Movie review || genaration আমি review || 11/5/2021

in Steem Bangladesh4 years ago (edited)

genaration আমি


66476126.jpg
Source

পরিচালকমৈনাক ভৌমিক
চিত্রনাট্যকারমৈনাক ভৌমিক
অভিনয়েঋতব্রত মুখোপাধ্যায়,সৌরসেনি মৈত্র,অপরাজিতা আঢ্য,শান্তিলাল মুখোপাধ্যায়
মুক্তি২৩ নভেম্বর ২০১৮

Source

আজ আমি কোন অ্যাকশন মুভি নিয়ে কথা বলবো না আজ আমি এমন একটা মুভি নিয়ে কথা বলবো যেখানে আপনি দেখতে পাবেন বাঙালি পরিবার, নিজের ছোট বেলা আর পরিবারের বাবা-মা যদি সন্তানের কথা না শুনে না বুঝে তবে কি হতে পারে। আমি @labibasultana
পুরো ছবি টি আজ সংক্ষিপ্ত ভাবে বলে সেটার উপর রিভিউ দেওয়ার চেষ্টা করবো।

চলুন শুরু করা যাক,

Screenshot_2021-05-11-15-15-28-024_com.google.android.youtube.jpg

এটা অপু

সিনেমার শুরুতে দেখা যায় ক্লাস ১০ পড়া এক ছেলেকে মা অনেক যত্ন করছে। ছেলেটির নাম অপু। শুরুতে প্রতিটা বাঙালী পরিবারে স্কুল পড়া সময় কি হয় তা দেখানো হবে। হঠাৎ তাদের বাসায় অপুর ছোড়দি এসে হাজির সম্পর্কে চাচাতো বোন হয়। যে নিজের মতো চলতে পছন্দ করে আর অন্যদিকে অপুর সাথে সাথে সব জায়গায় অপুর মা যায় অপু জানেই না কিভাবে মায়ের অবাধ্য হতে হয় । দিল্লি থেকে ছোড়দি আসে তার ডাক্তার দেখাতে। অপুর সাথে ছোড়দি মানে দূর্গা কে পাঠায় ডাক্তারের কাছে কিন্তু ছোড়দি কিছু টাকা দিয়ে অপুকে পাঠিয়ে দেয় কোচিং করতে আর এখানে সে আর ডাক্তারের কাছে যায় না।

কোন এক বিল্ডিং এর উপরে বসে মাকে ফোন দেয় কিন্তু তার মা ফোন টা ধরে বলে সে ব্যস্ত সে কথা বলতে পারবে না। তখন সৌরভ নামের এক ছেলেকে ফোন দেয় সেও ব্যস্ত থাকে।

আর অন্যদিকে অপু প্রথমবারের মতো কোচিং ফাঁকি দিয়ে ঘুরতে যায়। অপুকে যেখানে তার ছোড়দি থাকতে বলে সেখানে অপু গিয়ে আর তাকে খুঁজে পায় না বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে কি করবে বুঝতে থাকে না তখন তার ছোড়দি এসে হাজির হয়। কিন্তু বাসায় গিয়ে জানতে পারে তার মা জেনে গেছে যে সে কোচিং করে নি।

Screenshot_2021-05-11-15-15-22-573_com.google.android.youtube.jpg

বকাবকি করতে থাকে সে ছাদে এসে কান্না করতে থাকে আর তখন ছোড়দি এসে সরি বলে আর বলে যে আসলে দোষ তার কিন্তু বকা খেলো অপু।

Screenshot_2021-05-11-12-28-15-304_com.google.android.youtube.jpg

এইভাবে অপু এমন কিছু কাজ করতে থাকে যেটা তার জীবনে প্রথমবার। সে যেই মেয়ে কে পছন্দ করতো সেই মেয়ের সাথে প্রথম কথা হয় ছোড়দির কারনে। অপু লুকিয়ে লুকিয়ে গান লিখতো তার গানের প্রতি অনেক টান থাকা সত্তেও কখনো বাবা মা কে বলতে পারে নি ভয়ে।
কিন্তু তার ছোড়দির কারনে সে একটি গান কন্টেস্টে নাম লেখায়। অপুর ছোড়দি একদিন তার সব বন্ধুবান্ধব দের ডাকে আর সেদিন তার মাকে তার মাসির বাড়িতে পাঠিয়ে দেয় বুঝিয়ে আর তার বাবা বাড়িতে থাকে না সন্ধ্যার পর তার বন্ধুবান্ধব নিয়ে সে প্রথম আড্ডা দেয় গল্প করে।

Screenshot_2021-05-11-15-31-02-005_com.google.android.youtube.jpg

তার মনে সাহস হতে থাকে। ছোড়দির জন্মদিনের দিন অপুকে ছোড়দি একটা গিটার গিফট করে কন্টেস্টে গান করার জন্য।

