the dairy game season 3 - date 29-11-2021
সকাল
সকালে ঘুম থেকে উঠে দাত ব্রাশ করার পরে নাস্তা করলাম। এরপর পড়ার টেবিলে গিয়ে কিছু সময় বই দেখে ভাত খাইলাম। খাওয়ার পরে একটু কাজ করলাম। কাজ করার পরে বসে ছিলাম। বসে থাকার পরে বাজার গেলাম বাজারে গিয়ে ওষুধ নিলাম নেওয়ার পরে বাসায় এসে একটু শুয়ে থাকলাম।
দুপুর
যোহরের আযানের একটু পরেই গাভীগুলোকে গোসল করিয়ে তারপর নিজে গোসল করলাম। গোসল করার পরে ভাত খাইলাম। খাওয়ার পরে ঔষুধ খাইলাম ঔষুধ খাওয়ার পরে ঘুমালাম।
বিকাল
ঘুম থেকে উঠে একটু বাইরে গেলাম যাওয়া পরে বন্ধু দের সাথে কিছুক্ষন আড্ডা দিলাম। আড্ডা দেওয়া পরে বাসায় এসে একটু শুয়ে থাকলাম।
সন্ধ্যা
মাগরিবের আজান এর কিছুক্ষন ফ্রেশ হয়ে নাস্তা করে বই পড়তে বসলাম। কিছুক্ষন বই পড়ার পরে টিভি দেখলাম।
রাত
একটু দোকানের পাড়ে গেলাম গিয়ে বড় ভাই দের সাথে কিছুক্ষন আড্ডা দিলাম। দেওয়ার পরে বাসায় এসে ভাত খাইলাম খাওয়ার পরে ঔষধ খেয়ে ঘুমাতে গেলাম।
আমার ডায়েরি পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তায়ালা সবাইকে সুস্থ রাখেন এই কামনা করি।
সুন্দর লিখেছেন। তবে ৩০০ টি শব্দের মতো ডাইরি লিখার চেষ্টা করবেন।
জি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
Valo likhesen.
ভালো লেখছেন ভাই, বিশেষ করে আপনার রাজা ছবিটা খুব সুন্দর লাগছে আমার কাছে।