Movie review || কন্ঠ movie review || 22/05/21

in Steem Bangladesh4 years ago

কন্ঠ


Screenshot_2021-05-22-10-05-52-207_com.google.android.youtube.jpg

পরিচালকশিবপ্রসাদ মুখোপাধ্যায়,নন্দিতা রায়
রচয়িতাশিবপ্রসাদ মুখোপাধ্যায়
প্রধান অভিনয়জয়া আহসান, শিবপ্রসাদ মুখার্জি ,পাওলি দাম
মুক্তি১০ মে ২০১৯

Source

আজ কথা বলবো এমন এক মুভি নিয়ে যেটা কোন লাভ স্টোরি না যেটা কোন একশন মুভিও না। যে মুভিতে দেখানো হয়েছে একজন ক্যান্সার রোগীর আত্মকাহিনী তার জীবনের যে সংগ্রাম। কথা না বলতে পাড়ার কষ্ট। মুভির নাম কন্ঠ। ছবিটি মুক্তি পায় ২০১৯ সালে। ভালোই সারা ফেলে ছিলো

তবে শুরু করা যাক,


Screenshot_2021-05-22-11-59-17-408_com.google.android.youtube.jpg

অর্জুন মল্লিক যিনি একজন রেডিও জকি মানে কন্ঠ শিল্প। তার কন্ঠের জন্য প্রায় সবার কাছেই পরিচিত সে। তার কন্ঠ দিয়ে নিজের দর্শকে মাতিয়ে রাখেন এই কারনে অ্যাওয়ার্ড ও পায় সে। খুব সাজানো গুছানো সংসার তার

হঠাৎ একদিন তার গলা দিয়ে শব্দ বের করতে পারে না আস্তে আস্তে সমস্যাটা বাড়তে থাকে হঠাৎ একদিন মুখ দিয়ে রক্ত ও পড়ে। তার স্ত্রী পৃথা তাকে নিয়ে ডাক্তার কাছে যায় তার সকল টেষ্ট করার পর জানতে পারে ল্যারেনজিয়াল ক্যান্সার সে লাষ্ট পর্যায় আছে। তার কণ্ঠনালি বাদ দিতে হবে। ডাক্তার বলে,

আশা করি তোমার কন্ঠ থেকে তোমার জীবন টা বেশি জরুরি।

কণ্ঠনালী বাদ দেওয়ার পর সে একদমই কথা বলতে পারে না তাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। তার কাছে একটা চক আর বোর্ড দেওয়া হয় তার কথা গুলো লেখার জন্য। কিন্তু সে কোন ভাবেই তার এই কথা না বলাটা মেনে নিতে পারছিলো না তাকে ডাক্তার বলে যে সে কথা বলতে পারবে কিন্তু খাদ্যনালী দিয়ে। তার মতো একজন বিখ্যাত রেডিও জকি যে কিনা নিজের গলার কন্ঠ দিয়ে মাতিয়ে রাখতেন সে আজ নিশ্চুপ। সে কখন ভাবতেই পারে নাই তার সাথে এমনটা হতে পারে সব কিছু মিলিয়ে সে অনেক ডিপ্রেশনে ভুগতে থাকে। সে মনে করে হইতো সব শেষ। সে নিজের উপর সব থেকে কাছের মানুষ নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে।

Screenshot_2021-05-22-10-06-27-632_com.google.android.youtube.jpg

সে রমিলা নামের একজন ডাক্তারের কাছে যান কিভাবে খাদ্যনালী দিয়ে কথা বলতে হয় তা জানতে রমিলা প্রথমবারের মতো ফিরিয়ে দিলেও পরে সে ঠিকি তাকে শিখাতে শুরু করে। তাকে প্রেশার দিয়ে খাদ্যনালী দিয়ে এক একটা শব্দ বের করার চেষ্টা করে। সে বার বার দমে গেলেও রমিলা দমে যেতে দেয়নি সে সবসময় তাকে বোঝানোর চেষ্টা করতো রমিলা আর অর্জুন খুব ভালো বন্ধু হয়ে গেলো।

