Contest : Movie Review || 3-Headed Shark Attack || by @nakib07 || 23 July 2021

in Steem Bangladesh3 years ago

♥আসসালামুয়ালাইকুম♥


🔸This is @nakib07 from Bangladeah.

Steem-Bangladesh-এর আজকের কনটেস্ট 📽️"Movie Review"📽️।
আজ আমি যে মুভির রিভিউ দিব সেটি হল " 3-Headed Shark Attack" ।চলুন শুরু করা যাক।

📽️My Movie Review📽️

images_28.jpgscoure

🎥 মুক্তির পোস্টার 🎥

Directed byChristopher Ray
Written byJacob Cooney,Bill Hanstock
Produced byDavid Michael Latt,David Rimawi,Paul Bales
StarringDanny Trejo,Karrueche Tran,Rob Van Dam
CinematographyAlexander Yellen
Edited byRob Pallatina
Music byChris Ridenhour,Christopher Cano
Distributed byThe Asylum
Release dateJuly 20, 2015
Running time1 hou 29 minutes
CountryUnited States
LanguageEnglish

অভিনেতা

শুরু করবো জনপ্রিয় অভিনেতা " Brad Mills ".তার পরিচয় নিচে তুলে ধরলাম।

NameBrad Mills
Age35
Height5' 10"
CountryLondon

Brad Mills আমেরিকান টিভি, চলচ্চিত্র এবং থিয়েটার অভিনেতা। যিনি চার্লট চিলড্রেন থিয়েটারের মাধ্যমে মঞ্চে প্রথম অভিনয় করার পরে অভিনয় শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি শঙ্ঘাই, লন্ডন, আটলান্টা এবং নিউ ইয়র্কের নাট্যশিক্ষা করতে যান। উইল ক্লেগ পরিচালিত দ্য রেস্ট অফ ইউর লাইফ দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। তাঁর প্রথম চলচ্চিত্রের পরে, মিলগুলি পরে শ্যাডো ওয়াকার্স। এর সাথে বড় পর্দায় প্রত্যাবর্তনের আগে ওয়ান ট্রি হিল, আর্মি ওয়াইভস এবং ড্রপ ডেড ডিভা সহ বিভিন্ন টিভি সিরিজে অভিনয় করেছিলেন। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের কৃতিত্ব 3-Headed Shark সরাসরি--ভিডিও চলচ্চিত্র, যা তামিল ভাষায় জাবা 4 হিসাবে ডাব করা হয়। তাঁর অন্যান্য 2017 টির রিলিজের মধ্যে রয়েছে 12 লাইভস অফ সিসি কার্লাইল, ফ্র্যান্স বার্স্ট-টেরেনেলা পরিচালিত একটি কৌতুক নাটক।

📽️ সারাংশ 📽️


3-Headed Shark Attack movie টি এসাইলাম দ্বারা নির্মিত এবং ড্যানি ট্রেজো, কারুচে ট্রান এবং রব ভ্যান ড্যাম অভিনীত। ২০১৫ সালে আমেরিকান ডাইরেক্ট-টু-ভিডিও সায়েন্স ফিকশন অ্যাকশন হরর ফিল্ম। ক্রিস্টোফার রায় পরিচালিত এটি 2- Headed Shark attack সিক্যুয়াল।

hqdefault.jpgscoure

3-Headed Shark দুর্দান্ত সাদা হাঙ্গর একটি অ্যাটল আক্রমণ করে । যেখানে একদল কিশোর-কিশোরীরা পার্টি করছিল, মার্ক বাদে তাদের সবাইকে মেরে ফেলেছিল।যারা বাকী কিশোরী সৈকতে ছিলেন, যখন তিনি ছিলেন এক তীরে ছিলেন Mark এরপরেই হাঙ্গর প্রশান্ত মহাসাগরীয় প্যাচ অধ্যয়নরত একটি জলের নিচে গবেষণা পার্সেফোনে আক্রমণ করতে এগিয়ে যায়। ফলস্বরূপ ক্ষতিটি সুবিধাগুলি বিস্ফোরণ ঘটায় এবং ভিতরে থাকা প্রত্যেককে হত্যা করে।

📽️মূল কাহিনী📽️


3-Headed Shark Attack movie টিতে Mark তার বন্ধুদের সাথে প্রশান্ত মহাসাগরের তীরে বেড়াতে গিয়েছিল।তারা মোট ৮ জন ছিল। সেখানে তারা আনন্দ উৎসাহে পার্টি করতে ছিল।তখন mark এর দুই বন্ধু সাগরে নামার জন্য চলে গেল।তার একটি বন্ধু সবার আগেই সমুদ্রে নামল এবং তার দেখাদেখি তার অন্য একটি বন্ধু তার পিছনে সমুদ্রে সাঁতার কাটতে ছিল।সে সময় তার সেকেন্ড বন্ধুটিকে সার্ক আক্রমণ করে।তখন তার বন্ধুটিকে সার্ক এর হাত থেকে বাঁচানোর জন্য তার গার্লফ্রেন্ড পানিতে ঝাঁপ দেয়।হাঙ্গর টি ছেলেটিকে মেরে ফেলে এবং তার গার্লফ্রেন্ডকে আক্রমণ করে।সেসময় হাঙ্গর টি দুজনকে খেয়ে ফেলে আর তার সামনে যে বন্ধুটি ছিল সে ভয়ে পানি থেকে চলে আসে।

