টেস্ট সিরিজের আগে ভারতীয় টিমে কিছু পরিবর্তনের পরিকল্পনা চলছে
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
copyright free image source: pixabay
আজকে আপনাদের সাথে একটি খেলা বিষয়ক সাধারণ লেখা শেয়ার করে নেবো। বর্তমানে কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা ভালো খেলা হয়ে গিয়েছে এবং সেখানে বাংলাদেশ টেস্টে পাকিস্তানকে একপ্রকার নাকানিচুপানি খাইয়েছে। তবে এবার পালা ভারতের সাথে, খুব শীঘ্রই টেস্ট সিরিজ শুরু হতে চলেছে এই দুই দলের মধ্যে। এখন মোটামুটি টিমের মধ্যে একটা সমন্বয় তৈরি করছে অর্থাৎ কে কে থাকতে পারে সম্ভাব্য একাদশে। তবে এখানে ভারতের ক্ষেত্রে সবারই চেঞ্জ করার প্রয়োজন নেই। আসলে বোলারদের ক্ষেত্রে বা ব্যাটসম্যানদের ক্ষেত্রে সিংহভাগ দেখা যায় যে, তাদের মধ্যে কিছু প্লেয়ার এমনভাবে নির্বাচন করা থাকে যে, হাতেগোনা সামনের দিকের কিছু টপ প্লেয়ার ছাড়া বাকিদের আসলে কোন টিমের সাথে কেমন খেলে থাকে তার পূর্ববর্তী রেকর্ড হিসেবে করে নামিয়ে রাখে।
এই যেমন ধরুন, বাংলাদেশের সাথে কিছু কিছু বলার আছে যাদের পারফরমেন্স অন্যান্য টিমের তুলনায় ভালো, ফলে সেখানে তাদের সেট করবে। বাংলাদেশের বর্তমান টিম নিয়ে কি পরিকল্পনা সেটা জানা যায়নি, তবে বেশিরভাগ সময়েই যেটা দেখি যে, তাদের ম্যাক্সিমাম প্লেয়ার অল স্লটেই খেলে থাকে। যাইহোক, ইন্ডিয়ার কিছু প্লেয়ার চেঞ্জ এর বিষয়ে জল্পনা চলছে, যেমন সরফরাজ এর বদলে কে এল রাহুলকে আনার একটা জোরসোর প্ল্যান চলছে আবার জুরেলের স্থানে পন্থকে আনার চেষ্টা করছে। আসলে এখন মোটামুটি একটা কথোপকথন এর মধ্যে রয়েছে। এর পরে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ আছে। ফলে একটা পরিকল্পনা মাফিক প্ল্যান করে নামবে, কারণ বাংলাদেশের সাথে খেলার পরে কয়েকজনকে ওখানে রেস্টে রাখতে পারে।
ফলে ওখানে রিকোভারি প্লেয়ার হিসেবে আবার কয়েকজনকে সেট করে নিয়ে যাবে। বাংলাদেশের সাথে খেলা এক রকম, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে খেলতে গেলে সেখানে সত্যি বলতে সব থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হলো অভিজ্ঞতা। কারণ তাদের বোলিং ক্যাটাগরি যে লেভেলের, সেখানে ভালো পারফর্ম করতে গেলে মাস্ট অভিজ্ঞতার সাথে খেলতে হবে, নাহলে হবে না, বিশেষ করে টেস্ট সিরিজ। এখানে মূলত যাদের সিলেক্ট করার চিন্তা করছে, তাদের পূর্বের খেলার রেকর্ড দেখে এখন নানা বিচার বিবেচনা করে তারপর স্থান দেবে। আসলে ভারতীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সহজে চান্স পাওয়া একটা দুষ্কর বিষয়, কারণ অঢেল প্লেয়ার পড়ে আছে, কাকে ছেড়ে কাকে নেবে। ফলে সেখান থেকে হাতে গোনা কয়েকজনকে বাছাই করতে গেলেও অনেক সময় লেগে যায়, দুম করে সহজে কাউকে দেয়ই না তারা। আশা করি এখন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার টেস্ট সিরিজ ভালো হবে, যদি তাদের রানের সমতা ধারাবাহিক ভাবে বজায় রাখতে সক্ষম হয়।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাংলাদেশ এককথায় দুর্দান্ত খেলেছে পাকিস্তানের বিপক্ষে। বেশ উপভোগ করেছি পুরো সিরিজটা। আশা করি ইন্ডিয়ার সাথেও বাংলাদেশ ভালো পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম হবে। তবে ইন্ডিয়া খুবই শক্তিশালী একটি দল। যাইহোক প্লেয়ার বাছাই করতে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে আসলেই ঝামেলায় পড়তে হয়। কারণ ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ারের অভাব নেই। দেখা যাক শেষ পর্যন্ত তাদের টিম সিলেকশন কেমন হয়, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।