পরিবেশ দূষণের চিত্রাঙ্কন।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটি একটু ভিন্ন ধরণের অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক পরিবেশের বর্তমান অবস্থার উপর নির্ভর করে এই আর্টটি তৈরি করা হয়েছে। বর্তমানে আমাদের পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। সেটা কলকারখানার ধোঁয়া থেকে হোক বা অন্য যেকোনো উপায়ে হোক না কেন। আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে নোংরা, আবর্জনা পড়ে থাকতে দেখি আর এইগুলো মানুষজনেই করে থাকে। যেখানে সেখানে পলিথিনও পড়ে থাকতে দেখি আমরা, এতে করে আসলে পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। যেমন স্থলভাগে হচ্ছে, তেমন জলেও হচ্ছে, কারণ জলে আরো বেশি করে পলিথিন এবং নানা আবর্জনা ফেলে থাকে সবাই। এখানে আসলে অঙ্কনটি আমি যেমন কলকারখানার ধোঁয়ার মাধ্যমে এবং জলের মাধ্যমে দূষিত হচ্ছে, উভয় ক্ষেত্রে দেখানোর চেষ্টা করেছি। অঙ্কনটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে।
☫উপকরণ:☫
আর্ট পেপার |
---|
বোর্ড |
স্কেচ পেন্সিল |
মার্কার পেন |
মোম রং |
রাবার |
✦এখন অঙ্কনের ধাপগুলো পর পর তুলে ধরা হলো---
❖প্রথম ধাপে, সম্পূর্ণভাবে একটি কলকারখানার চিত্র এঁকে নিয়েছিলাম। এরপর এক সাইডে ভূমি এবং অন্য্ পাশে জলভাগ এঁকে নিয়েছিলাম। এরপর ভূমিতে কিছু নোংরা, আবর্জনা এবং একইভাবে জলভাগে পলিথিন সহ আবর্জনা পড়ে আছে এমন দৃশ্য এঁকে দিয়েছিলাম।
❖দ্বিতীয় ধাপে, স্কেচ পেন্সিল দিয়ে অঙ্কনের সমস্ত কিছু এঁকে নেওয়ার পরে তাতে মার্কার পেনের কালী দিয়ে বিষয়টিকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।
❖তৃতীয় ধাপে, মোম রং এর মাধ্যমে কলকারখানার বিল্ডিং-এ কালার করে দিয়েছিলাম এবং যে কালো ধোঁয়া বের হচ্ছে সেটার দৃশ্য তুলে ধরেছিলাম। সেই সাথে জলে যে বর্জ্য পদার্থ পড়ছে, সেটাও এঁকে দিয়েছিলাম।
❖চতুর্থ ধাপে, মোম রং এর কালার দিয়ে জলের দৃশ্য এবং তাতে যে পলিথিন সহ আবর্জনা পড়ে আছে, সেটার দৃশ্য তুলে ধরেছিলাম।
❖পঞ্চম ধাপে, মোম রং দিয়ে ভূমিতে একইভাবে কালার করে সমস্ত দৃশ্য তুলে ধরেছিলাম। এরপর অঙ্কনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বর্তমান সময়ের জন্য একদম পারফেক্ট ড্রয়িং এটি। বর্তমানে পরিবেশ এই ভাবেই দূষিত হচ্ছে। নদী নালা, মাটি, পানি, বায়ু সবকিছু সমান তাহলে দূষিত হচ্ছে মানুষের কর্মের দ্বারা। ধন্যবাদ দাদা এত সুন্দর ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ। কী সুন্দর এঁকেছেন। এই ছবিটা আমার মেয়েকে দেখাব। ও এই ধরণের অঙ্কনগুলো করতে পছন্দ করে। প্রতিটা ধাপ বেশ পরিষ্কার।
আপনার আর্টওয়ার্ক গুলো আমার ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর একটা আর্ট করেছেন দাদা। পরিবেশ দূষণের এই আর্ট টা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভালো লাগলো আপনার পুরো আর্টের কালার কম্বিনেশন। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
দাদা আপনি আজ পরিবেশ দূষণের খুব সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি দারুন আঁকেন তা আমরা সকলেই জানি।আজকের এই সুন্দর আর্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।
দাদা আপনি আজকে বাস্তবিক একটা বিষয়কে কেন্দ্র করে অনেক সুন্দর একটা আর্ট করেছেন। আমার কাছে আপনার করা এই আর্ট দেখতে অনেক বেশি ভালো লেগেছে। বিভিন্ন ভাবে আমাদের পরিবেশ অনেক বেশি দূষিত হচ্ছে এটা একেবারে সত্য কথা। আমাদের সবার উচিত পরিবেশকে এভাবে দূষিত না করে দূষণমুক্ত রাখা। পরিবেশ যেন দূষিত না হয়, এইসব বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা উচিত। আপনি এই আর্টের মাধ্যমে অনেক সুন্দর একটা বিষয় তুলে ধরলেন। খুব ভালো লাগলো দাদা আপনার এই আর্ট
বাহ্! এককথায় দুর্দান্ত একটি আর্ট শেয়ার করেছেন দাদা। দেখে তো চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে। আপনার আর্ট গুলো বরাবরই আমার খুব ভালো লাগে। যাইহোক পরিবেশ দূষণের চিত্রাঙ্কনটি একেবারে পারফেক্ট হয়েছে দাদা। আপনি খুবই দক্ষতার সাথে সম্পূর্ণ আর্টটি করেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলে বর্তমান সময়ের বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা গুলো প্রচুর পরিমাণে পরিবেশ দুষিত করছে।এর ফলে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পরিবেশ দূষণের চিত্রাঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পরিবেশ দূষণের চিত্র টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
এরকম সুন্দর আর্টগুলোর প্রশংসা যতই করবো না কেন ততই খুব কম হয়ে যাবে। সব সময় আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর আর্ট করেন। যেগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা আর্ট করলেন দেখে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন টা অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। যে এই আর্টটি দেখবে সে জাস্ট মুগ্ধ হয়ে যাবে। আর্টটি সম্পূর্ণ করার পর অনেক সুন্দর করে শেষে ফটোগ্রাফি করা হয়েছে। খুব সুন্দর একটা টপিকের উপর এটা করেছেন। পরিবেশ দূষণ খুবই খারাপ।
সময়ের সাথে সাথে পরিবেশ দূষণ সত্যি অনেক বেড়ে যাচ্ছে। বিশেষ করে শহরে পরিবেশ দূষণের মাত্রা অনেক বেশি। পলিথিন, আবর্জনা এগুলো পরিবেশ আরো বেশি দূষণ করছে। অনেক সুন্দর হয়েছে আপনার অংকন করা চিত্রটি। দেখে মুগ্ধ হয়েছি দাদা।