Sunswap প্লাটফর্মে $PUSS টোকেনটি কিভাবে খুঁজে পাবেন? //How to find $PUSS token on Sunswap platform?

in আমার বাংলা ব্লগ2 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করে নেবো। এই টিউটোরিয়ালটি মূলত আমাদের $PUSS কয়েন ভিত্তিক। $PUSS কয়েন ইতোমধ্যে ক্রিপ্টো মার্কেটে একটা শক্ত স্থান করে নিয়েছে। যা প্রতিনিয়ত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এইধরণের মিম কয়েনগুলো মূলত বিভিন্ন ধরণের সোশ্যাল মিডিয়ার প্রচারণার মাধ্যমেই সাকসেস পেয়ে থাকে। আমাদের এই $PUSS কয়েনটিও কিন্তু আমাদের সবার প্রমোশন এর উপর ভিত্তি করে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। এখন বর্তমানে আমাদের $PUSS কয়েনের কিন্তু ট্রেডিংগুলো বেশ ভালোই চলছে এবং কয়েনটিকে এখন বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ সাইটগুলোতে লিস্টেড করার জন্য কাজ চলছে, আশা করা যায় দ্রুত এই কাজে আমাদের সফলতা আসবে এইভাবে কাজ করে গেলে ।

যাইহোক, মূলত এই টিউটোরিয়ালটি হলো আমাদের এই $PUSS কয়েনটি Sunswap প্ল্যাটফর্মে লিস্টেড হওয়া এবং এটি আপনারা কিভাবে খুঁজে পাবেন সেখানে। এই Sunswap প্ল্যাটফর্মটি মূলত ট্রন ব্লকচেইন এর মতো একটি ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টো এক্সচেঞ্জ। আর এটি কিন্তু ওই ট্রন ব্লকচেইনের দ্বারাই কাজ করে থাকে। আর এই Sunswap প্লাটফর্ম এর একটি সুবিধা হলো, এটির মাধ্যমে কিন্তু সহজেই যে কেউ টোকেন একজন-আরেকজনের সাথে রদবদল করতে পারে TRC-২০ নেটওয়ার্ক এর মাধ্যমে।

এটি কিছুটা ওই ইথেরিয়াম এর uniswap এর মতোই। আর এই Sunswap প্লাটফর্মের মাধ্যমে আপনারা ট্রন থেকে আমাদের $PUSS বা যেকোনো কয়েন খুব সহজেই swap করে নিতে পারবেন। এখানে টোকেন সিলেক্ট করলেই মূলত কত কি এক্সচেঞ্জ রেট, সেটা দেখতে পাবেন। এই প্লাটফর্ম এর আরো সুবিধা হলো যে, এর ট্রেডিং ফি টা একদম কম, এটাই একটা আকর্ষণীয় ব্যাপার এই প্লাটফর্মের। আর আমাদের $PUSS টোকেন Sunswap প্লাটফর্মে অ্যাড হওয়া মানে একটা বড়ো সফলতা।

আর এটি আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমেই সম্ভব হয়েছে, যেমন ধরুন, ট্রেডিং ভলিউম কিন্তু একটি দারুন ইফেক্ট পড়ে, তারপর ধরুন আপনার লিকুইডিটি পুল এইসব এর কারণেই কিন্তু আমাদের এই টোকেনটি ক্রিপ্টো মার্কেটে একটা ভালো সফলতা পেয়েছে। Sunswap এর মাধ্যমে আপনারা খুব সহজেই এবং নিরাপদে আপনাদের $PUSS লেনদেন করতে পারবেন। আমাদের $PUSS টোকেন sunswap-এ অ্যাড হওয়ায় এখন আরো এর ভলিউম বৃদ্ধি পাবে এবং পুরো ক্রিপ্টো ওয়ার্ল্ডে একটা জনপ্রিয়তা অর্জন করে নেবে, অলরেডি জনপ্রিয়তার সাড়া পড়ে গিয়েছে।


