দূর্গা পুজো ২০২৪ ( পর্ব ৭ )

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে দুর্গাপুজোর আরো কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। এই পর্বে আপনাদের সাথে ত্রিধারা সম্মিলনী ক্লাব এর দুর্গাপুজোর কিছু সৌন্দর্য তুলে ধরবো। গত পর্বে বালিগঞ্জ এর মায়ের অপরূপ সৌন্দর্য তুলে ধরেছিলাম। বালিগঞ্জ এর থেকে কিছুটা দূরেই এই ত্রিধারা সম্মিলনী ক্লাব এর পুজোটা হয়ে থাকে। আর এই ক্লাব এর পুজোটা প্রতিবারই আকর্ষণীয়তার সাথে ভরে ওঠে। এরা প্রতিবারই রাস্তার উপরের থেকে প্যান্ডেল, মন্ডপ এর এইসব কাজকর্ম তুলে ধরে। তবে তাদের প্রতিবারই চোখ ধাঁধানো ডিজাইন থাকে। এইবারও তার ব্যতিক্রম হয়নি। এইবারের ডিজাইনটা আরো বেশি আকর্ষণীয় লেগেছে। তাদের এইবারের চিন্তাধারা ছিল "অঙ্গন"। প্যান্ডেলের মেইন আকর্ষণীয় বিষয়টা এখানে গাছের মাধ্যমে দেখিয়েছে। তবে এই গাছটা কিন্তু নকল অর্থাৎ আর্টিফিশিয়াল।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

কিন্তু দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এইটা নক গাছ হতে পারে। আমি তো দূরের থেকে এই গাছটিকে দেখে কোনো বট গাছের মতো মনে করেছিলাম এবং সেই গাছে লাইটিং করা। কিন্তু পরে কাছাকাছি গিয়ে দেখলাম এই গাছটি নকল এবং তার ডালে সবুজ সবুজ পাতাগুলো একধরণের ট্যিসু দিয়ে তৈরি করা। আসলে প্রতিটা থিমের বিষয়টা এমনভাবে তুলে ধরেছে যে, এখানে বোঝার কোনো উপায় নেই আসল না নকল। আরো এই ডিজাইনের মাধ্যমে কিছু পাখির ডিজাইনও তৈরি করেছিল। এখানে উপরে দেখুন সাদা সাদা যে আবরণ মতো দেখা যাচ্ছে, এইগুলো মূলত পাখির ডিজাইন অর্থাৎ পাখিগুলো উড়ছে। গাছে যেমন দেখা যায় ছোট ছোট একধরণের টুনি পাখির মতো উড়ে বেড়ায়, এখানেও ডিজাইনটাও সেইরকমভাবে তুলে ধরেছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এছাড়া আপনারা যদি আরো লক্ষ্য করেন এই প্যান্ডেলের দিকে, তাহলে দেখবেন যে লতাপাতার মতো যে বিষয়গুলো গাছের পাতার আড়ালে ঝুলে থাকতে দেখা যায়, এখানে সেই বিষয়টাই কদবেলের খোলা দিয়েই তৈরি করেছে, যেটা দূরের থেকে দেখেও বোঝার উপায় নেই, যেন মনে হবে পুঁতির মালা দিয়ে সাজানো ডিজাইনটা। এরপরে মূল আকর্ষণীয় বিষয়টা হলো এই আর্টিফিশিয়াল পাতার ডিজাইনের মধ্যে লাইটিং এর বিষয়টা। অসাধারণ একটা আকর্ষণীয় ব্যাপার এখানে ফুটিয়ে তুলেছে। এরপর আস্তে আস্তে এই ডিজাইনগুলো উপভোগ করতে করতে কাছে দেখলাম আরো মৃৎশিল্পের মতো কিছু নিদর্শন তুলে ধরেছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এখানে ঘোড়ার একটা দৃশ্য তুলে ধরেছিলো। এছাড়া এখানে আরো অনেক নিদর্শন আছে। এরপর দেওয়ালেও তারা অনেক রকমের বিষয়বস্তু আর্টের মাধ্যমে তুলে ধরেছে। এছাড়া এখানে আরো কিছু যেমন- মণ্ডপের ভিতরে যেসব কাপড়ের মাধ্যমে ডিজাইনগুলো সাজিয়ে তুলেছে, সেখানে পাখির দৃশ্যগুলোও ফুটিয়ে তুলেছে। এখানে মায়ের মূর্তিটাও দারুন ফুটিয়ে তুলেছে। একপ্রকার সবমিলিয়ে ত্রিধারা সম্মিলনীর দূর্গা পূজাটা নতুন ধাঁচে ফুটে উঠেছে। আর চারিদিকে যে সবুজতার একটা দৃশ্য তুলে ধরেছে, সেটা দেখতেই আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। সবমিলিয়ে বেশ ভালো লেগেছে এইবারের বিষয়টা।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনকলকাতা
তারিখ৭ অক্টোবর ২০২৪


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

দাদা আপনি অনেক সুন্দর করে দুর্গাপুজোর সপ্তম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে অন্য সবগুলো পর্বের মতোই পর্বটাও অনেক ভালো লেগেছে পড়তে। তবে এটার মধ্যে অসাধারণ কিছু সৌন্দর্য দেখলাম দুর্গা পূজার প্যান্ডেলের। গাছের সৌন্দর্য দেখে আমি জাস্ট মুগ্ধ হয়েছি। অনেক সুন্দর একটা আর্টিফিশিয়াল গাছ এটা। আর লাইটিং টা অনেক সুন্দরভাবে করেছে গাছের মধ্যে। পুরোটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। গাছটা অনেক বড় করে তৈরি করা হয়েছে। অনেক সুন্দর একটা থিমের উপর এটা করা হয়েছে। এখানেও ভালো সময় অতিবাহিত করেছেন দেখছি। এখন অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বগুলোর জন্য। আশা করছি শীঘ্রই শেয়ার করে নিবেন। ধন্যবাদ দাদা এই পর্বটা সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 last month 

দাদা আজকের এ পর্বে অসাধারণ কিছু আলোকচিত্র দেখলাম। যেগুলো দেখে এই মুগ্ধ হয়েছি। অনেক সুন্দর একটা পুজো প্যান্ডেলের আলোকচিত্র শেয়ার করেছেন। একটা একটা করে আপনি পর্বের মাধ্যমে প্যান্ডেল গুলোর আলোকচিত্র শেয়ার করছেন অনেক সুন্দর করে। এটার থিম অনেক সুন্দর ছিল। খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে। গাছের ডেকোরেশন টা অনেক সুন্দর হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না এটা একটা আর্টিফিশিয়াল গাছ। লাইটিং অনেক সুন্দর ভাবে করেছে। সব মিলিয়ে পুরোটা অনেক ভালো লাগলো পড়তে।

 last month 

ত্রিধারা সম্মিলনী ক্লাব তো দূর্গা পূজা উপলক্ষে চমৎকার আয়োজন করেছে। বিশেষ করে আর্টিফিশিয়াল গাছটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। আপনি না বললে তো বুঝতাম ই না এটা আর্টিফিশিয়াল গাছ। কারণ দেখতে একেবারে সত্যিকারের গাছের মতোই লাগছে। যাইহোক ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে দাদা। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।