ফানুসের কালারফুল চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটি একটা সাধারণ বিষয়ের উপরে তৈরি করেছি। তবে এই বিষয়টা সাধারণ হলেও সাধারণ বলা যায় না, কারণ এই জিনিসটাও একটি উৎসবে ব্যবহার করা হয়। আপনারা তো ফানুস নাম শুনেছেন এবং এটি হয়তো অনেকেই ব্যবহার করেছেন। এটি আসলে বেলুন আকারে আকাশে উড়িয়ে দেওয়া হয়। যাকে সহজ বাংলায় আকাশ লণ্ঠনও বলে থাকে। এটি আসলে কাগজের মাধ্যমেই বেলুন আকারে তৈরি করা হয় এবং এতে নিচের দিকে একটি অগ্নিকুন্ড মতো লাগানো থাকে, যাতে আগুন ধরিয়ে ছেড়ে দেওয়া হয়।

আর এটি যতক্ষণ জ্বলবে, ততক্ষন উড়বে। এটি সাধারণত বৌদ্ধদের উৎসবে বেশি ব্যবহার হতে দেখা যায়। তবে বর্তমানে এটি প্রায় অনেক সময় ব্যবহার করে থাকে। আর এতেও একটা আলাদা মজার ব্যাপার আছে। কারণ যখন অনেকগুলো ফানুস একসাথে জ্বালিয়ে ছেড়ে দেওয়া হয় আর আকাশে উড়ে বেড়ানো অবস্থায় দেখতে আরো অনেক সুন্দর লাগে। আর সেই বিষয়টাকে ভালো লাগার থেকে একটি ফানুস এর আর্ট তৈরি করেছি এবং এটি দেখতে যেমন সৌন্দর্যমন্ডিত লাগে, তেমনটাই চিত্রের মাধ্যমে সৌন্দর্যপূর্ণ রূপে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যাইহোক, আশা করি অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে।


❄উপকরণ:❄

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
হোয়াইটনার
রাবার

✔এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, বড়ো এবং মাঝারি সাইজের বিভিন্ন ফানুস এর চিত্র অঙ্কন করে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, অঙ্কনকৃত ফানুসের সব চিত্রগুলিতে মার্কার পেনের কালী দিয়ে ফুটিয়ে তুলেছিলাম।

❖তৃতীয় ধাপে, মোম রং দিয়ে সব থেকে বড়ো ফানুসে কালার করে দিয়েছিলাম এবং এই ফানুস জ্বলন্ত অবস্থায় ভেসে বা উড়ে বেড়াচ্ছে এমন একটা দৃশ্যের মতো তুলে ধরেছি।

❖চতুর্থ ধাপে, একইভাবে মোম রং ব্যবহার করে বাকি ফানুসগুলোতে কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, ব্যাকগ্রাউন্ডে মোম রং এর মাধ্যমে কালার করে দিয়েছিলাম এবং হোয়াইটনার এর মাধ্যমে তারার মতো কিছু দৃশ্য তুলে ধরেছিলাম। এরপর অঙ্কনটিকে এখানে শেষ করে দিয়েছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 last month 

দাদা আপনার করা আর্ট গুলো বরাবরই অসাধারণ হয়। আজকের আর্ট টিও দেখে মুগ্ধ হয়ে গেলাম।আর্টের কালার কম্বিনেশন টা এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন যা দেখে অনেক ভালো লাগে।ধন্যবাদ দাদা সুন্দরভাবে আর্টটি ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

প্রথমে মাঝারি সাইজের কয়েকটি ফানুস অঙ্কন করেছেন পরবর্তীতে কালারফুল ভাবে সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছেন দেখতে খুবই সুন্দর লাগছে দাদা আপনার আর্ট করার দক্ষতা ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

দাদা আপনার করা আর্টগুলো কিন্তু দারুন হয়। আজকের আর্ট তো অসাধারন হয়েছে। আপনি বেশ দারুন করে আজকের আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। যা দেখে যে কেউ খুব সহজে এমন একটি আর্ট করতে পারবে। ধন্যবাদ দাদা।

 last month 

ফানুসের কালারফুল চিত্রাঙ্কন অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই চিত্রটি অংকন করে আমাদের মাঝে শেয়ার করলেন।আমার অনেক ভালো লেগেছে।

 last month 

অসাধারণ দেখতে ফানুসের কালারফুল একটা আর্ট করেছেন দাদা। আপনার আর্ট দেখে একেবারে বাস্তবিক ফানুস উড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে দাদা। আসলেই দাদা আকাশে অনেকগুলো ফানুস উঠে যাচ্ছে এরকম দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর আপনি ঠিক এরকমই একটা দৃশ্য এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। কালার কম্বিনেশন টা অনেক সুন্দর ছিল। যার কারণে বেশি সুন্দর লাগছে দেখতে। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর আর্ট করে থাকেন। আজকের এই আর্টে ভিন্নতা আনার চেষ্টা করেছেন ফানুস অংকন করে। ধন্যবাদ দাদা এত সুন্দর করে এই আর্ট করে আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

 last month 

ফানুস আকাশে উড়ে জানতাম তবে এত সুন্দর করে যে আর্ট করা সম্ভব এটা আগে বুঝতে পারিনি দাদা। সত্যি দাদা আপনার আর্ট আর আপনার চিত্রকর্ম দেখে মুগ্ধ হয়েছি। চোখ ফেরানো যাচ্ছে না। অসাধারণ হয়েছে দাদা।

 last month 

আপনার আর্টগুলি একদম জীবন্ত হয়ে ওঠে যেন কালার করার পর।একেবারেই নিখুঁত ও সুস্পষ্ট, যেটা আমার কাছে বেশি ভালো লাগে।কালীপূজার সময় দীপাবলির রাতে ফানুসগুলি উড়িয়ে দেওয়া হয়।ধন্যবাদ দাদা।

 last month 

এইতো আর কয়টা দিন পর আকাশে অনেক অনেক ফানুস উড়াতে দেখা যাবে।আপনি খুব চমৎকার ভাবে ফানুসের আর্ট করেছেন দাদা।সত্যি দারুন সুন্দর হয়েছে দেখতে।ধাপে ধাপে এতো সুন্দর একটি দৃশ্য তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 last month 

কালী পুজোর সময় বেশ কিছু ফানুস উড়িয়েছি। আপনি কিন্তু দারুণ আঁকেন। আজ পর্যন্ত আপনার যতগুলো আঁকা দেখেছি আজকের ফানুস ও আকাশ সবচেয়ে ভালো লেগেছে। চার পাশের শেডিং কি অসাধারণ হয়েছে।