THE DIARY GAME: DATE:(06/08/2020) : A story of a lazy day

in Bangladeshi Steemian4 years ago

আজকে বৃহস্পতিবার।সকাল 10 টায় ঘুম থেকে উঠলাম। অনেক আলসেমি লাগছে। প্রথমত আমাকে কিছু রান্না করতে হবে, নাস্তা করার জন্য। এক কাপ কফি এবং নুডুলস দিয়ে সকালের নাস্তা শেষ করলাম।খুবই বোরিং একটা দিন। কিছুই করার নেই আমার একা একা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করা ছাড়া।রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা বইটি নিয়ে বসলাম।


IMG_20200807_023434.jpg

বইটি আমি আগেও অনেকবার পড়েছি, কিন্তু মনে হয় কিছু একটা বাকি আছে, এখনো এমন কিছু আছে যা আমি জানি না, যা আমি বুঝিনা, এই কারণেই বারবার এক বই পড়া। শেষের কবিতা পড়তে পড়তে কখন যে দুপুর হয়ে গেল টেরই পেলাম না। না, এখন আর বই পড়লে হবে না দুপুরের খাবারের জন্য কিছু রান্না করতে হবে। কিন্তু কিছুই রান্না করতে ইচ্ছে করছে না,ফ্রিজে কিছু খাবার ছিল তাই গরম করে খেয়ে নিলাম। তারপর আবার আমি শেষের কবিতা বইটি নিয়ে বসলে আমি শেষ করে উঠলাম।
রুমে একা একা বোর হচ্ছিলাম তাই আমি বান্ধবীদের কল দিলাম ফুচকা খাওয়ার জন্য। বিকেলবেলা আমরা সবাই মিলে বের হলাম অনেক হাটাহাটি করলাম, অনেক গল্প করলাম।


IMG_20200806_193133.jpg

সবাই মিলে ফুচকা খেলাম। আজকে আমরা একটি নতুন জায়গায় ফুচকা খেতে গিয়েছিলাম। আমরা সবাই ভেবেছিলাম ফুচকা গুলো খুব ভালো হবে কিন্তু সেগুলো খুবই খুবই খুবই বাজে ছিল। ফুচকার দুঃখ দূর করার জন্য আমরা সবাই বের হয়ে হাটতে হাটতে ঝাল মুড়ি নিলাম, অনেক ঝাল দিয়ে। যদিও আমি বেশি ঝাল খেতে পারিনা কিন্তু মাঝেমধ্যে বান্ধবীদের সাথে হলে সবার মত আমিও চেষ্টা করি ঝাল খেতে।


IMG_20200806_194751.jpg

তারপর বাসায় আসলাম। বাসা মানেই আনার একা একটি পৃথিবী। বাসায় আমার অন্যতম একটি প্রিয় কাজ হলো গান শোনা। তবে আমার পছন্দগুলো বর্তমান যুগের সাথে একদমই মিলেনা। আমি রবীন্দ্র সংগীত শুনতে সবচেয়ে বেশি পছন্দ করি। সাউন্ড বক্সে গান ছেড়ে গুন গুন করে গান গাইতে গাইতে ঘরের কাজগুলো শেষ করলাম।


IMG_20200807_023343.jpg

মাসুদ রানার পাতকিনী বইটি নিয়ে বসলাম।মাসুদ রানা সিরিজ মানেই হচ্ছে অন্য কিছু। তিন গোয়েন্দা মাসুদ রানা আমার খুবই প্রিয় সিরিজ।


IMG_20200807_023414.jpg

আমিতো ভুলেই গিয়েছিলাম যে আমাকে কিছু রান্না করতে হবে। এখন আর সময় নেই রাত হয়ে গেছে। বই নিয়ে বসলে আমার দিন দুনিয়ার কোন খবর থাকেনা। তাই রাতের জন্য শুধু ডিম ভাজি।রাতে ডিনার শেষ করতে করতে 11 টা বেজে গেল।

এইতো এভাবেই আরও একটি দিনের হ্যাপি ইন্ডিং

Sort:  

ভালো লিখেছেন ধন্যবাদ

It's an very good habit of reading story books.
Thanks for sharing your diary with us,

Here is a little tips from @steemitblog,

  • adding a caption in your photo will make it lot more attractive. tutorial

For more follow @steemitblog for the latest update on Steem Community such as some tips and curation!
One Percent For Everyone

Also join LUCKY 10S

#onepercent

#bangladesh

greeting from @tarpan