ফটোগ্রাফি : ফুলের উপর বসে থাকা একটি মাছির ফটোগ্রাফি
হ্যালো প্রিয় বন্ধুরা,
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আমি সবসময় ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। কোথাও গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার। বিশেষ করে ফুল কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি পছন্দ করি। আমি যখনই সময় পাই বিভিন্ন কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা ও একটা শিল্প। যেটা আমার খুবই ভালো লাগে। তাই জন্য আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করব আমার ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে।
আজকে আমি মাছির ফটোগ্রাফি করেছি। মাছি দেখে নাই এরকম মানুষ অনেক কম। আমাদের পৃথিবীতে যে কোন জায়গা এইরকম মাছি দেখে যায়। আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে তাড়াতাড়ি রিএক্ট করতে পারে। মাছি দেখে ছোট হয়ে থাকে। দেখতে অনেক সুন্দর লাগে। এগুলো বেশিরভাগ সময় যেখানে জায়গা ময়লা হয়ে যায় ওখানে বেশি দেখা যায়। এই মাছি গুলো সহজে মারা যায় না। আমার কাছে মাছিগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আজকের এই মাছির ফটোগ্রাফি আমাদের এদিকে বরই ফুলের উপর থেকে ফটোগ্রাফি করেছে। মাছি যদি জুম করে ফটোগ্রাফি করা হয় তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আমার কাছে ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লেগেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই।
device : Redme note 11
লোকেশন পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @nhriyad |
লোকেশন | বাংলাদেশ |
https://x.com/NHRiyad422107/status/1868268981699903778?t=0m-5TziIDdkIS0PGKJCQqQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Very beautiful photos you share m
This photograph really inspires me. The photographer's skill is evident in every piece. Best wishes for you.