The Diary Game- Season -3 || My Busy Day ||02-october-2021|| 2% Beneficiaries to @bd-charity

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম

আমি @mmratulahmed from Bangladesh

আজ শনিবার, ০২ অক্টোবর, ২০২১।

আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।

IMG_20211002_202954.jpg

সকাল

IMG_20211002_203045.jpg

সকাল সকাল উঠে রাস্তা ঠিক করলাম কারণ রাস্তায় একটু মাটি ক্ষয় হয়ে রাস্তা নষ্ট হয়ে গেছিল।

IMG_20211002_203056.jpg

পরে চুলা খুচে রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হলো।

IMG_20211002_214847.jpg

রান্না শেষ হয়ে যেত প্রায় দুপুর।

দুপুর

দুপুরের দিকে রান্না শেষ হলো।

IMG_20211002_121641.jpg

দুপুরের মধ্যে হলুদের প্যান্ডেলের কাজ শেষ হয়েছে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেল।

বিকাল ও সন্ধ্যায়

হলুদের প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় বিকাল। প্রোগ্রাম শেষ হবে পরে বিকালে বিদায় পালা হল। সারাদিন ব্যস্ত থাকার পরে আমি বিদায় দিয়ে দুই ঘন্টা পাগল ছিলাম।😂
মনে রেস্ট নিসিলাম।

রাত

পরে রাতের খাবার খাওয়া দাওয়া শেষ করে ডেলি ডাইরি লিখতে শুরু করলাম । এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি । আর এখন আমার ডেলিভারি লেখা প্রায় শেষ ।

আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

From,
@mmratulahmed

Sort:  
 3 years ago 

আপনার আইডি টি steem-bangladesh কর্তৃক ভেরিফাইড করে নিতে হবে। তার জন্য আপনাকে একটি ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিওটিতে আপনার নাম, আপনার স্টিমিট ইউজার নাম, থানা ও জেলার নাম উল্লেখ করতে হবে। আশাকরি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

 3 years ago 

এতগুলো তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

sundor ekti din keteche.

 3 years ago 

Thank you.