যাইহোক, এখন আপনাদের আসলে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা Sunswap প্লাটফর্মে $PUSS টোকেন খুঁজে পাবেন। এখানে কিন্তু ভার্সন V1, V2, V1.5, V3 আছে। তবে আপনারা একমাত্র এই $PUSS টোকেনটি খুঁজে পাবেন V2 তে, কারণ বাকি ভার্সনগুলোতে কোনো লিকুইডিটি না থাকায় $PUSS টোকেন পাওয়া যাবে না।


➤এখন স্টেপগুলো দেখা যাক তাহলে--


✔প্রথমে আপনাদের tronlink ওয়ালেটে যেতে হবে। সেটা ডেক্সটপ বা মোবাইল যেকোনো একটায় গেলে হবে। আমি ডেক্সটপ এবং মোবাইল দুটিতেই দেখাবো, তাহলে সবার কাছে বিষয়টা ক্লিয়ার হবে, কারণ ম্যাক্সিমাম ফোন ব্যবহার করা হয়ে থাকে। যাইহোক প্রথমে tronlink ওয়ালেটে লগইন করবেন। এরপর আপনার ডেক্সটপে চিহ্নিত স্থানে ক্লিক করতে হবে। আর ফোনে আপনার ওয়ালেট একইভাবে ওপেন করার পরে চিহ্নিত ডিস্কোভার অপশনে ক্লিক করবেন।


✔এরপরে আপনি ডেক্সটপে নিচে স্ক্রল করে দেখবেন Sunswap প্লাটফর্ম আছে। ফোনেও একইভাবে ডিস্কোভার অপশনে ক্লিক করার পরে Sunswap প্লাটফর্ম দেখতে পাবেন।


✔এরপর ডেক্সটপ+ফোনে Sunswap অপশনে ক্লিক করলে আপনি প্লাটফর্মটিতে প্রবেশ করে যাবেন। এরপরে আপনারা ডেক্সটপ অপশনে দেখতে পাবেন একদম কর্নারে আপগ্রেড লেখা একটা অপশন আসবে। ওখানে আপনারা প্রথমে আপগ্রেড করে নেবেন, আপগ্রেড করার পরে V২ লেখা দেখতে পাবেন । আর ফোনের ক্ষেত্রে অনেকের আপগ্রেড অপশন না দেখাতেও পারে(দেখালে একইভাবে করে নেবেন ) অর্থাৎ তার মানে অটোমেটিক আপগ্রেড নিয়ে নিয়েছে। তবে ফোনে ওখানে V২ সিলেক্ট করা আছে কিনা সেটা দেখে নেবেন( V২ ছাড়া কিন্তু $PUSS টোকেন পাবেন না ) , যেমনটা আমি স্ক্রীনশর্ট-এ দেখিয়ে দিয়েছি।


✔এরপর আপনাদের ডেক্সটপে এবং ফোনে একইভাবে সিলেক্ট কয়েন অপশনে ক্লিক করতে হবে। এরপর একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। এরপর সার্চ অপশনে puss লিখে সার্চ দেবেন, দেখবেন আপনাদের সামনে আমাদের puss টোকেনটি শো করছে। এটির প্রসেস কিন্তু ফোন আর ডেক্সটপে একইরকম। এরপর আপনি যদি puss টোকেনে ক্লিক করেন তাহলে আপনার puss টোকেনটি সিলেক্ট হয়ে যাবে।


✔এইবার আপনি যদি আপনার TRX ব্যালান্স এর সাথে $PUSS swap করতে চান তাহলে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। আপনার ফোনে বা ডেক্সটপে একইভাবে কানেক্ট করে নিতে হবে। এটি ডেক্সটপের মাধ্যমে আমি একবার দেখিয়ে দিচ্ছি তাও। কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করার পরে tronlink অপশনে ক্লিক করে আপনার কারেন্ট ট্রন ওয়ালেট এর আইডি, এড্ড্রেস সব চলে আসবে। আপনি শুধু কানেক্টে ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে। এরপরে আপনারা লেনদেন বা এক্সচেঞ্জ করতে পারবেন।

