দূর্গা পুজো ২০২৪ ( পর্ব ৮ )

in আমার বাংলা ব্লগ5 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে দূর্গা পুজোর আরো কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। এই পর্বে অন্য আরেকটি স্থানের প্যান্ডেলের বিষয়ে আলোচনা করবো। তো ত্রিধারা সম্মিলনী ক্লাব এর পুজো দেখার পরে চলে গিয়েছিলাম ওখানেই আরেকটি পুজো প্যান্ডেলে। তবে এই ক্লাবটির নাম কি ছিল সেটা ঠিক মনে পড়ছে না। তবে এই প্যান্ডেলটিতে এমনিতেও তেমন যাওয়ার ইচ্ছা ছিল না, মানে সেইরকম টার্গেটের মধ্যে ছিল না। তবুও রোড দিয়ে যাওয়ার পথে এই প্যান্ডেলের ডেকোরেশন দেখে দেখার আগ্রহ হলো, আসলে দেখতে বেশ সুন্দর লাগছিলো। এই প্যান্ডেলের বাইরের ডিজাইনটা বিভিন্ন ধরণের বিষয় বস্তুর উপর নির্ধারণ করে তৈরি করা হয়েছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

অর্থাৎ এখানে ত্রিশূল, শঙ্খ, সুদর্শন চক্র ইত্যাদি আরো নানাবিধ প্রতীক চিহ্নকে এখানে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মেইন বিষয়বস্তুতে। এছাড়াও এখানে প্যান্ডেলের সাইট দিয়ে শিবলিঙ্গের বিষয়কে উপস্থাপন করেছে এইগুলো সাধারণত সিমেন্ট দিয়ে তৈরি করা ছিলো। এরপর বাইরের এই ডিজাইনগুলো বেশ কিছুক্ষন ধরে দেখার পরে ভিতরে চলে গিয়েছিলাম। এরপর এখানে ভিতরে বলতে গেলে উপরে-নিচে সব জায়গায় বিভিন্ন ধরণের আর্ট এর মতো কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কোথাও কুলোর ডিজাইনে বিষয়টা তুলে ধরা হয়েছে। আবার কোথাও মৃৎশিল্প আকারে কিছু আর্টের মাধ্যমে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এছাড়া এখানে প্রতি দেয়ালের কোনে কোনে অনেক বিষয়বস্তু তুলে ধরেছে, যেখানে রূপকথার গল্পের মতো বিষয়গুলো আকর্ষিক হয়ে উঠেছে। সাধারণত এই ধরণের প্যান্ডেলগুলো খুবই ছোটো পরিসরে তৈরি করলেও, মাঝে মাঝে এইগুলো ডিজাইন এতটাই আকর্ষিক করে তোলে যে, বড়ো বড়ো প্যান্ডেলের মতো বিষয়গুলো ফুটে ওঠে অর্থাৎ ভিতরের দিক থেকে সেইরকমই একটা ফিল হতে থাকে। এইসব জায়গার প্যান্ডেল বলুন বা মূর্তির কারিগর বলুন, সবাই মোটামুটি অল্পের মধ্যে ডেকোরেশনগুলো এতো সুন্দর ভাবে সাজিয়ে তোলে যে মুগ্ধ না হয়ে পারা যায় না।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

যাইহোক, মোটামুটি প্যান্ডেলের ভিতরে এবং বাইরের সবকিছুর ডেকোরেশন দেখে নেওয়ার পরে মায়ের মণ্ডপের কাছে চলে গিয়েছিলাম। মায়ের মূর্তিটা ছোট পরিসরে হলেও দেখতে অনেক সুন্দর করেছে। ছোট আকারে ডেকোরেশনটা বেশ ভালো করে সাজিয়ে তুলেছে। এটা আসলে তেমন বড়ো করে কোনো পুজো করা না, তাই এটাতে বেশি লোকজনের ভিড়ও হয়নি তখন আর এই পুজোর বিষয়ে বিস্তারিত তেমন কিছু আর বলা নেই। তবে সর্বশেষ এই প্যান্ডেলের মোটামুটি সবকিছু বেশ ভালো করেছে বলতে হয়।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনকলকাতা
তারিখ৭ অক্টোবর ২০২৪


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

এটা অবশ্য ঠিক বলেছেন দাদা পুজো প্যান্ডেল যদি এত সুন্দর করে ডেকোরেশন করা হয় তাহলে মুগ্ধ না হয়ে পারা যায় না। সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আর অনেক সুন্দর সময় কাটিয়েছেন বুঝতেই পারছি।

 4 days ago 

আপনাদের ছবির মাধ্যমে ওদিকের পুজোর প্যান্ডেলগুলো দেখা হয়ে যায় আমাদেরও! ছোট পরিসরে হলেও বেশ গুছিয়ে করেছেন উনারা। প্রতিমাও ছোটখাটো, তবে মায়াভরা!
আশেপাশের শিল্পগুলো যেন রূপকথার মতোই লাগছে আসলেই। যদি এই মন্ডপে না ঢুকতেন, তবে আমাদেরও আর দেখা হতো না এই সুন্দর ছবিগুলো।

 4 days ago 

দাদা আজকে আপনি অনেক সুন্দর করে দুর্গা পূজার অষ্টম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। অন্য পর্ব গুলোর মত আমার কাছে এই পর্ব টাও খুব ভালো লেগেছে। পুজোর এই প্যান্ডেলটা অনেক বেশি সুন্দর ছিল। আলোকচিত্র গুলো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন এই জায়গাটাতে গিয়েও, এটা দেখেই বুঝতে পারছি। এটার থিম অনেক বেশি ভালো ছিল। এত সুন্দর একটি মুহূর্ত সবার মাঝে শেয়ার করে নিলেন, আর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।

 4 days ago 

দাদা আপনার আজকের এই পোস্টটা আমার কাছে থেকে অনেক বেশি ভালো লাগলো । এই পোস্টের মাধ্যমে আপনি অনেক সুন্দর করে দুর্গাপূজার অষ্টম পর্ব আমাদের মাঝে শেয়ার করে নিয়েছেন। প্রত্যেকটা পর্বের মতো এই পর্বটাও অনেক সুন্দর ছিল। আপনি অনেক সুন্দর একটা পূজার প্যান্ডেলের আলোচিত্র শেয়ার করেছেন, আর আপনার কাটানো অনেক সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন এটার মাধ্যমে। অপেক্ষায় থাকলাম দাদা পরবর্তী পর্বগুলোর জন্য।

 4 days ago 

এই প্যান্ডেলের ভিতর এবং বাহিরের ডেকোরেশন খুবই সুন্দর লাগছে দাদা। বিশেষ করে কারুকার্য গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। তাছাড়া ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন। সবমিলিয়ে পোস্টটি দারুণ হয়েছে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

বাহ বেশ সুন্দর। এদের থিম টা দেখছি বেশ আলাদা। এিভুবন ক্লাবের পূজার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল দাদা। যদিও অন্য একটা জায়গার নাম আপনার মনে নেই। তবে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে পূজা পরিক্রমার ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।