"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৬৫ || শেয়ার করো তোমার শীতকালীন ঐতিহ্যবাহী পিঠে পুলির ফলাফল প্রকাশ
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে কন্টেস্টের রেজাল্ট পাবলিশ করে নেবো। আর কি কন্টেস্টের সেটা আপনারা টাইটেল দেখে নিশ্চই বুঝতে পেরেছেন। আমাদের এইবারের পিঠা প্রতিযোগিতার রেজাল্ট পাবলিশ করা হবে। ইতোমধ্যে গতকাল হ্যাংআউট এর মাধ্যমে রেজাল্ট আপনারা জেনে গিয়েছেন। এখন আপনাদের শুধু প্রাইজটা দেওয়াটা বাকি আছে। এইবারের শীতকালীন পিঠা প্রতিযোগিতায় অনেকের বেশ ভালো ইউনিক ইউনিক চিন্তাধারা প্রকাশ করতে দেখলাম, তবে কয়েকজন ইউনিক হওয়ার সাথে সাথে মেইনলি শীতকালীন যে পিঠাগুলো আমরা খেয়ে থাকি সেগুলো মোটামুটি পাশে রেখেই বেশ ভালো ভাবে উপস্থাপনা করেছেন।
শীতকালে আসলে আমাদের বাঙালিদের নানা ধরণের পিঠা খেতে খুবই ভালো লাগে, শীতকাল আসলেই আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে পিঠা উৎসবের যেন ধুম পড়ে যায়। আর ঠান্ডায় বাড়িতে বসে সন্ধ্যার সময়ে গরম গরম বিভিন্ন পিঠা খাওয়ার মধ্যে একটা আলাদা মজা পাওয়া যায়। যাইহোক, এই পিঠা প্রতিযোগিতায় যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন। তবে যারা বিজয়ী হতে পারেননি, তারা হতাশ হবেন না, কারণ প্রতিযোগিতা একটার পর একটা হতেই থাকবে আর সেটাতে আপনিও বিজয়ী হতে পারেন! যাইহোক, এখন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
☫স্পেশ্যাল পুরস্কার☫
❖প্রথমে যিনি স্পেশ্যাল পুরস্কার পাবেন, তাহাকে 15 steem প্রদান করা হলো:
SL | ID | LINK | REWARD |
---|---|---|---|
1 | @selina75 | প্রতিযোগিতা-৬৫ঃতালের স্বাদে ভাপা পিঠা। | 15 STEEM |
❖এখন, প্রথম স্থানে যিনি উত্তীর্ণ হয়েছেন, তাহাকে 35 steem প্রদান করা হলো:
SL | ID | LINK | REWARD |
---|---|---|---|
1 | @isratmim | শিউলি পুলি পিঠা রেসিপি | 35 STEEM |
❖দ্বিতীয় স্থানে যিনি উত্তীর্ণ হয়েছেন, তাহাকে 25 steem প্রদান করা হলো:
SL | ID | LINK | REWARD |
---|---|---|---|
1 | @bristy1 | মজাদার ইলিশ পেটি পিঠা রেসিপি। | 25 STEEM |
❖তৃতীয় স্থান অধিকার করেছেন যিনি, তাহাকে 20 steem প্রদান করা হলো:
SL | ID | LINK | REWARD |
---|---|---|---|
1 | @samhunnahar | "চারটি ভিন্না স্বাদের ঐতিহ্যবাহী চিতই পিঠার রেসিপি "। | 20 STEEM |
❖চতুর্থ স্থান অধিকার করেছেন যিনি, তাহাকে 14 steem প্রদান করা হলো:
SL | ID | LINK | REWARD |
---|---|---|---|
1 | @shimulakter | " ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠার রেসিপি " | 14 STEEM |
❖পঞ্চম স্থান অধিকার করেছেন যিনি, তাহাকে 12 steem প্রদান করা হলো:
SL | ID | LINK | REWARD |
---|---|---|---|
1 | @neelamsamanta | ঐতিহ্যের অপর নাম ভালোবাসা - আমার বাংলা ব্লগ কনটেস্ট -৬৫ এর জন্য বানালাম ভালোবাসার পুলি | 12 STEEM |
❖ষষ্ঠ স্থান অধিকার করেছেন যিনি, তাহাকে 10 steem প্রদান করা হলো:
SL | ID | LINK | REWARD |
---|---|---|---|
1 | @kausikchak123 | লোভনীয় মুগসামলি পিঠের রেসিপি। | 10 STEEM |
❖সপ্তম স্থান অধিকার করেছেন যিনি, তাহাকে 9 steem প্রদান করা হলো:
SL | ID | LINK | REWARD |
---|---|---|---|
1 | @tasonya | গুড় নারিকেলের স্বাদে রংধনু পিঠা রেসিপি। | 9 STEEM |
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রতিযোগিতায় জয়ী হওয়া সবাই কে অভিনন্দন। আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর পিঠা রেসিপি দেখতে পেরেছি। সবাই খুবই সুন্দর সুন্দর পিঠা তৈরি করেছিল। আশা করছি ভবিষ্যতে আরো অনেক বেশি সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হবে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বরাবরের মতো চেষ্টা করেছি এই প্রতিযোগিতায় ও অংশগ্রহণ করার জন্য। আর প্রতিযোগিতায় একটা স্থান অর্জন করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবার তৈরি করা পিঠা অনেক বেশি ইউনিক এবং সুন্দর ছিল। সকল বিজয়ী কে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।
এই প্রতিযোগিতাটি অনেক ভালোলাগার রেসিপি একসঙ্গে চোখের সামনে এনে দিয়েছিল। দারুন দারুন সব পিঠের রেসিপি দেখার সুযোগ হয়েছে। একে একে শুধু বানিয়ে খাওয়ার অপেক্ষা। সকল বিজয়কে আমার তরফ থেকে অভিনন্দন জানালাম।
চেষ্টা করি প্রত্যেকবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবারও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম।এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক রেসিপি দেখতে পেয়েছি।প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন।অনেক ধন্যবাদ বিজয়ী দের কে পুরস্কৃত করার জন্য।
যারা যারা কনটেস্টে অংশগ্রহণ করেছে তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা। যারা যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন। ধন্যবাদ
সমস্ত সফল বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানাই। এবারের প্রতিযোগিতা বেশ ভালই হয়েছিল। প্রত্যেকেই এত সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করেছেন, অনেক না জানা পিঠেও জানতে পেরেছি। এডমিন মডারেটর প্যানেলকে ধন্যবাদ আমাকে পঞ্চমস্থানাধিকারী করার জন্য।
শীতকালীন ঐতিহ্যবাহী পিঠে পুলির ফলাফল প্রকাশ করেছন দেখে খুব ভালো লাগলো। সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে।
প্রথমেই সকল বিজয়ী কে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। সবাই অনেক সুন্দর ভাবে অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। সবার অংশগ্রহণ আমার কাছে খুব ভালো লেগেছিল। সবাই এখন প্রাইজ পেয়েছে দেখে ভালো লাগলো।
এবার অনেক ব্যস্ততার মাঝে কনটেস্টে অংশগ্রহণ করেছিলাম। প্রথম স্থান অর্জন করবো এটা কখনোই ভাবিনি। প্রাইজ পেয়ে অনেক বেশি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আর বাকি বিজয়ীদের জন্যও শুভেচ্ছা।