমাস সপ্তাহ) এই ইভেন্টে অংশ নিতে এসেছি। ক্রিসমাস উপলক্ষ্যে @rme দাদা খুবই ভাল একটি উদ্যোগ নিয়েছেন। যার মাধ্যমে সকলেই ক্রিসমাস উপলক্ষ্যে সুন্দর সুন্দর ডাই আমাদের সামনে উপহার দিচ্ছেন ।যেটি দেখতে আমাদের খুবই ভালো লাগছে। ডাই ইভেন্টে অংশ নিতে আমার খুবই ভালো লাগে ।আর এবারের ডাই ইভেন্ট (এসো নিজে করি বিশেষ ক্রিসমাস সপ্তাহ)খুবই ভাল একটি উদ্যোগ।যার মাধ্যমে আমাদের সবার প্রতিভা বিকশিত হচ্ছে।আর কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করছি আমার আজকের ডাই রঙিন কাগজ দিয়ে একটি ক্রিসমাস ট্রি তৈরি।

রঙিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি:



20211230_155300.jpg

প্রুস্তুতপ্রণালী:



ধাপ-১

20211230_152637.jpg

ধাপ-২

20211230_152711.jpg

প্রথমে একটি কাগজ মাঝখানে কোনা করে ভাঁজ দেই।

ধাপ-৩

20211230_152735.jpg

তারপর লম্বা করে একটি ভাঁজ দেই।

ধাপ-৪

20211230_152755.jpg

তারপর আরো একটি ভাঁজ দেই।

ধাপ-৫

20211230_153207.jpg

তারপর সমস্ত কাগজটা খুলে নেই।

ধাপ-৬

20211230_153229.jpg

তারপর পূর্বের ভাঁজ অনুযায়ী এভাবে করে নেই।

ধাপ-৭

20211230_153325.jpg

ধাপ-৮

20211230_153409.jpg

ধাপ-৯

20211230_153430.jpg

ধাপ-১০

20211230_153513.jpg

তারপর ছবির মত ধাপে ধাপে ভাঁজ দিয়ে নেই।

ধাপ-১১

20211230_153559.jpg

এখন নিচের অংশটা কেটে ফেলি।

ধাপ-১২

20211230_153732.jpg

তারপর দুইপাশে এভাবে কেটে নেই।

ধাপ-১৩

20211230_153833.jpg

ধাপ-১৪

20211230_153957.jpg

এখন ওই কাটা অংশ গুলো ভাঁজ দিয়ে নেই।

ধাপ-১৫

20211230_154602.jpg

ধাপ-১৬

20211230_154619.jpg

ধাপ-১৭

20211230_155256.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্রিসমাস ট্রি।আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার ক্রিসমাস ট্রি টি।

আজকের মত এখানেই শেষ করছি।পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma

ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে সুন্দর একটা ক্রিসমাস ট্রি তৈরি করেছেন আপু। প্রত্যেকটি তো আপনি খুবই সুন্দরভাবে বর্ণনা করতে সক্ষম হয়েছেন। আপনাকে অশেষ ধন্যবাদ এমন একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ক্রিসমাস ট্রি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। ধন্যবাদ।

 3 years ago 

সবুজ পেপার ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি ক্রিসমাস ট্রি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে গাছটি তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

আমার রঙিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি টি আপনার কাছে সুন্দর লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ।ধন্যবাদ।

 3 years ago 

ক্রিসমাস ট্রি তৈরি খুবই সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজের ব্যবহার করে ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ।এগুলো বানাতে আসলে আমার কাছে ভালই লাগে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও অনেক সুন্দর হয়েছে আপু। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে ক্রিসমাস ট্রি তৈরি করেছেন আর প্রতিটি ধাপ খুব ভালো ভাবে উপস্থাপন করেছেন সত্যিই আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার সার্থকতা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।

 3 years ago 

এটা যে কাগজের তৈরি ক্রিসমাস ট্রি আমার মনেই হচ্ছে না। আমার মনে হচ্ছে এটা বাস্তব ক্রিসমাস ট্রি। অনেক অনেক সুন্দর হয়েছে। আর আপনার উপস্থাপনা অনেক ভালো। খুব সুন্দর ভাবে ধাপগুলো দেখিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু। 💚

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্য পড়ে সত্যিই অনেক ভালো লাগলো ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া ।ভালো থাকবেন ।ধন্যবাদ।

 3 years ago 

এই কয়েকদিনে কত রকমের কাজ দেখলাম,মনটা ভরে গেল। কারণ সবাই কত সুন্দর করে কাজগুলো করেছে৷ আপনি কাগজ দিয়ে এত সুন্দর একটি গাছ তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে এই কাগজের তৈরি ক্রিসমাস গাছ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু আমাদের কমিউনিটি তে অনেক সুন্দর সুন্দর কাজ হয়। সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। আমার ক্রিসমাস ট্রি টি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ।ধন্যবাদ।

 3 years ago 
  • রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। আপনার এই তৈরি ধাপে ধাপে উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে তৈরি করলেন। আপনার জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা।
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস বানাতে আমার বেশ ভালই লাগে ।আমার আজকের ক্রিসমাস ট্রি টি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

 3 years ago 

নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।

কাগজ দিয়ে সুন্দর একটা ক্রিসমাস ট্রি তৈরি করেছেন আপু। আপনি খুব সুন্দরভাবে এবং দক্ষতার সাথে ক্রিসমাস ট্রি তৈরির কাজ সম্পন্ন করেছেন এত সুন্দর করে আমাদের মাছের করার জন্য আপনাকে অভিনন্দন জানাই।

 3 years ago 

ভাইয়া আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন ।আপনার কাছে আমার ক্রিসমাস ট্রি টি ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।ভাল থাকবেন।