শুভ সন্ধ্যা স্টিমিয়ান বন্ধুরা,
সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখতে দেখতে নতুন আরো একটি বছর চলে এলো। ২০২৫ এর প্রথম ব্লগ। বরাবরের মতই এবারো আমি আপনাদের কিছু ফটোগ্রাফি দেখাবো। আজকে মূলত দেখবো২০২৪ এর শেষ সূর্যাস্ত।
বছর আসে বছর চলে যায়, কিন্তু সূর্য তার একই নিয়মে নিয়ম করে সকালে ঊঠে, আর সন্ধ্যায় অস্ত যাবার মাধ্যমে দিনের সমাপ্তি ঘটায়। আমি চেষ্টা করেছিলাম সেই সূর্য কে ক্যামেরাবন্দী করতে। আমি যে বাসায় থাকি তার ছাদ থেকে পড়ন্ত বিকেলের সূর্যটা খুব সুন্দর ভাবে দেখা যায়। সন্ধ্যার আগে আগে সূর্য দেখতে অনেকটা ডিমের কুসমের মত দেখায়। কি অপরূপ দৃশ্য। মনে হয় যেন সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখছি।
আজকে তেমন ই কিছু ফটগ্রাফি নিয়ে সাজিয়েছি আজকের এই ব্লগ। কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক সূর্যাস্তের ফটোগ্রাফি গুলো।
Golden Hour Photography
তো এই ছিল আমার আজকের করা সূর্যাস্তের সুন্দর কিছু ফটোগ্রাফি? কেমন লাগলো আজকের ফটোগ্রাফি, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই |
Post Details
Camera | Nikon D5500 |
Category | Photography |
Photographer | @mukitsalafi |
Location | Dhaka, Bangladesh |
X promotional link
https://x.com/Mukit_Salafi/status/1874328489744359568?t=ifJpaJk5itFjTiLj8G08sA&s=19