The Diary Game- Season -3 || Simple Day ||13-September-2021|| 2% Beneficiaries to @bd-charity
আসসালামু আলাইকুম,
আমি @mmratulahmed from Bangladesh
আজ সোমবার
১৩ সেপ্টেম্বর, ২০২১ ।
আশা করি সবাই ভাল আছেন,
আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।
https://w3w.co/educates.dissolves.worms
সকলের ফাকা রাসতা।
আজকে সকালে ঘুম থেকে উঠলাম ৬ টার দিকে। সকালে ঘুম থেকে উঠে মোবাইল ধরে দেখি ফেসবুকে কিছু লোকের বার্থডের নোটিফিকেশন এসেছে । এর মধ্যে কিছু ফ্রেন্ড ছিল তাদেরকে প্রথমেই বার্থডে উইশ করে দিনের শুরু করলাম । পরে সকলের ফাকা রাসতায় একটু হাটা হাটি করলাম । বাসায় ফেরার পরে মেহমানদরে সাথে হালকা-পাতলা নাস্তা করে এক কাপ চা খেলাম। তারপর মেহমানরা চলে জাবে এয় জন্য তাদের কে বাস স্টান্ট পোরজন্তু আগিএ দিলাম ।
https://w3w.co/item.crossings.almost
বাস স্টান্ট
পরে বাসায় চলে আসলাম । বাসায় ফিরেসে ফ্রেশ হয়ে ঘরের কিছু কাজকর্ম সেরে নিলাম।তারপরেও গান শুনতে শুনতে ঘর গোছানো শুরু করলাম । তারপর মোবাইলে কিছুক্ষণ গেমস খেললাম । তারপরে You Tubeএ গান শুনতে শুনতে কিছুক্ষণ ঘর গোছানোর পরে আমি গোসলে গেলাম।
দুপুর
স্ক্রীনশট
গোসল থেকে আসার পর Ertugrul ghazi নামের একটি ওয়েব সিরিজ দেখলাম । এটি একটি তুরকিশ ওয়েব সিরিজ , তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগের ইতিহাস নিয়ে তৈরি এই নাটকে এখন একেবারে মন্ত্রমুগ্ধ - বিশেষ করে সেখানকার তরুণ প্রজন্ম। মুসলিম বিশ্বের নানা দেশে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর এই এপিক তুর্কী ড্রামাটি এখন ভারত সহ বাংলাদেশের মুসলমানদের মধ্যেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। যে ওয়েব সিরিজ আমাদের সবারই প্রিয় একটা ওয়েব সিরিজ। আর ওয়েব সিরিজ যতবারই দেখি ততই ভালো লাগে ।
স্ক্রীনশট
দুপুরের খাবার খেয়ে বিশ্রামে চলে গেলে। এর পর একটু রেস্ট নিলাম এবং আমার পছন্দের কিছু গান শুনলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ শুয়ে পছন্দের কিছু গান শুনলাম এবং একটু ঘুমালাম ।
স্ক্রীনশট
বিকাল ও সন্ধ্যায়
বিকালের দিকে ঘুম থেকে উঠে রেডি হয়ে টংএ গেলাম । কালকে মহেমান আসায় বন্ধুদের সাথে দেখা ৈকোরতে পারছিলাম না আজ দেখা হবে সবার সাথে । আজকে বন্ধুদের সাথে আবারও মিনি মিলিটারি গেম টা খেল্লাম । কোনো কারণবশত আবারো সেকেন্ড হলাম। এত চেষ্টা করলাম তারপরও কেন যেন ফার্স্ট হতে পারলাম না ।
স্ক্রীনশট
তারপরও কিছুক্ষণ বিরতি নিয়ে চা এবং হালকা-পাতলা নাস্তা করলাম । নাস্তা এবং চা খেতে খেতে বন্ধুদের সাথে খোশালাপ সেরে নিলাম । তারপর আবারো মিনি মিলিটারি গেমে মনোনিবেশ করলাম ।
স্ক্রীনশট
এবার অনেক চেষ্টার পর প্রথমবারের মতো প্রথম হলাম । প্রথম হওয়ার সম্ভাবনা ছিলো না অনেক চেষ্টার পরে প্রথম হতে পারছি । গেমস খেলা শেষ করে বন্ধুদের সাথে আরো কিছুক্ষন গল্প করে তারপর বাসার দিকে আসলাম ।
রাত
বাসায় এসে বাসাটা পুরো ফাঁকা ফাঁকা লাগতেছে, কালকে সবাই ছিলো গল্প করতেছিলাম খুব ভালো লাগতেছিল । রাতে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হল । খাওয়া-দাওয়ার পর আমি আমার রুমে চলে আসলাম । তারপর আমার রুমের কম্পিউটার টা অন করে আমার সারাদিনের ডেলিভারি লেখা শুরু করলাম, এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি । আর এখন আমার ডেলিভারি লেখা প্রায় শেষ ।
আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
From,
@mmratulahmed
সুন্দর একটা দিন কাটিয়েছেন আপনি।
Sob e Allah r rogomot vi.