ঐতিহ্যবাহী খেলা "লাটিম"

in Steem For Tradition2 years ago


হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আমাদের ছোট বেলার ঐতিহ্যবাহী লাটিম খেলা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব।

লাটিম

dance-5287579_640.jpg

Source

লাটিম খেলা আমাদের দেশে একটি ঐতিহ্যবাহী খেলা। আমরা যখন ছোট ছিলাম তখন এই খেলা অনেক খেলেছি কিন্তু এই বর্তমান সময়ে এই খেলা দেখা যায় না বললেই চলে। এই লাটিম খেলা কে কেন্দ্র করে আমরা অনেক মারামারি ও করেছে কারণ এক জন অন্য জনের লাটিম আমরা খেলার সময় ফাটিয়ে দিয়েছি সেইজন্য।



wood-2444841_640.jpg

Source

লাটিমের উপকরণ হিসাবে বিভিন্ন গাছের কাঠ ব্যবহার করা হয়। তবে বিশেষ করে গাব গাছের কাঠ এবং পেয়ারা কাঠ অধিক পরিমাণে ব্যবহার করা হতো।

লাটিম তৈরির পরে এবার লাটিম খেলার জন্য একটি লম্বা সুতা লাগবে। আগের সময়ে আমরা পাটের সুতা এবং বিভিন্ন চিকন কাপড় কেটে আমরা এই সুতা তৈরি করতাম। কিন্তু এখন বর্তমান সময়ে এই সুতালি বাজারে পাওয়া যায়। সেখান থেকে আমরা কোনও সমস্যা ছাড়াই কিনতে পারি।



toys-4620231_640.jpg

Source

লাটিম তৈরি হওয়ার পরে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য লাটিম গুলোকে এমন ভাবে রং করা হয় যাতে ছোট বাচ্চারা আকৃষ্ট হয় এবং তারা এই লাটিম গুলো ক্রয় করে।



trompo-6189013_640.jpg

Source

লাটিম বিভিন্ন ধরনের হয়ে থাকে। লাটিমকে বিভিন্ন আকৃতি দিয়ে কয়েক শ্রেণীতে ভাগ করা হয়। আর লাটিম এর নিচের দিকে লোহার একটি পিন থাকে আর সেই পিনটা দিয়ে লাটিম নিজের গতিতে ঘুরতে পারে। আর লাটিমের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এটা।



spinning-top-235555_640.jpg

Source

লাটিমের সবচেয়ে বেশি মজার বিষয় লাটিম মাটিতে ঘুরানোর পরে হাতের সুতা নিয়ে লাটিম কে আমরা হাতের উপর তুলে এমন ভাবে ঘুরাতে পারি। আর এই ভাবে ঘুরাতে অনেক বেশি মজা লাগে।



পরিশেষে আমরা বলতে পারি লাটিম একটি গ্রামের ঐতিহ্যবাহী খেলা। শুধুমাত্র আমাদের দেশে নয় আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে ও এই লাটিম খেলার অনেক প্রচলন আছে। আর এই লাটিম খেলা শুধুমাত্র ছোট বাচ্চারা খেলা করে। আর এই খেলা যখন ৪ থেকে ৫ জন মিলে অংশগ্রহণ করেন তাহলে সেই খেলার মজাই আলাদা।

লাটিম খেলার জন্য বিভিন্ন নিয়মকানুন রয়েছে তারমধ্যে একটি হলো মাটিতে বৃত্ত আঁকতে হয় এবং কার লাটিম বৃত্তের কত কাছে ঘেঁষে পড়তে পারে তার মাধ্যমে এই লাটিম খেলায় বিজয়ী নির্ধারণ করা হয়।



Sort:  
 2 years ago 

লাটিম খেলার আনন্দই আলাদা। যদিও আমাদের গ্রামে এটি ছেলেদের খেলা হিসেবে বেশী পরিচিত। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এ খেলার বিষয়ে তথ্য শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

লাটিম বিষয়ে অনেক তথ্য শেয়ার করেছেন। তবে ঐতিহ্যবাহী এই খেলাটি আগের মত দেখা যায় না এখন।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আগে এই খেলা প্রায় সময়ই দেখা যেতো এখন এই খেলা খুবই কম দেখা যায়। ধন্যবাদ

 2 years ago 

বাহ সেই ছোট বেলার কাহিনি মনে করিয়ে দিলেন ভাই। সত্যি আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার এই পোস্ট।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। আসলে আগের সময় টাই অনেক সুন্দর ছিলো।