The Diary Game- Season -3 || The Day After The Vaccination ||06-September-2021|| 2% Beneficiaries to @bd-charity

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from Bangladesh
আজ ৬ই সেপ্টেম্বর , সোমবার।


আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।


1630946704607-01.jpeg

https://w3w.co/masks.eyelid.select

ফটোগ্রাফি দিয়ে আমি আমার ডায়েরি গেম শুরু করছি, ডায়েরির প্রথমেই সবাইকে ফুলের শুভেচ্ছা।


সকাল


আগের দিন ভ্যাকসিন দিয়ে তেমন কোনও অনুভূতি না হলেও, আজ সকাল থেকে ভালই টের পাচ্ছি। শরীরে হালকা ব্যথা অনুভব করছি, রক্তে গরম স্রোত অনুভব করতে পারছি, ক্লান্ত শরীর ঘুম যেন শেষ হতে চায় না। কোনরকম বিছানা ছেড়ে উঠতে উঠতে নয়টা বেজে গেল। রুমের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তেমন কিছু ভালো লাগছে না তাই একটি মুভি দেখা শুরু করলাম।


200.PNG

স্ক্রীনশট


মুভিটার নাম আমার খুব অদ্ভুত লিখেছিল। তাই মূলত মুভি ডাউনলোড করে দেখা শুরু করলাম। মুভি শুরুতেই আমরা দেখতে পেলাম 200 মহিলা আদালতের ভেতরে ঢুকে একটি মানুষকে কুপিয়ে খুন করে ফেলে। মুভির শুরুতেই এরকম অদ্ভুত কাহিনী দেখে আমি বেশ কৌতূহল বোধ করি। কোন মুভির শুরুতেই এরকম গল্পের টুইস্ট থাকেনা।

মুভিটি দেখতে দেখতে বুঝতে পারলাম মূলত এখানে হিন্দু ধর্মের নিম্ন জাতির মহিলাদের উপর অত্যাচার করা হতো তার উপর মুভি করা হয়েছে। যে মানুষটিকে হত্যা করা হয় তিনি প্রায় 10 বছর যাবত এই মহিলাদের উপর অত্যাচার করে আসছিল, তাদের ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করতো। তারা 10 বছর পর একসাথে হয়ে পুলিশের কাছে কমপ্লেন করলে পুলিশ তাঁকে আদালতে নিয়ে যায়। তিনি খুব পাওয়ারফুল ছিল তাই খুব সহজেই জামিন নিয়ে চলে আসতে পারতো। মূলত তাই এই 200 জন মহিলা একত্রে তাদের প্রতিশোধ নিয়ে নেয়। এবং পরবর্তীতে এটি নিয়ে যে মামলা চলে তাই নিয়েই পুরো মুভির কাহিনী চলতে থাকে। আমার বেশ ভালো লাগে মুভি শেষ করতে করতে অনেক বেলা হয়ে যায়।


দুপুর


বারোটার দিকে মুভি দেখা শেষ করে আমি গোসল করলাম, কিছু সময়ের জন্য শুয়ে থাকলাম ছবিটি শেষ করে । বেশ দুর্বল অনুভব করছি । ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুম আসছিল না। সময় কাটানোর জন্য আমি গেম খেলা শুরু করলাম।


Screenshot_2021-09-06-22-52-25-224_com.nekki.shadowfightarena.jpg

স্ক্রীনশট


গেমটি খেলতে খেলতে কিছু সময় পর আবার আরো কিছু বন্ধু গেম এ অংশগ্রহণ করেন। টানা বেশ কয়েকটি ম্যাচ খেলার পর দুপুরের খাবার খাই। তারপর কিছুটা সময় বিশ্রাম করি।


বিকাল


ঘুম থেকে উঠে তেমন কিছু করার ছিলনা এবং শরীরটা তেমন ভাল লাগছিল না। শুয়ে শুয়ে গান শুনতে ছিলাম , কিছু সময় পর আবার একটি গেম খেলা শুরু করি।


Screenshot_2021-09-06-22-51-07-754_com.wildspike.wormszone.jpg

স্ক্রীনশট


বেশ অনেক সময় ধরে এই গেমটি খেলতে ছিলাম, ভালই লাগছিল। এই গেমটি খুবই সহজ, কিন্তু গেমটির মধ্যে ইনজয় করার অনেক দিক রয়েছে। একবার গেমটি খেলার শুরু করলেন থেকে আর বের হতে ইচ্ছা করে না। এবং যত সময় যাবে ততই জানাও গেমটি ধৈর্যের পরীক্ষা নিচে থাকে।


রাত


সন্ধ্যায় একটু বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দিলাম, তারপর বাসায় চলে আসলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু সময় বিশ্রাম নিলাম তারপর রাতের খাবার শেষ করলাম। শাওমি ফোনে নতুন আপডেট এসেছে


Screenshot_2021-09-06-23-18-48-660_com.android.updater.jpg

Screenshot_2021-09-06-23-18-22-357_com.android.updater.jpg

ফোন আপডেট করার জন্য বেশ খানিক সময় অপেক্ষা করলাম, আপডেট হওয়ার শেষ হলে ইউটিউবে কিছু তামিল মুভি দেখব তারপর ঘুমিয়ে যাব।


আজ আর নয় এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


From,
@sajjadsohan


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই আপনার সুন্দর দিনটি।

ভাই একটু অসুস্থ ছিলাম।

 3 years ago 

সুন্দর লিখেছেন ভাই। প্রতিনিয়ত পোস্ট করে পাশে থাকুন। ধন্যবাদ।

জি ভাই পাশে আছি সবসময়, ধন্যবাদ ভাই।

 3 years ago 

Wonderful presentation

Thank u bro❤️

সুন্দর পোস্ট করেছেন ভাই 💙

Thank u so much vai ❤️

Most welcome vai 💙

❤️❤️❤️❤️

সুন্দর লিখেছেন ভাইয়া।

ধন্যবাদ আপু❤️

 3 years ago 

অনেক সুন্দর পোস্ট করেছেন

ধন্যবাদ ভাই। ❤️❤️

 3 years ago 

পোস্টটি পড়ে অনেক ভালো লেগেছে ভাই।

Thank u so much bro

 3 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ভাই।

ধন্যবাদ ভাই।❤️

 3 years ago 

সুন্দর লিখেছিস। ছবি গুলাও ভালো ছিলো।

ধন্যবাদ বন্ধু। ❤️❤️

 3 years ago 

এই মুভিটার নাম কি আমিও দেখতে চাই কিভাবে তারা আদালতে খুন করে।

মুভিটার নাম হলো: 200 Halla Ho (2021)

 3 years ago 

👍