অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মার আগুন ঝরা ব্যাটিং

in আমার বাংলা ব্লগ12 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: hotstar

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক পোস্ট শেয়ার করে নেবো। গতকাল সব থেকে বড়ো দুই টিমের ম্যাচ ছিল, আর সেটা কারো অজানা থাকার কোথাও না। অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া এই টি২০ বিশ্বকাপে বর্তমানে সব থেকে বড়ো আর শক্তিশালী টিম। আর গতকাল যে পিচে খেলা হয়েছে তা পুরোদমে ব্যাটিং পিচ ছিল, এক কোথায় এই পিচে পেচ বল তো কাজেই দেবে না ঠিকমতো। তবে গতকাল আবহাওয়াটাও ছিল খারাপ, আর বৃষ্টি হলে তো বলার উপেক্ষা রাখে না, dls মেথডে কি হয়। তবে গতকাল টসে অস্ট্রেলিয়া জিতে গিয়েছিলো আর বুদ্ধি করে আগে ফিল্ডিং বেছে নিয়েছিল। পুরো ব্যাটিং পিচে রান চেজ ভালো করা যায় দেখেছি যতগুলো খেলা ব্যাটিং পিচের আন্ডারে। তবে এদের আগে ফিল্ডিং নেওয়ায় ফায়দা ছিল এক জায়গায়, কারণ যদি বৃষ্টি হতো বড়োসড়ো করে।


স্ক্রিনশর্ট: hotstar

তাহলে ইন্ডিয়া ২০০-২৩০ রান করলেও এই dls মেথডে অস্ট্রেলিয়া চেপে বসতো। আর খেলাটাই ভেস্তে যেত এক প্রকার। তবে বৃষ্টি কিন্তু খেলার শুরুতে একবার শুরুও হয়েছিল, যদিও বেশিক্ষন হয়নি কপাল ভালো। যাইহোক, রোহিত তো কালকে ব্যাটিং করতে এসে আগুন ঝরা ব্যাটিং করেছে। সে যে কি মার, না দেখলে বোঝানো যাবে না, মারগুলোও ছিল অসাধারণ। প্রতিটা ওভারেই যেন ফায়ারিং চলছিল হা হা। পাওয়ার প্লে ওভারে স্টার্ক এর বলে কমপক্ষে ২৯ রান নিয়েছিল একাই, যার মধ্যে শুধু ৪ টা ৬ ছিল। এক কোথায় দুর্ধর্ষ ব্যাটিং করেছে একা। কোহলি বরাবরই অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলে। রোহিতের সাথে যদি কোহলিও একই সুরে ব্যাটিং করতো, তাহলে কালকে রান যে কোথায় গিয়ে আটকাতো বলার বাইরে ছিল। কিন্তু কোহলির দেখে মনে হচ্ছে, ফর্মেই নেই, কোনো ম্যাচে রান পাচ্ছে না।


স্ক্রিনশর্ট: hotstar

পরে পন্থ এসেও ভালো ব্যাটিং করতে থাকে, কিন্তু বড়ো শর্ট মারতে গিয়ে স্টেডে ক্যাচ তুলে দেয়। ওদের পেচ বোলারের মধ্যে একমাত্র হাজলেউড দারুন বল করেছিল, ওর ওভারেই কেবল রান হয়নি। রোহিত গতকাল একটা রেকর্ডও করেছে, কারণ এই বছর টি২০ বিশ্বকাপে এতো দ্রুত হাফ সেঞ্চুরি আর কেউ করতে পারেনি। যেভাবে পিটাচ্ছিলো, তাতে সেঞ্চুরি করবে এটা নিশ্চিত ছিল, তবে অল্পের জন্য হয়ে উঠলো না, যে স্টার্ক এর বলেই মারছিলো, তার বলেই বোল্ড আউট হয়ে যায়। এই শিবমটা এসে এসে শুধু বল খায়, নাহলে যেভাবে রান চলছিল, তাতে ২২০-২৩০ রান ওঠার কথা ছিল। তবে যাইহোক, লাস্টে হার্দিক মেরেধরে ২০০ পার করে। তবে লাস্ট ওভারে রানটা আরো হওয়ার চাঞ্জ ছিল, কিন্তু বল প্রায় ইয়র্কার করে, আর যার কোনো উত্তর প্রায় থাকে না ব্যাটসম্যানদের কাছে একপ্রকার।


