টেলিভিশন এবং আমি।

in Steem Bangladesh3 years ago

images (10).jpeg

Image Source

টেলিভিশনে কে কি দেখতে সব থেকে বেশি ভালোবাসেন..?? এই প্রশ্নের উত্তরে কেউ হয়তো বলবেন সিরিয়াল কেউ বা বলবেন সিনেমা আবার কেউ বা বলবেন কার্টুন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার পছন্দ একেবারেই ভিন্ন। আমি টেলিভিশনে খবর ছাড়া আর অন্য কিছু একদমই দেখি না। হ্যাঁ, আমি টেলিভিশনে খবর দেখতে সব থেকে বেশি পছন্দ করি।

আমি অবসর সময়তে অনেক কাজ করে সময় কাটাই। সময় কাটানোর সাথে সাথে আমি অনেক সময় টেলিভিশন দেখি এবং টেলিভিশনে সব সময় খবর দেখি। খবর ছাড়া অন্য কিছু আমার তেমন একটা দেখা হয়না। আমি খবর দেখার বিষয়ে অন্যদের তুলনায় একটু বেশিই নেশাগ্রস্ত। সবাই যেটা দেখে না আমি সেটাও দেখি আবার সারাদিন যেটা দেখি সেটাও দেখতে থাকি। এটা আমার প্রত্যেক দিনের অভ্যাসে পরিণত হয়েছে।

সারাদিন দেশ-বিদেশের কোথায় কি হয় তা জানতে খুবই আগ্রহী আমি। এতটাই খবর দেখা নিয়ে পিপাসার্ত থাকি আমি যে নিউজ চ্যানেল ব্যতিত আমি অন্য কোনো চ্যানেলে পরিবর্তন পর্যন্ত করতে দেইনা। আমার এই আগ্রহটা আগে ছিলনা। বরং আমার সামনে পরিবারের কেউ খবর দেখতে চাইলে আমি খুব বিরক্ত হতাম। মনে মনে ভাবতাম এই খবর দেখার মধ্যে এমন কি আছে যে সবাই এত বেশি খবর দেখতে পছন্দ করে। বিশেষত চায়ের দোকানে দেখতাম সারাদিন খবর দেখে সবাই নয়তো সিনেমা। কিন্তু এখন নিজে বুঝতে পারি আসলেই খবর দেখার মধ্যে, নিত্যনতুন বিষয় জানার মধ্যে যে আনন্দ যে ভালোলাগা সেটা আর অন্য কোথাও নেই।

প্রতিদিন দেশের খুঁটিনাটি সব খবর আমি রাখি,দেখি এবং জানি। আমাকে জানতে হবে, খবর রাখতে হবে কারণ এটি আমার দেশ আমাদের দেশ। যদি আমরা না খবর রাখি তবে কে খবর রাখবে..?? দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি দেশের প্রত্যেকটা খবরাখবর আমাদের রাখা উচিত। তাই আমি সারাদিন কাজের ফাকে খবর দেখি। একই প্রতিবেদন মাঝে মাঝে দেখি নিউজ চ্যানেলগুলে কপি করতে থাকে তারপরেও আমি দেখি। মনে হয় হয়তো একটি বিশেষ কোনো আলাদা তথ্য দেবে আমি আরেকটু বেশি জানতে পারবো বা একটা লাইন ভিম্ন হবে আমি শুনবো আমি দেখবো আমি জানবো।