My Bengali Poetry: মৃত্যুর কাছাকাছি

in Beauty of Creativity4 years ago

জীবন অনেক এগিয়ে যায়
মৃত্যুর কাছাকাছি
তবুও স্বপ্ন বাঁচে শুধু বাঁচার দৃঢ়তা নিয়ে
একদিন স্মৃতি মন্থনে আসবে জীবনের মানে।
লড়াই যদি করতে হয় চলে এসো ময়দানে
পরিবার কোনো কুরুক্ষেত্র নয়
বাঁচে সবাই সহমর্মিতা নিয়ে,
তবুও তোমার যুদ্ধ পিপাসা মিটুক ,
বিস্তৃত শ্মশানের বক্ষে।

image.png

Image
জীবন আমাকে কিছুই দেয়নি
শুধু হতাশা আর হেরে যাওয়া
তবুও বাঁচি মৃত্যু ভয় নিয়ে,
ঘৃণা করি এই তুচ্ছ বেঁচে থাকা।

Sort:  
 4 years ago 

অসাধারন কবিতা।

 4 years ago 

অনেক সুন্দর, ছন্দময় লেখনী, যাতে বাস্তবতা বিদ্যমান। তার পরেও এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানাতেই হয়। এমন উপহার উপস্থাপনা সবারই বুঝার বিষয়। স্বাগতম

 4 years ago 

আপনাকে ধন্যবাদ ,এতো সুন্দর comment করার জন্য।।

 4 years ago 

সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনাকে ও ধন্যবাদ।।

ভালো লিখেছে, আমকে ভালো লেগেছে

 4 years ago 

এ জীবন থেমে থেমে রুপ বদলায়, তবুও বাঁচার ইচ্ছা হয়। ভালো লিখেছেন।

 4 years ago 

ধন্যবাদ।।সঠিক বলেছেন।।

 4 years ago 

ভাই আমি জানিনা আপনার কথাগুলো আবেগ না অনুভূতি। তবে কথাগুলো শোনার পরে হচ্ছে এগুলো আপনার বাস্তব জীবন। চিন্তা করবেন না বস। পৃথিবীতে সৃষ্টি কর্তা যাকে যতটুকু সুখ দিয়েছেন সে ততটুকুই পাবে। তবে এই বিষয়ে কখনোই চিন্তাগ্রস্থ হওয়ার প্রয়োজন আসে না।সৃষ্টিকর্তার ওপর জিও ভরসা রাখুন এবং মনোবল দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন

ইনশাআল্লাহ ফল সুনিশ্চিত

 4 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।।

wow, onk sundor hoisa .. amr nijar lika onk kobita asa. ami ki post korta parbo???

@blacks

 4 years ago 

অবশ্যই পারবেন।।

ধন্যবাদ ভাই।

 4 years ago 

সত্যি ভাই জীবন যতো এগিয়ে যায়, মুত্যু ততো কাছাকাছি চলে আসে, কিন্তু আমরা স্বপ্ন এবং আশা নিয়ে টিকে থাকতে চাই।

চমৎকার লিখেছেন, ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 years ago 

সেটাই।এগিয়ে যাওয়াই জীবনের নিয়ম।আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

 4 years ago 

beautiful scenery

 4 years ago 

Thanks

 4 years ago 

You are welcome, my brother

 4 years ago 

আমি কি লিখতে পারবো আপনার কমিউনিটিতে..!

আপনাকে কি কবি বলে আক্ষায়িত করবো সে ভাষা আমার জানা নেই। তবে আপনি একজন বাস্তবিক মানুষ। আপনার প্রতিটি লিখার মাঝে অনেক জো থাকে। স্বাগত আপনাকে।