images_29.jpgscoure

তখন mark এর দুই বন্ধু তাদেরকে ছেড়ে চলে যায়।তখন তারা ছয়জনেই একটি টিম তৈরি করে এবং সার্ক এর হাত থেকে বাকি লোকদেরকে বাঁচানোর জন্য।কিন্তু সেই দ্বীপে মৎস্য গবেষণা একটি দল ছিল।তখন মার্ক এবং তার পাঁচজন বন্ধসহ সেই গবেষণার দিকে রওনা দেয় তাদেরকে এসব কথা বলার জন্য।তখন Mark সেখানে গিয়ে দেখল তার গার্লফ্রেন্ড গবেষণার কাজে রয়েছে।mark তার গার্লফ্রেন্ডকে দেখে খুব খুশী হল। কারন তারা তিন বছর পর তাদের দেখা হলো।গবেষণাটির ভিতর mark এর গার্লফ্রেন্ড সহ আরো দুইজন গবেষক ছিল।mark তাদের সব কথা খুলে বলল এবং সেখান থেকে তারা বের না হতেই তাদের উপরে হাঙ্গর আক্রমণ করল।

0a0d5f1a05b3804e9a5d395ff5a3e0f1.jpgscoure

mark এর গার্লফ্রেন্ড বাদে দুইজন গবেষকদের হাঙ্গর মেরে ফেলল।mark এর টিমে তখন ছয়জন বন্ধু হল।তখন তারা ৬ জন মিলে বাকি লোকদেরকে বাঁচানোর জন্য একটি জাহাজ নিল এবং সাগরের দিকে রওনা দিল।সে সময় সাগরের মধ্যে একটি বড় জাহাজ ছিল এবং সেখানে অনেকগুলো লোক একসঙ্গে পার্টি করতে ছিল।তখন তারা লোকদেরকে বাঁচানোর জন্য আসতে ছিল তখন তারা আসতে না আসতেই হাঙ্গর টি বড় জাহাজটির উপর আক্রমণ করে।

images_30.jpgscoure

সব লোকদের কে মেরে ফেলল।জাহাজের ভিতর একটি লোক ছিল সে মার্কের টিমে যোগদান করলো।তারা সবাই মিলে মৎস্য শিকার কারীদেরকে ফোন দিল।কিন্তু mark এর চারজন বন্ধু আলাদাভাবে বাসায় যেতে চাইলো কারণ তারা গুরুতর ভাবে আহত হয়েছে।তার চারজন বন্ধু সাগর পার হতে না হতেই সার্ক তাদের বোর্ডে আক্রমণ করে এবং তাদের সবাইকে মেরে ফেলে।তখন mark ও তার গার্লফ্রেন্ড এবং একটি লোক বাদে সবাই মরে গিয়েছিলো।হাঙ্গর টি তাদের দিকে তেড়ে আসছে ছিল সে সময় শিকারীর দল চলে আসে।

images_31.jpgscoure

তখন শিকার কারীরা হাঙ্গর এর উপর আক্রমণ করে।অবশেষে আঙ্গটি শিকারীদের দল কে মেরে।তারপর mark এর সাথে একটি লোক ছিল সে হাঙ্গর উপর আক্রমণ করে এবং তাকেও হাঙ্গর খেয়ে ফেলে।সে সময় mark এবং তার গার্লফ্রেন্ড দুজনেই বেঁচে ছিল।তখন তারা দুজন হাঙ্গর টি কে মারার জন্য একটি বিষাক্ত গ্যাস নিয়ে আসলো এবং পানিতে ছেড়ে দিল।তখন হাঙ্গর টি পানি দিয়ে আসার সময় বিষাক্ত গ্যাস গুলো খেয়ে ফেলল এবং হাঙ্গর মরে গেল।এভাবে 3-headed shark ছবিটির সমাপ্তি ঘটল।

📽️ব্যক্তিগত মতামত📽️


আমার মতে,
• এই সিনেমাটির কাহিনি গুলো খুবই ভয়ঙ্কর।
• সিনেমাটির অভিনয় এবং তিন মাথাওয়ালা হাঙ্গর টি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল।
• সিনেমাটিতে দুজন ছাড়া বাকি সবাইকে হাঙ্গর টি খেয়ে ফেলেছিল।

🎭 রেটিং 🎭

My রেটিং9/10
IMDb রেটিং8/10

📽️ ট্রেইলার 📽️



• আজ এখানেই শেষ করছি।
• আশাকরি আমার 📽️Movie Review📽️ পোস্টটি সবার ভালো লেগেছে।


by @nakib07


♦সবাইকে ধন্যবাদ♦

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে মুভি রিভিউ টি।

 3 years ago 

Thanks

Valo likhchen apni,sundor hoyeche

 3 years ago 

Thanks

 3 years ago 

মুভিটা দেখি নাই। সুন্দর রিভিউ দিয়েছেন।

 3 years ago 

সুন্দরভাবে মুভিটি সম্পর্কে বর্ণনা করেছেন

 3 years ago 

Thank

 3 years ago 

সুন্দর মুভি সুন্দর রিভিউ

 3 years ago 

Thanks