THE DIARY GAME 14-10-2021

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি। সবাইকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা।

আজকে আমি আমার দিনলিপি আপনাদের কাছে উপস্থাপন করলাম।
তারিখঃ১৩-১০-২০২১ইং।

            সকাল           

শুভ সকাল প্রতিদিনের মত আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে সকালের খাবার খাই।এরপর একটু বাহিরে যাই পূজা মন্দিরে। মন্দির থেকে এসে আমি ভাত রন্নার জন্য চাল আর তরকারির জন্য সবজি কেটে নেই। এরপর আমি চাল ধুয়ে রাইস কুকারে রান্নার জন্য উঠিয়ে দেই।
20211013_115212.jpg

             দুপুর

দুপুর বেলা ভাত রান্না হয়ে গেলে আমি সবজি রান্না শুরু করি এর ফাকে আমি মাঝে মাঝে মন্দির থেকে ঘুরে আসি। আমার সবজি রান্না হয়ে গেলে সেগুলো ঢেকে রেখে দেই।
20211013_133837.jpg
এরপর আমি একটু বসে থাকি ঘর এ মন্দিরের প্রসাদ রান্না হচ্ছিল বাইরে আমি একটু পরে ওখানে যাই তখন প্রসাদ রান্নার প্রস্তুতি চলছিল।
20211013_120127.jpg
এখানে আমি এদের সাথে একটু সময় কাটাই। কিছু সময় পর আমি বাড়িতে চলে আসি। এসে গোসল করে নেই গোসল করা হলে আমি দুপুরের খাবার খাই খেয়ে বিছানায় শুয়ে রেস্ট করি।

             বিকাল   

বিকেল বেলা ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নেই এরপর আমি একটু মন্দিরে যাই গিয়ে চেয়ার এ বসে থাকি অনেক দর্শনার্থী পূজা দেখার জন্য আসছিল বিকাল থেকেই।
20211013_174733.jpg
এরপর আমি বাগানে গিয়ে পুকুরে মাছের খাবার দিয়ে তখনই চলে আসি।

             সন্ধা

সন্ধায় আমি বাড়িতে হালকা নাস্তা করে নেই এরপর আমি বাহিরে বসে আড্ডা দেই। আমাদের এখানে অনেক লোকজনের সমাবেশ হয় তাই আমাদের একটু সজাগ থাকতে হবে। সারাদেশে বেশ কিছু মন্দিরে ভাংচুর হয়েছে।
20211013_184015.jpg
ইতিমধ্যেই আমরা খবর পাই যে আমাদের উপজেলা চেয়ারম্যান আমাদের মন্দির পরিদর্শনে আসবেন। আমরা ওনাকে স্বাগত জানাই এবং বসার ব্যাবস্তা করে দেই। আমরা ওনার সাথে আমাদের নানান রকমের সমস্যা তুলে ধরলাম। ওনি সেগুলো সমাধানের জন্য আস্বাস দিলেন।
20211013_184856.jpg

            রাত 

রাতে আমি মন্দিরেই অবস্হান করি কিছু সময়ের পর আমার বন্ধু রাজিব শাওন শুভ শামীম আমাদের মন্দিরে আসে আমরা সবাই একসাথে আড্ডা দেই কিছু সময়। এরপর আমরা ভবের বাজার যাওয়ার জন্য আলোচনা করছিলাম। এরপর একটা ভ্যান ভারা করলাম প্রথমে ভ্যান এ করে সাগর সিনেমা হল এ দাড়ালাম। আমরা অটো করে যাবো ভবের বাজার তাই একটা অটো ভাড়া করলাম এিশ মিনিট লাগলো যেতে। এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এখানকার আয়োজন অনেক সুন্দর ছিল। অনেক বড় পুজো হয় এখানে। রংপুর বিভাগের সবচেয়ে বড় পূজা এটি। আমরা মেলায় আচার বাদাম অনেক কিছু খেলাম। গত বছরের মত এ বছর লোক সমাগম একটু কম। আমরা দুই ঘন্টার মত সময় কাটিয়ে বাড়ির দিকে চলে আসি।এরপর নিজ এলাকায় সময় দেই। কিছু সময় পর আমরা বন্ধুরা চলে যায় তখন প্রায় রাত ১১.৩০ বেজে গেছে। এরপর আমি ও আমার কিছু বড় ভাই রাত ২টা পর্যন্ত মন্দিরে থাকি কারন থানা থেকে ফোন দিয়ে আজকে একটু সতর্ক থাকতে বলল। এরপর আমি বাড়িত এসে ফ্রেশ হয়ে ঘুমওয়ে পড়ি।

বন্ধুরা এই ছিল আমার আজকের দিনটি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।

            ধন্যবাদ।
Sort:  

Spend a busy day.

 3 years ago 

Yes bro.

 3 years ago 

Nice dada

 3 years ago 

Thanks rajib.