কাবাডি খেলা

in আমার বাংলা ব্লগ6 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে শৈশবের একটি খেলা নিয়ে আলোচনা করবো। নব্বই দশকের দিকে আমাদের শৈশব জীবনকালে প্রচুর খেলা ছিল এবং সেই খেলাগুলো খুবই জনপ্রিয় ছিল। তেমনই একটি খেলা হলো "কাবাডি"। এই খেলাটির সাথে অনেকেই পরিচিত আছেন। গ্রামের দিকে এই খেলাটা তখন খুবই জনপ্রিয় খেলার মধ্যে অন্যতম ছিল। যদিও এখনো এইসব কাবাডি খেলা আমরা দেখে থাকি, যেগুলো টিভিতে প্রো-কাবাডি খেলা হিসেবে দেখায়। তবে গ্রামের দিকে তখন এই খেলাগুলোর মধ্যে বেশি আনন্দ আর মজা খুঁজে পাওয়া যেত।

এখন এই খেলাগুলো দেখা গেলেও সেইরকম আনন্দ বা মজা লাগে না আগের মতো। কারণ একটাই, প্রযুক্তির প্রভাব। আসলে এখন যেমন প্রযুক্তির ছড়াছড়ি, তখন এতটা প্রভাব ছিল না। তখন এইসবের অভাবে সময় কাটতো খেলার মাঠে, বন্ধুদের সাথে দলবদ্ধ হয়ে যেকোনো খেলাকে ঘিরে। এই কাবাডি খেলাটার মধ্যে আলাদা উত্তেজনাময় কাজ করতো। এইসব খেলাগুলো এক একটা ঐতিহ্যের অংশ, যা এখনো এই প্রযুক্তির ভিড়ে স্মৃতি হিসেবে জীবন্ত করে রেখেছে। কাবাডি খেলাটা খুবই সহজ একটা খেলা ছিল, তবে এই খেলায় শক্তি এবং কৌশল দুটোরই খুবই প্রয়োজন পড়তো।

এই কাবাডি খেলাটা মূলত দোল ভিত্তিক খেলা হয়ে থাকে, সেটা অনেকেই জানবেন বা এখনো গ্রামঞ্চলের দিকে যারা খেলে থাকেন এই কাবাডি খেলাটা। দলে মোটামুটি ৫-৬ জন হলেই পারফেক্ট হয়। এতে দুটি দল গঠন করে খেলা হয়ে থাকে। এতে করে একটা প্রতিযোগিতামূলক ভাবে খেলাটা করা হয়ে থাকতো। কাবাডি খেলার ঘর বা কোট এর মাঝখানে একটি সীমানা মতো দাগ কাটা থাকতো এবং প্রতিপক্ষ দলের টার্গেট থাকতো অন্য দলের প্লেয়ারকে ছুঁয়ে দিয়ে নিজের ঘরে ফিরে আসা। ছুঁয়ে দিলে সেই প্লেয়ার ঘরের বাইরে বসতো, তবে ওই প্লেয়ার যদি ছুঁয়ে নিজের ঘরে ফিরে আসার সময় অন্য দলের কেউ তাকে ধরে ফেলতো তাহলে সে বাদ পড়ে যেত।

এইভাবে যখন উভয় টিমের মধ্যে খেলতে খেলতে সবাই বসে যেত, তখন তাদের আবার পুনরায় ঘরে নিয়ে আসার জন্য চেষ্টা চলতো যে, আমরা যে এক থেকে দুইজন আছি সেটা দিয়েই প্রতিপক্ষ টিমের সাথে লড়ে আবার সমতায় ফিরিয়ে আনবো। তবে এটা সবসময় হতোও না বলতে গেলে। এইভাবে খেলতে খেলতে যেকোনো এক টিম অন্য টিমকে গেম দিয়ে দিতো পয়েন্ট এর ভিত্তিতে। তবে পরপর ৩-৪ টা গেম দিয়ে দিলো ওটা আর শোধ করা যেত না। বেশ একটা মজার খেলা ছিল, অনেক আনন্দ হতো আর সেই সাথে প্রতিপক্ষ টিমকে আটকানো নিয়ে বিশাল উত্তেজনার সৃষ্টি হতো। আমরা এই খেলাটা স্কুল জীবনেও টিফিনের সময়ে যেকোনো একটা উপায়ে মাঠের মতো তৈরি করে খেলা করতাম। আবার স্কুল শেষে বাড়ি ফিরেও এই খেলাটি খেলতাম। অনেকটা নেশার মতো ছিল এইসব খেলাগুলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

কাবাডি একসময় বেশ জনপ্রিয় একটি খেলা ছিলো। ছোটবেলায় কাবাডি না খেললেও,মাঝেমধ্যে দেখতাম বড়রা কাবাডি খেলতো। আর কাবাডি খেলা দেখতে ভীষণ ভালো লাগতো। আমার আব্বু খুব ভালো কাবাডি খেলতে পারতো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 4 days ago 

কাবাডি খেলার সাথে আমার পরিচয় অনেক ছোটবেলা। আমাদের এলাকায় এটা খেলা হতো। তবে তখন আমি এটা কে হা ডু ডু বলে জানতাম। কাবাডি এবং হা ডু ডুর মধ্যে পার্থক্য আছে। চমৎকার লিখেছেন দাদা। বেশ ভালো লাগল আপনার পোস্ট টা পড়ে।

 4 days ago 

কবাডি খেলা সত্যিই এক সময় খুব জনপ্রিয় খেলা ছিল। কিন্তু শুধু ক্রিকেটের চক্করে পড়ে এইসব খেলা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। আসলে আমাদের দেশে এইসব খেলার পিছনে তেমন খরচা করা হয় না। এই সমস্যার জন্য বহু খেলোয়াড় ভালো করে উঠতেই পারে না। ভারতবর্ষে এক সময় কবাডি এক বিখ্যাত খেলা ছিল। সারা পৃথিবীতে আর কোন দেশ ভারতকেই খেলায় হারাতে পারতো না। কিন্তু এখন প্রো কাবাডি লীগের সৌজন্যে এই খেলাটি টিকে রয়েছে। না হলে কবেই হয়তো হারিয়ে যেত।

 3 days ago 

কাবাডি খেলা অনেক জনপ্রিয় একটি খেলা ছিল একসময়। গ্রামের ছেলে বাচ্চারা খেলতো মাঝেমধ্যে দেখতাম। তাদের খেলা গুলো দেখে বেশ ভালো লাগতো। দাদা আজ আপনার পোস্টটি পড়ে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। কাবাডি খেলা সম্পর্কে বেশ দারুণ লিখেছেন। ধন্যবাদ দাদা চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।