The Diary Game- Season -3 || My Busy Day ||02-october-2021|| 2% Beneficiaries to @bd-charity
আসসালামু আলাইকুম
আমি @mmratulahmed from Bangladesh
আজ শনিবার, ০২ অক্টোবর, ২০২১।
আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।
সকাল
সকাল সকাল উঠে রাস্তা ঠিক করলাম কারণ রাস্তায় একটু মাটি ক্ষয় হয়ে রাস্তা নষ্ট হয়ে গেছিল।
পরে চুলা খুচে রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হলো।
রান্না শেষ হয়ে যেত প্রায় দুপুর।
দুপুর
দুপুরের দিকে রান্না শেষ হলো।
দুপুরের মধ্যে হলুদের প্যান্ডেলের কাজ শেষ হয়েছে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেল।
বিকাল ও সন্ধ্যায়
হলুদের প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় বিকাল। প্রোগ্রাম শেষ হবে পরে বিকালে বিদায় পালা হল। সারাদিন ব্যস্ত থাকার পরে আমি বিদায় দিয়ে দুই ঘন্টা পাগল ছিলাম।😂
মনে রেস্ট নিসিলাম।
রাত
পরে রাতের খাবার খাওয়া দাওয়া শেষ করে ডেলি ডাইরি লিখতে শুরু করলাম । এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি । আর এখন আমার ডেলিভারি লেখা প্রায় শেষ ।
আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
From,
@mmratulahmed
আপনার আইডি টি steem-bangladesh কর্তৃক ভেরিফাইড করে নিতে হবে। তার জন্য আপনাকে একটি ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিওটিতে আপনার নাম, আপনার স্টিমিট ইউজার নাম, থানা ও জেলার নাম উল্লেখ করতে হবে। আশাকরি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
এতগুলো তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
sundor ekti din keteche.
Thank you.