Biodiversity in the world by @shahariar1 date:17/10/2021
আসসালামু ওলাইকুম! আমি @shahariar1 বাংলাদেশ থেকে।
আজ আমি জীব বৈচিত্র্যের কথা বলব। সৃষ্টিকর্তা এই পৃথিবীকে হাজার হাজার প্রানী দিয়ে সাজিয়েছেন।
- এই বিষয়ে কথা বলার আগে জানতে হবে জিব কাকে বলে?
যার জীবন আছে তাকেই জীব বলা হয়।
জিব সাধারণ 2 প্রকার।
- উদ্ভিদ
- প্রানি
প্রথমে আমি কথা বলো উদ্ভিত নিয়ে। আমারা সকলে জানি গাছপালার ও জীবন আছে। তারাও ছোট থেকে বড়ো হয়।
সাস্প্রতি গবেষণায় জানা গেছে যে গাছ পালারো সুখ দুঃখ অনুভূতি আছে।
উদ্ভিত সাধারণত তিন প্রকার হয়ে থাকে।
- লতা জাতিয় উদ্ভিত।
এদের কান্ড অনেক নরম হয়। এবং এরা লতা জাতিয় হয়ে থাকে।একে গুল্ম বলা হয়।
- মাঝারি ধরনেনের উদ্ভিদ।
এই ধরনের উদ্ভিত এর কান্ড শক্ত হয় কিন্তু এদের কান্ড দিয়ে কাঠ হয় না। এবং এদের জীবন কাল তিন থেকে পাঁচ বছর হয়ে থাকে। এদের কে বিরুত বলা হয়।
- বড়ো ধরনের উদ্ভিত
এই ধরনের উদ্ভিত পরিবেশ এর বিভিন্ন রকম প্রকৃতিক দূর্যগ এর কবল থেকে আমাদের রক্ষা করে থাকে।এদেরকে বৃক্ষ বলা হয়।
আমি পর্যাক্রমে গুল্ম, বিরুৎ এবং বৃক্ষ এর ছবি আপনাদের সাথে শেয়ার করছি।
পোস্ট অতিরিক্ত বড়ো হওয়াই আমি প্রানি নিয়ে, বিস্তারিত আলোচনা করছি না।
আমি কিছু প্রানির ছবি শেয়ার করছি।
Sosrce
আশা করি সবার অনেক ভালো লাগবে এই জিব বৈচিত্র।
নিচের ভিডিও টি অবশ্যই দেখবেন।
সবাই অনেক অনেক সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আজকের পোস্ট।
C,
🌹🌹Steem Biodiversity🌹🌹
Your post has been upvoted by @bds-curator Community Curation Trail.
Subscribe to our community
অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।বেশ গুছিয়ে লিখেছেনও।তবে ভাই পোস্টের পিকচার এর ক্ষেত্রে অবশ্যই ডেটাইলস দেওয়া উচিত।কোন ক্যামেরা ইউস করেছেন,কে করেছে,এবং w3words. এগুলোর দিকে নজর দিবেন।ধন্যবাদ এগিয়ে যান।
ধন্যবাদ
অনেক ভালো লাগলো অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইল। যার জীবন আছে তাকে বলা হয় জীব। খুবই ভালো লিখছেন
ধন্যবাদ ভাই 😍
অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।
অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের পৃথিবীর জীববৈচিত্র্য নিয়ে।