আমার তোলা কচি লাউ সবজির আলোকচিত্র 📸 🌹

in Beauty of Creativitylast month

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু কচি লাউ সবজির সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

কচি লাউ সবজির আলোকচিত্র

1000053020.jpg

লোকেশন
Device :- realme C55

IMG20240216155552.jpg

IMG20240129111726.jpg

লাউ সবজি আমাদের সকলের খুবই পছন্দের । লাউ আমাদের সকলের নিকট খুবই জনপ্রিয় সবজি। লাউ এক প্রকার লতানো উদ্ভিদ। এই সবজি সাধারণত শীতকালে বেশি পাওয়া যায়। তবে অন্যান্য মৌসুমে উৎপাদন হয়ে থাকে। লাউ আমাদের দেশে কৃষকেরা প্রচুর পরিমাণ উৎপাদন করে থাকে। কচি লাউয়ের রং হালকা সবুজ, ভেতরে সাদা রঙের শাঁস হয়ে থাকে। লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। লাউ দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা হয়। লাউয়ের শাক ভাজি করে খাওয়া যায়। লাউ শাক দিয়ে ভর্তা তৈরি করা হয়। যা আমাদের মা বোনদের নিকট খুবই পছন্দের। লাউ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লাউয়ের বেশ পুষ্টির উপাদান রয়েছে। পুষ্টিগুণে সমৃদ্ধ সবজি হচ্ছে লাউ। লাউয়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি এবং ডি, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং পটাশিয়াম ইত্যাদি পুষ্টি উপাদান রয়েছে। কচি লাউ গাছে দেখতে খুব সুন্দর লাগে।

IMG20231211094510.jpg

IMG20240126114802.jpg

IMG20240129105925.jpg

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last month 

আজ আপনার চমৎকার ফটোগ্রাফি গুলো আমাকে মুগ্ধ করেছে। এ ধরনের ফটোগ্রাফি আমি অনেক বেশি পছন্দ করি। আপনাকে অনেক ধন্যবাদ ফটোগ্রাফি শেয়ার করার জন্য

 last month 

কচি লাউয়ের আলোক চিত্র গুলো অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last month 

আপনার করা ফটোগ্রাফি গুলা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 last month 

লাউয়ের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনাকে এই ছবিগুলো শেয়ার করার জন্য ।

 last month 

I am in awe of this self-made photograph of yours. The work of photography is so poignant that it cannot be explained. Thank you so much for sharing these beautiful photographs