You are viewing a single comment's thread from:

RE: স্টিমিট-কে জনপ্রিয় করে তুলতে টুইটার, ইউটিউব, টেলিগ্রামএবং ফেসবুকের ব্যবহার

  • সর্ব প্রথম একটা android app প্রয়োজন।কারণ এভাবে ওয়েবসাইট খুলে সোশ্যাল মিডিয়া চালানোর যুগ অনেক আগে শেষ হয়ে গেছে।জনপ্রিয়তা পেতে হলে সব আগে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ চাই ই চাই।

  • এই একটা অ্যাপ এই ফটো ও ভিডিও শেয়ারিং অপশন থাকতে হবে।

  • চ্যাটিং অপশন থাকলে ভালো না থাকলেও খুব একটা অসুবিধা নেই।

  • টুইটারের মতো মাইক্রো ব্লগিং না থাকলেই ভালো।কারণ স্টিমিট এর নিজের একটা পরিচয় থাকা ভালো।টুইটারের মতন অনেক মাইক্রো ব্লগিং অ্যাপ রয়েছে,কিন্তু শুধু টুইটার টিই জনপ্রিয় বাকিগুলো না।

  • কুয়োরা এর অপশনটা ভালো।

  • বিভিন্ন গেমিং অ্যাপ স্টিমিট প্লাটফর্মে থাকলে ভালো না থাকলেও চলবে।

  • সর্বপরি একটা অ্যাপ,যেখানে ফটো ভিডিও শেয়ার এবং চ্যাটিং করা যায়।এই তিনটে জিনিষ থাকলে এটা আপনা আপনিই জনপ্রিয় হয়ে উঠবে।