You are viewing a single comment's thread from:

RE: বর্তির বিলে একদিন - পর্ব : ০১

in আমার বাংলা ব্লগ8 months ago

দাদা এই বর্তির বিল আপনার পছন্দের জায়গা ,এর আগেও এই বর্তির বিল সম্পর্কে আপনার পোস্টের মাধ্যমে অনেক ফটোগ্রাফি দেখেছি। তবে এ বছরও আবার গিয়েছেন জেনে ভালো লাগলো। আসলে এ ধরনের জায়গায় গেলে মনটা অন্যরকম ভালো লাগে। তবে জায়গাটি মনে হয় অনেক দূরে বাইকে যেতেই অত সময় লেগেছে। আসলে এ ধরনের জায়গায় গেলে আপনি শেষে যেই গানটির একটি লাইন লিখেছেন ওই গানটিই মনে পড়ে যায় ।বেশ ভাল লাগলো বর্তির বিলে কাটানো আপনার মুহূর্তের ফটোগ্রাফি গুলো দেখে ।ধন্যবাদ আপনাকে।

Sort:  
 8 months ago 

হুম, এর আগেও মোট তিনবার পোস্ট করেছি "বর্তির বিল" নিয়ে । জায়গাটা আমার এতো ভালো লাগার কারণ হলো এটা একদম গ্রামের মধ্যে অবস্থিত, আর দূষণমুক্ত নির্মল প্রাকৃতিক পরিবেশে ঘুরতে সেই ভালো লাগে । আরো একটা কারণ হলো এই বর্তির বিলের খালে প্রচুর পরিমাণে টাটকা ছোট মাছ পাওয়া যায় । আর ক্ষেতের টাটকা সবজি । এবারো কিনে এনেছি অনেক মাছ আর সবজি।

 8 months ago 

রিপ্লাই পেয়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।তবে টাটকা মাছ সঙ্গে টাটকা সবজি একদম সেই মজা হবে খেতে।