দিন যত যাচ্ছিলো অপুর এই অবস্থা দেখে অপুর মা তার বাবাকে বলে দূর্গাকে যাতে তার বাবা-মার কাছে পাঠিয়ে দেয়। অপুর বাবা তার ভাই কে ফোন দিয়ে বলে তাকে যাতে নিয়ে যায় তারা। হঠাৎ একদিন দূর্গা জানতে পারে। সে যেই ছেলেটাকে ভালোবাসতো মানে সৌরভের বউ আছে একটা বাচ্চাও আছে।

Screenshot_2021-05-11-15-20-46-318_com.google.android.youtube.jpg

সে ওই সময়টা তে একদম ভেঙে পড়ে তার মাকে ফোন দেয় তার বাবাকে ফোন কিন্তু সবাই ব্যস্ত সে কোন কিছু না বলতে পেরে কষ্টে সে এক বিল্ডিং থেকে লাফ দিয়ে সুইসাইড করে। সবটা এক নিমিষে নিস্তব্ধ হওয়ার মতো অবস্তা অপু পাগলের মতো কান্না করতে থাকে কারন ছোড়দি একমাত্র তাকে বুঝতো আর তার বেষ্টফ্রেন্ড ছিলো। ছোড়দি মারা যাবার পর অপু অনেক টা বদলে যায় পরের সিনে দেখানো হয় অপু সেদিন গিটার নিয়ে গান গায়তে যাবে সেই কন্টেস্টে বের হওয়ার সময় তার বাবার সাথে ঝগড়া হয় তখন সে বলতে থাকে,

"সেদিন যদি তোমরা কেউ ছোড়দির কথা শুনতে তবে হইতো আজ ছোড়দি বেচেঁ থাকতো। তোমরা শুধু ভাবো মানুষ কি ভাবলো ভাবো না সন্তান কি চায়। এই ফেক সোসাইটির জন্য ভুলে গেছো বাচতেঁ কিভাবে হয়। ছোড়দি আমাকে বাচতেঁ শিখিয়েছে। "

Screenshot_2021-05-11-12-28-45-883_com.google.android.youtube.jpg

তারপর চলে যায় গান গায়তে অপু সেদিনের কন্সার্টে তার বাবা মা আসে তার গান শুনে সবার চোখে সেদিন পানি ছিলো গল্পটা ছিলো একটা সাধারণ ফ্যামিলির গল্প।

মুভির গান -

  1. জেনারেশন আমি
  2. কাল সারা রাত
  3. ভুলে যেও না
  4. তোর সাথে

আমার মতামত -

আপনি যদি প্রেম ভালোবাসার ছবি দেখতে দেখতে খুব বিরক্ত হয়ে যান তবে এটা আপনার জন্য। আমি ছবিটা কয়েক বার দেখছি ততোবার চোখ ভিজে গেছে। দূর্গার মৃত্যুটা কেমন জানি মেনে নেওয়া যায় না। এক কথায় অসাধারণ একটা ছবি। আপনি যদি নিজের ছোট বেলার পরিবার দেখতে চান বা স্কুল লাইফের প্রেম দেখতে চান তবে এটা আপনার জন্য। আমার দেখা কলকাতার সিনেমার মধ্যে এটা এক অন্যরকমের মুভি মনে হইছে আর এটা সবার দেখা উচিত বাবা মার সন্তানের খেয়াল না রাখলে কি হতে পারে এটা দেখলে বোঝা যায়। আমি হলপ করে বলতে পারি আপনি এটা দেখার পর অনেক টা সময় মুভির রেশ টা থেকে যাবে আপনাকে একবার হলেও ভাবাবে। ছবির গান গুলো জাষ্ট মারাত্মক ছবি না দেখলেও ছবির গান গুলো শুনার অনুরোধ রইলো।

মুভি ট্রেইলার - জেনারেশন আমি

রেটিং -

  • গান - ৫/৫
  • মুভি - ১০/১০
IMDb rate -7.5/10



গান আর মুভি রেটিং টা আমার দেওয়া আমার যতটুকু মনে হয়েছে আমি দিয়েছি। এখানে সকল স্কিনশট ট্রেইলার থেকে নেওয়া।

ভালো থাকবেন,সুস্থ থাকবেন

ধন্যবাদ

আসসালামু আলাইকুম

Sort:  

khub sundor review

ধন্যবাদ আপু

 4 years ago 

ভালো হয়েছে খুব।

ধন্যবাদ ভাই

 4 years ago 

welcome

দারুণ হয়েছে

ধন্যবাদ😇😇

 4 years ago 

এত সুন্দর পোস্ট কিভাবে করেন? অনেক সুন্দর হয়েছে। মুভিটা দেখা হয়নি । দেখতে হবে।

😴না দেখলে অনেক কিছু মিস করবেন দেখে নিয়েন

 4 years ago 

আচ্ছা

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Thank you🥰

Oshadharon