স্ক্রিনশর্ট: hotstar

এই রান চেজে অস্ট্রেলিয়াও ভয়ঙ্কর হয়ে উঠেছিল প্রথম থেকেই। কোনো অংশে কম খেলছিল না, সমানে পিটাচ্ছিলো। লাস্ট ১০ ওভার পর্যন্ত যে রান উঠেছিল, তাতে জেতার পার্সেন্টেজ একপ্রকার অস্ট্রেলিয়ার পক্ষেই বেশি চলে গিয়েছিলো। কিন্তু ওখানেই পরে প্ল্যান চেঞ্জ করে ম্যাচের মোড় ঘুরে যায়। তবে অক্ষর একটা ক্যাচ ধরেছিলো, যেটা আসলে দেখার মতো ছিল, তবে ওটা কিন্তু ওর হাতে আসলে বেধে গিয়েছিলো। লম্বা প্লেয়ার আর উঁচুর বল হাতে পড়ে গিয়েছিলো, নাহলে ওটা ৬ হয়ে যেতো। কুলদীপ স্পিনার হিসেবে দারুন বল করেছিল, ওর বলেই আবার রান চেপে গিয়েছিলো অনেকটা।


স্ক্রিনশর্ট: hotstar

আর লাস্টে এসে বাকিরা প্ল্যান চেঞ্জ করে একপ্রকার ম্যাচের ধারাটাই নিজেদের পক্ষে করে নেয়। তবে ট্রাভিস হেড থাকলে ও ম্যাচ বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল একার। ওকেই আউট করেই তো ম্যাচটা জিতে গেলো। তবে ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করলেও তাদের নেট রান রেট অনেক অন্যদের তুলনায়। বেশ ভালো একটা খেলা হয়েছে, অনেকদিন পরে মনে হলো যে, বিশ্বকাপে একটা ফাইনাল ম্যাচ খেলার মতো খেলা হয়েছে। আর এই ম্যাচটা ফাইনাল ম্যাচের থেকে কম কোনো অংশে ছিল না। এইরকম খেলা হলে তাও বেশ দারুন লাগে দেখতে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 days ago 

আসলে রোহিত শর্মার এই ইনিংস টার কথা যতই বলবো যেন কম হবে। একাই রানের চাকা উপরে রেখেছিল। ভারতীয় দল উইকেটে ধরা দিলেও রোহিত শর্মা যেন সেটার কোনো পরোয়া করেনি নিজের দারুণ ইনিংস টা উপহার দিয়েছে।

 11 days ago 

গতরাতে আমি পুরো খেলাটা দেখেছি খুবই ভালো লেগেছিল খেলাটা দেখে । বিশেষ করে রোহিত শর্মা প্রথম থেকে যেভাবে খেলতে শুরু করেছিল তাদের সে সব থেকে বেশি ভালো লেগেছিল। অস্ট্রেলিয়া জাতীয় ভালো খেলছিল কিন্তু পরে উইকেট হারিয়ে ফেলল এবং খেলাটিতে হেরে গেল। এখন আমার কাছে মনে হচ্ছে যেন তারা সেমিফাইনালে যেতেই পারবে না।

 11 days ago 

দাদা,ক্রিকেট খেলা তো কখনো আমার দেখা হয় না।তবে আমি চেষ্টা করি আপনার খেলার পোস্টগুলো পড়ার জন্য।আপনার সাবলীল লেখা পড়ে সহজেই বুঝতে পারি আর এই খেলার রিভিউ পড়ে তো এখুনি দেখতে মন চাইছে।খেলার সময় বৃষ্টি না হয়ে ভালো হয়েছে।তাছাড়া অস্ট্রেলিয়া প্রথমে ভালো খেললেও পরে আমাদের ইন্ডিয়া দারুণ পারফরম্যান্স দেখিয়ে জিতে গিয়েছে।এটা জেনেই ভালো লাগছে,ধন্যবাদ দাদা।

 11 days ago 

এই ম্যাচে রোহিত শর্মার ব্যাটিং দেখে মনে হয়েছিল যে হাইলাইটস দেখছি। কিন্তু রোহিত শর্মা সেঞ্চুরি পেলে ভীষণ ভালো লাগতো। তাছাড়া সূর্যকুমার এবং হার্দিকের ব্যাটিং বরাবরই বেশ উপভোগ করি। এই ম্যাচে তারা দু'জন দারুণ ব্যাটিং করেছে। তবে এটা ঠিক ইন্ডিয়ার স্কোর আরও বড় হওয়ার কথা ছিলো। আশা করি ইন্ডিয়া এই টুর্নামেন্টে বিজয়ী হবে। যাইহোক এতো সুন্দর ভাবে এই ম্যাচের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।