The Diary Game - A Simple Day | | 04-12-2021 | | 30% benefit set to @hive-138339
আসসালামু আলাইকুম
- আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার গতকালের সারাদিনের কাজকর্ম এখন ডাইরি আকারে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।
🌄 সকাল 🌄
সুন্দর একটি সকালে আমার ঘুমটা ভাঙলো সকাল ৬ টায়। ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে সকালের নাস্তা কতে নিলাম। তারপর বই পড়তে বসলাম। একটানা দুই ঘন্টা বই পড়ার পর একটু বাইরে গেলাম। বাইরে গিয়ে বেশ খানিকটা সময় ধরে মোবাইল চালালাম। মোবাইল চালানোর পর বাড়িতে এসে ভাত খেয়ে কিছুক্ষন বিশ্রাম নিলাম। তারপর আবারো পড়তে বসলাম। সকাল সাড়ে এগারোটায় পড়া শেষ করে উঠলাম। তারপর বাশ-বাগানে গেলাম ক্রিকেট খেলতে।
☀️ দুপুর ☀️
ক্রিকেট খেলতে খেলতে দুপুর হয়ে গেলো। যোহরের আযান দেয়ার পরপরই আমরা সবাই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গোসল করে কিছুক্ষন রোদে দাড়িয়ে শরীরটা গরম করে নিলাম। তারপর গায়ে সরিষার মেখে তারপর শার্ট পড়লাম। তারপর আমার দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর কিছুক্ষন টিভি দেখলাম। তারপর মোবাইলে ক্যান্ডি ক্রাস গেম খেলা শুরু করলাম। গেম খেলতে খেলতে বিকাল ৩ টা বেজে গেলো।
🕔 বিকাল 🕔
বিকাল সাড়ে তিনিটায় গেলাম আমাদের বাকি স্যারের বাড়িতে তার মেয়েকে প্রাইভেট পড়াতে। ১ ঘন্টা প্রাইভেট পড়ানোর পর ছুটি দিয়ে সেখান থেকে চলে গেলাম জমির হাট মাঠে। দেখলাম গতকাল ছেলেরা মাঠে ফুটবল খেলছিলো। তাদের একটা ছবি তুলে সামনের দিকে এগোলাম। পতাকা স্টান্ডে আমার বন্ধুরা বসে ছিলো। সেখানে গিয়ে তাদের সাথে আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেলো।
🌇 সন্ধ্যা ও রাত 🌇
সেখান থেকে সন্ধার সময় বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার সময় রাস্তায় গরম গরম পিয়াজু বড়া খেলাম তারপর বাড়ি ফিরলাম। বাড়িতে এসে ফ্রেস হয়ে পড়তে বসলাম। রাত ৯ টায় আমার রাতের খাবার খেয়ে নিলাম। তারপর একটু বিশ্রাম নিয়ে আবারো পড়া শুরু করলাম। এইবার রাত ১১ টায় পড়া শেষ করে মোবাইল চালানো শুরু করলাম। রাত সাড়ে এগারোটা পর্যন্ত মোবাইল চালিয়ে শুয়ে পড়েছিলাম।
তো বন্ধুরা এই ছিলো আমার গতকালের ডাইরি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনার দিনটি অনেক সুন্দর ছিলো। সন্ধ্যার আকাশ এর ছবিটা দারুণ হয়েছে।
সন্ধ্যার আকাশের ছবিটি জোস হয়েছে।
অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন
অসাধারণ একটি দিন কাটিয়েছেন।আকাশের ছবিটা ভাল ছিল।
I see your city is very xerah not like here. today we don't feel the hot dinar from the sun, like sunbathing without dripping sweat