বৃষ্টিও ভীষণ দামি
কেউ বঞ্চিত করে আপনাকে
কিউ গড়ে কালো টাকার পাহাড়,
আমি নিরুত্তর নির্ভেজাল প্রতিদ্বন্দ্বিতায়
কেউ শোকে শুকিয়ে কেউ করে হাহাকার।
বৃষ্টিও ভীষণ দামি বালু দেশে কাঁদে জলময়
কেটে গেছে বহুদিন ফুরিয়েছে ধৈর্য্য,
তবুও কন্ঠ উন্মুক্ত পিশাচ হাসে বাড়িময়
আমার দেশে কেউ ও কি আছে বন্ধু আমার।
Image
এখন থেমেছে কোলাহল ভিড়েছে কবির ছন্দ গান
পাখিরা ফিরেছে বাড়ি কাঁপিচে রাখালের প্রাণ
একটি গরু এখনো নিখোঁজ খুঁজে সারা ময়দান,
আঁধার নামে প্রত্যেক বেলা শেষ ঘুমের রাজ্যে সাড়া।
এভাবে কাটে নানা চিন্তার সাগর
পেরিয়ে যাবো এক সময় ভোর হলো
কেউ পেলে খুঁজে তারে দিও খবর,
আমি আজ ভবঘুরে এক কালো ভ্রমর।
ছবিটা অনেক সুন্দর হয়েছে