এই ছিল টিউটোরিয়াল। আপনাদের সামনে সবটুকু উপস্থাপন করার চেষ্টা করেছি সহজ ভাবে। আশা করি সবাই এটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন।

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

স্ক্রিনে প্রতিটা ধাপ একদম পর্যায়ক্রমে তুলে ধরেছেন। টিউটোরিয়ালটি অনেকের উপকারে আসবে যারা এখনো এই বিষয়টা নিয়ে বিস্তারিত অবগত নয় তাদের ক্ষেত্রে বেশি উপকারে আসবে।

 2 months ago 

দাদা গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ দেখিয়েছেন। আমার বুঝতে অনেক সুবিধা হয়েছে। Sunswap প্লাটফর্মে $PUSS এর টিউটোরিয়াল দেখে শিখে নিলাম। আশাকরি সবার উপকার হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা ভালো থাকবেন।

 2 months ago 

দাদা আপনি চমৎকার একটি টিউটোরিয়াল উপহার দিলেন। আপনার এই টিউটোরিয়াল পোষ্টের মাধ্যমে খুব সহজেই Sunswap প্লাটফর্মে $PUSS টোকেনটি খুঁজে পারবো। আশাকরি সকলের খুব উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 months ago 

চমৎকার একটা টিউটোরিয়াল। আপনি ইন্সট্রাকশান অনুযায়ী সোয়াপ প্রায় করেই ফেলেছিলাম কিন্তু বাদ সাধল এটা

Your balance is less than the minimum input. For your transaction to be recorded on chain, please reserve at least 80 TRX as fees.

অনেকেই এটা দিয়ে উপকৃত হবে বলে আশা রাখি।


ক্ষুদে স্বাস্থ্যবার্তা

সাধারণত দেখা যায় যে পুরুষের তুলনায় মহিলাদের বার বার প্রশ্রাবের ইনফেকশান (Recurrent UTI) হয়। কি কারন?

কারন গুলো হচ্ছেঃ

  • মেয়েদের পেশাবের রাস্তা লম্বায় ছোট। তাই ব্যাক্টেরিয়া সহজেই পেশাবের থলি বা আরো উপরে চলে যেতে পারে।
  • পেশাবের রাস্তার মুখ এবং পায়খানার রাস্তার মুখ কাছাকাছি। পায়খানার রাস্তার ব্যাক্টেরিয়াগুলো সহজেই পেশাবের রাস্তায় ঢুকে যায়।
  • পুরুষের প্রস্টেট থেকে একটা ফ্লুয়িড (Prostatic fluid) আসে যা ব্যাক্টেরিয়াকে ধবংস করতে সহায়তা করে। মেয়েদের এটা থাকে না।
  • শারীরিক মেলামেশার সময় মেয়ের পেশাবের রাস্তার কিছু ক্ষত হতে পারে যেখানে ব্যাক্টেরিয়াগুলো বাসা বাধে।
 2 months ago 

স্ক্রিনশট ব্যবহার করে অনেক সুন্দর একটা টিউটোরিয়াল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। এই টিউটোরিয়াল টা দেখে সকলের উপকার হবে বলে আমি মনে করি।

 2 months ago 

বেশ গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। স্কিনে খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। টিউটোরিয়ালটি আশা করছি সবার উপকারে আসবে।অনেক ধন্যবাদ দাদা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন দাদা। এই পোস্টটি ফলো করলে যে কেউ খুব সহজেই সানসোয়াপ প্লাটফর্মে পুস টোকেন খুঁজে পাবে,তারপর পুস কয়েন কেনা-বেচা করতে পারবে। বেশ ভালো লাগলো টিউটোরিয়াল পোস্টটি দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 28 days ago 

কত সুন্দর করে আপনি পুরো বিষয়টি বুঝিয়ে দিলেন। স্ক্রিনশট দিয়ে এত সুন্দর করে বোঝালেন যে পুরো বিষয়টি ভীষণ সহজ হয়ে গেল। আপনাদের তরফ থেকে এত সুন্দর করে সকল ইউজারদের হেল্প করা হয় যা দেখে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আর কোন কমিউনিটিতে এমন করা হয় না।