ফটোগ্রাফি : একটি পোকার ফটোগ্রাফি
হ্যালো প্রিয় বন্ধুরা,
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আমি সবসময় ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। কোথাও গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার। বিশেষ করে ফুল কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি পছন্দ করি। আমি যখনই সময় পাই বিভিন্ন কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা ও একটা শিল্প। যেটা আমার খুবই ভালো লাগে। তাই জন্য আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করব আমার ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে একটি পোকার ফটোগ্রাফি নিয়ে আসলাম। পোকা অনেক ধরনের হয়ে থাকে। কিছু পোকা অনেক ভয়ানক এবং কিছু পোকা অনেক শান্ত। কিছু পোকা দেখতে অনেক সুন্দর। সৌন্দর্য পোকার মধ্যে কিছু অনেক ভয়ানক। যেকোনো প্রকার সব জায়গায় অনেক দেখা যায়। বেশিরভাগ সময় বোন জঙ্গলে বেশি দেখা যায়। আমাদের দেশে অনেক ধরনের পোকা দেখা যায়। আমার কাছে পোকা দেখতে অনেক সুন্দর লাগে। কিছু মানুষের কাছে পোকা দেখতে ভয়ানক লাগে। তাদের সামনে যদি একটি পোকা পড়ে তাহলে তারা অনেক ভয় পায়। আমি তেমন ভয় পাই না কিন্তু যারা কামড় দেয় তাদেরকে একটু ভয় পাই। আজকে আমি যে পোকাটির ফটোগ্রাফি করেছি এটি ভয়ানক না। এই পোকাটি দেখতে অনেক ছোট। ফটোগ্রাফিতে পোকাটিকে দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আশা করি আপনাদের কাছে সুন্দর লেগেছে, ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই।
device : Redme note 11
লোকেশন পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @nhriyad |
লোকেশন | বাংলাদেশ |
https://x.com/NHRiyad422107/status/1863853753847390211?t=mjznjdaCEJANHKgWO3wbZg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
পোকাটি দেখতে বেশ সুন্দর।
I am overwhelmed by this photograph. There is so much realism and depth to your photography work that I really like.
মোবাইল দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, এর পরেও আপনি খুব সুন্দর করে পোকাটা ক্যামেরাবন্দী করেছেন।
খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি। প্রতিনিয়ত দারুণ দারুণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে থাকেন আপনি। আমার ভীষণ ভালো লাগে দেখতে। অসম্ভব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এখন তো সবাই শখের বসে এবং প্রফেশনালি ফটোগ্রাফি করে। আপনি আজকে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে একটু বেশি ভালো লাগলো। ভালোই ছিল ফটোগ্রাফি গুলো