দিরিলিসঃ সাড়া জাগানো এক তুর্কি সিরিজ।
আজ আমি কথা বলবো তু্র্কি ভাষায় নির্মিত ইসলামিক সিরিজ 'দিরিলিস' নিয়ে। আমার দেখা সব থেকে বেস্ট ইসলামিক সিরিজ এটি। যেসব মুসলিম ছেলে-মেয়েরা হলিউড, বলিউড আসক্ত কোনোভাবেই এসব ছেড়ে বের হয়ে আাসতে পারছেন না। তারা 'দিরিলিস' সিরিজটি দেখতে পারেন। সব নেশা সব আসক্তি একেবারে উধাও হয়ে যাবে দেখবেন। আর তাছাড়া এই সিরিজটিতে কি পাবেন না আপনি..?? ভালোবাসা, বিশ্বাস, প্রতারনা, অনুগত্যতা, বিশ্বাসঘাতকতা, যুদ্ধ সব রয়েছে এই সিরিজটিতে।
'দিরিলিস' সিরিজের প্রধান আকর্শন আরতুগুল গাজি। যিনি ওসমানী খিলাফতের প্রথম খলিফা উসমান গাজির পিতা। আরতুগুল গাজির পিতা সুলেমান শাহ। ওসমানী খিলাফত একদিনে গড়ে উঠেনি। উসমানী খিলাফত প্রতিষ্ঠিত করতে গিয়ে অজস্র পান ঝরেছে। রক্ত দিতে হয়েছে মুসলিম বীর সন্তানদের। অজস্র মায়ের বুক খালি হয়েছে। আকাশ - বাতাস ভারি হয়ে উঠেছে প্রিয় জনদের আর্তনাদে। এরপরেও থেমে থাকেনি খিলাফত প্রতিষ্ঠিত করার কাজ।
আপনি একমাত্র 'দিরিলিস'দেখলেই বুঝতে পারবেন কাছের মানুষগুলোও কতরকম ভাবে প্রতারনা করতে পারে। কত সুন্দর করে ছক তৈরি করে ফাঁদে ফেলে প্রিয়মুখ গুলো তা আপনি মর্মে মর্মে অনুধাবন করতে পারবেন এই সিরিজটি দেখে। উসমান গাজি খিলাফত প্রতিষ্ঠিগ করলেও মূলত উসমানি খিলাফতের ভীত গেড়েছিলেন আরতুগুল গাজি। আরতুগুল গাজির আসমান্য অবদানের জন্যেই শেষ পর্যন্ত উসমান গাজির সময়ে এসে রাষ্ট্রিয় শাসন ব্যবস্থা খীলাফতের রূপ পায়। অটোমান সম্রাজ্যে উসমানি খিলাফতের গুরুত্ব অনেক তাৎপর্যপূর্ন।
এই সিরিজটি ইতিহাস থেকে নিয়ে তৈরি করা হয়েছে ড্রামাটিক ভাবে। বর্তমানে এটি প্রায় সারা বিশ্বে গ্রহনযোগ্যতা লাভ করেছে। ব্যাপক সারা ফেলেছে নেট দুনিয়ায়। এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ভাষায় এটি অনুদৃত হয়েছে। এটি দেখলে আপনি কি না শিখতে পারবেন। একজন আদর্শ মা কিভাবে হবেন, একজন আদর্শ বাবা কিভাবে হবেন, একজন আদর্শ স্বামী কিভাবে হবেন, একজন আদর্শ স্ত্রী, ছেলের বউ কিভাবে হবেন সর্বোপরি একজন আদর্শ মুসলিম কিভাবে হবেন তা জানতে পারবেন। এটা খুবই চমকপ্রদ ভাবে তৈরি করা হয়েছে। এটার প্রশংসা করে অন্তত আমি শেষ করতে পারবোনা।
ইসলাম সম্পর্কে জানতে এটি আমাকে অনেক সহয়তা করেছে।।