The Diary Game Season -3 November 29-10-2021 -club5050
সকাল
সকালে মসজিদে আজানের শব্দে ঘুম ভাঙল। আমি তাড়াতাড়ি বিছানা থেকে নামলাম, দাঁত মাজলাম, ওযু করে রুমে গেলাম। হাত-মুখ মুছে নামাজ পড়লাম। আমি আমার নামাজ শেষ এবং সকালে বাইরে হাঁটা. আর সকালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। কিন্তু সকালের সূর্য ওঠার ছবি ছিল চোখ ধাঁধানো। কিছুক্ষণ পর রুমে এসে পড়ার টেবিলে মনোযোগ দিলাম। সকালে পড়ার পর নাস্তা করতে নাস্তার টেবিলে গেলাম। পরোটা আর লাচ্চা দিয়ে নাস্তা করলাম। সকালের নাস্তার পর আমি বাইরে বসে ছোট ছেলেদের বিভিন্ন ধরনের খেলা দেখে সময় কাটালাম।
দুপুর
বিকেলে গোসলের আগে গরুগুলোকে গোসল করিয়ে খাওয়ালাম। তারপর গোসল করলাম, জোহরের নামাজ পড়লাম এবং দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবারে ছিল গরুর মাংস, ডাল এবং মাশ। খাওয়া শেষ করে দুপুরে বিশ্রাম নিলাম।
বিকাল
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওযু করে আসরের নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে শহরের দিকে রওনা হলাম কিছুদূর যাওয়ার জন্য। আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি কাজ শেষে বাড়ি যাওয়ার কিছুক্ষণ আগে। তিনি মোটরসাইকেল ঠিক করতে শহরে গিয়েছিলেন। আমিও তার মোটরসাইকেল ঠিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবং তারপর দুই বন্ধুর সাথে চা-নাস্তা সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
সন্ধ্যা
মাগরিবের আজানের কিছুক্ষণ পরেই বাশ এড পৌঁছলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষন বিশ্রাম নিয়ে পড়ার টেবিলে গিয়ে কিছুক্ষন পড়াশুনা করলাম।
রাত
রাত ৯টায় পড়া শেষ। এশার নামাজের জন্য প্রস্তুত হলাম। অজু করে রুমে এসে নামাজ পড়লাম। রাতের খাবারের পর, আমি আমার মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করে ঘুমিয়ে পড়লাম।
আমার ডায়েরি পোস্ট পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
সুন্দর গুছানো একটি ডাইরি। সকালের কুয়াশার চাদরে ঢাকা গ্রামীণ দৃশ্য দেখে ভালো লাগলো।
শেষ ১ মাসে আপনি পাওয়ার আপ করেছে ১.১৪৮ স্টীম৷ এবং ক্যাশ আউট করেছেন ১.৯৮৩ এসবিডি। আপনাকে #club5050 ট্যাগ অর্জন করতে ১.৯৮৩ সমপরিমাণ স্টীম পাওয়ার আপ করতে হবে।
কুয়াশায় ঢাকা গ্রামীণ জীবনের দৃশ্য আপনি সুন্দর ভাবে তুলে ধরেছেন।ডায়েরি পোস্টটি বেশ সাজানো।
আপনি যে নামাজ পড়েন এটা জানতে পেরে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন।
শীতকাল আর কুয়াশা।এ যেন এক অপরূপ সৌন্দর্য ।
আপনার দিনটি সত্যিই অনেক ভালো ছিল।❤️❤️
আপনার পোস্ট এর প্রথম দুটি ছবি ঝাপসা। সবসময় পোস্ট এর প্রথম ছবিটি সুন্দর দেওয়ার চেষ্টা করবেন।
ভাইয়া আনেক সুন্দর ডাইরি গেম লিখেছেন।