সে ধীরে ধীরে ২/১ টা শব্দ বলতে শুরু করলো আবার শব্দ বলতে শুরু করলো। ডাক্তার রমিলা প্রথমেই বলে ছিলেন সে নাকি আবার রেডিওতে কাজ করতে পারবেন সে এই টা কোন ভাবেই বিশ্বাস করতে চায়নি কিন্তু যখন সে আস্তে আস্তে খাদ্যনালী দিয়ে কথা বলতে শুরু করে তখন সে প্রথমে তার ছেলের স্কুলের এক অনুষ্ঠানে পারফর্ম করে। হঠাৎ রমিলার কাছে অর্জুনের স্ত্রী গিয়ে বলে তার জীবন থেকে সরে দাঁড়াতে এটা শুনার পর রমিলা কষ্ট পেলেও তা অর্জুন কে বুঝতে দেয় সে কলকাতা থেকে ঢাকায় চলে যায়।

Screenshot_2021-05-22-12-02-08-155_com.google.android.youtube.jpg

আর এই দিকে অর্জুন তার রেডিও জকির কাজটা আবার শুরু করে তার আধো আধো কথা বুলতে পারাটাকে সে ছোটদের জন্য একটি শো করে।
শেষমেশ রমিলা অর্জুনকে একটা চিঠি লেখে যেখানে লেখা থাকে,

প্রিয় জজু দা, আমি ভালো আছি আমি ঢাকায় শিফট করি ঢাকার একটা হসপিটালে আমি এখন জয়েন করেছি শৈয়লিকে ঢাকার একটা স্কুলে ভর্তি হয়েছে হইতো আমাদের আবার দেখা হবে কোন একদিন।

মুভির গান -

১. আলো আলোতে ঢাকা
২. অবাক জলে
৩. সবাই চুপ

ছবির ট্রেইলার -

কন্ঠ

আমার মতামত -

অন্যরকম গল্প দেখার জন্য এই মুভিটা বেষ্ট। আসলে কন্ঠ যে মানুষের কত বড় একটা আল্লার দান এটা দেখার পর আপনার মনে হতে শুরু করবে। একটা মানুষ বোবা হলে কতটা অসহায় হয়ে যায় এটা দেখলে স্পষ্ট একটা ধারনা পাওয়া যায়। আল্লাহ কখন কারে কিভাবে কি করবেন সেটা আল্লাহ নিজেই ভালো জানেন। গল্প টা একটা ক্যান্সার রোগীর গল্প। আপনাদের দেখার অনুরোধ রইলো এই মুভির গানে লিষ্টের প্রথম গান থেকে শেষ গান এতো ভালো লাগছে আমার কাছে। যথেষ্ট সুন্দর করে অভিনয় ফুটিয়ে তুলেছেন তারা তাদের ভুল ধরার সুযোগ পাবেন না। আপনি ছবিটি দেখলে বিরক্ত হবেন না। এখানে ব্যবহার করা প্রতিটি ছবি ট্রেইলার থেকে স্কিনশট নেওয়া। ছবিটি একাডেমী পুরস্কার ও পায়।

রেটিং -

  • গান - ৪.৫/৫
  • মুভি - ৪/৫
IMDb rate 7.6/10

আজ অনেক দিন পর আমি পোষ্ট করছি। অসুস্থতার কারনে মাঝে অনেক দিন পোষ্ট করতে পারেনি। আশা করি সবাই

ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আসসালামু আলাইকুম।

Sort:  
 4 years ago 

ভালো হয়েছে খুব।

ধন্যবাদ ভাই😇

 4 years ago 

I didn't watch it but have seen the trailer. Seems like I need to.

অসাধারণ একটা মুভি ভালো লাগবে

ধন্যবাদ 😇

Onk sundor movie review

ধন্যবাদ আপু😇