প্রতিযোগিতা- স্কুল জীবনের মজার স্মৃতি

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

1686909202818.png

আমাদের সকলেরই স্কুল জীবনের কিছু মজার স্মৃতি রয়েছে। যা হয়তো আমরা কখনও ভুলতে পারবো না৷ এই স্মৃতি গুলো সারাজীবন আমাদের মনে থাকবে৷ ঠিক এমই মজার স্মৃতি আমাদের মাঝে তুলে ধরুন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়মঃ
  • কমপক্ষে ৩০০ শব্দের একটি পোস্ট তৈরি করতে হবে।

  • কোন প্রকার চুরি বা কপিরাইট ইমেজ ব্যবহার গ্রহণযোগ্য হবে না।

  • বাংলা ও ইংরেজি ভাষায় পোস্ট লিখতে পারবেন।

  • প্রতিযোগিতার পোস্টটিকে আপভোট করুন, মন্তব্য করুন এবং রিস্টিম করুন।

  • পোস্ট অবশ্যই টুইটারে টুইট করতে হবে৷ ট্যাগ - $steem #steemit @steemit

  • পোস্ট এর লিংক শেয়ার করতে হবে৷

প্রতিযোগিতায় বিজয়ীদের রিওয়ার্ডঃ
মোট সংখ্যাস্টীম পরিমান
১ম পুরষ্কার৪ স্টীম
২য় পুরষ্কার৩ স্টীম
৩য় পুরষ্কার২ স্টীম
৪র্থ পুরষ্কার০.৭ স্টীম
৫ম পুরষ্কার০.৩ স্টীম
প্রতিযোগিতায় অংশগ্রহনের শুরু ও শেষ তারিখঃ

১৬-০৬-২০২৩ থেকে ২৮-০৬-২০২৩ তারিখ সন্ধ্যা ৬ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিদের বিজয়ী ঘোষিতঃ

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটর প্রতিযোগিদের সকল পোস্ট দেখবে এবং যারা প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন মেনে পোস্ট করবে তাদের বিজয়ী বলে ঘোষিত করবে।

  • বিজয়ীদের পুরষ্কার ২৮ জুন রাত ৯ টার হ্যাংআউটে ঘোষণা দেওয়া হবে।
আপনাদের সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ করা যাচ্ছে।


JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 sp50 sp100 sp250 sp500 sp

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

অনেক সুন্দর একটা প্রতিযোগীতার আয়োজন করছেন। এই প্রতিযোগীতায় অংশগ্রহন করার জন্য চেষ্টা করবো। এতো সুন্দর একটা কন্টেস দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো।

Nice contest

 2 years ago 

নারিকেল চুরির সৃতি আমার অনেক মনে পড়ে যায় 😄

 2 years ago 

দারুন একটি কনটেস্টের আয়োজন করেছেন আপনারা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে সবাই তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করতে পারবেন। ধন্যবাদ

 2 years ago 

খুব শীঘ্রই অংশগ্রহণ করবো ইনশাল্লাহ

 2 years ago 

আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-131369/@pea07/69qt17