Steem Bangladesh Contest : Photography
আসসালামু আলাইকুম,আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই কে আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। @steem-bangladesh কতৃক আয়োজিত আমি আজ ফটোগ্রাফি নিয়ে সবার কাছে উপস্থাপন করব।
শাপলা ফুলঃ
আমাদের দেশের জাতীয় ফুল হলো শাপলা। শাপলা ফুল পানিতে জন্মে। শাপলা ফুল দেখতে অনেক সুন্দর। এই ফুল সকালে তারা পাপড়ি মিলায় থাকে আর যখনে সূর্যে তাপ তার পাপড়িতে পড়ে তখনই শাপলা ফুল লাজুক হয়ে থাকে। এই ফুলের গাছের ফল খেতে অনেক সুস্বাদু। এর ফল ঢেপ নামে পরিচিত আমাদের এলাকায়।
গাঁদা ফুলঃ
গাঁদা একটি সুগন্ধি ফুল। এই ফুল সব জায়গায় জন্মে ও বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে। এই ফুল composite পরিবারের একজন সদস্য। আমরা এই গাঁদা ফুল বারো মাসে দেখতে পাই। তবে শীতকালে এই গাঁদা ফুল সব চেয়ে বেশি দেখা যায়। এই গাঁদা ফুলের পাতা আমাদের অনেক উপকার করে থাকে।এর পাতা ঔষুধি হিসেবে ব্যবহার করা হয়। গাঁদা ফুল কয়েক প্রকার হয়ে থাকে। আমি রক্ত লাল গাঁদা ফুলের ফটোগ্রাফিক করি। এটা আমার অনেক পছন্দের।
এগুলো হলো সরিষা ফুল। শীতকালে এই সরিষা ক্ষেতের চাষ হয়। এই সরিষা ফুলগুলো হলুদ রঙের হয়ে থাকে। তখন চারদিকে সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত।এই ফুল থেকে ছোট্ট ছোট দানার তৈরি হয়ে বীজে রুপান্তর হয়। আর এই বীজ থেকে তেলের সৃষ্টি হয়।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER: