[ENG/BAN] Photograph of crown of thorns flowers collected from my rooftop garden

in Beauty of Creativity2 years ago


crown of thorns



I like to garden. I have a beautiful flower garden on the roof of my house. However, several trees have died. For now I present to you a flower photography.

আমি বাগান তৈরি করতে পছন্দ করি। আমার বাসার ছাদে একটি সুন্দর ফুলের বাগান আছে। তবে বেশ কয়েকটি গাছ মারা গেছে। আপাতত আমি আপনাদের মাঝে একটা ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করতেছি।

20221224_130727.jpg

For almost two years I have planned to create a garden. I have collected trees from my father and elder brother. They got me plants from nurseries and different places. I express my gratitude to them. If they had not helped me to create this garden, I think I would not be able to create a beautiful garden today.

প্রায় দুই বছর যাবত আমি বাগান তৈরি করার পরিকল্পনা করেছি। আমার বাবা এবং বড় ভাইয়ের কাছ থেকে আমি গাছ সংগ্রহ করে নিয়েছি। তারা আমাকে নার্সারি এবং বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদি তারা আমাকে এই বাগান তৈরিতে সহযোগিতা না করতো, তাহলে মনে হয় আমি আজকে একটি সুন্দর বাগান তৈরি করতে পারতাম না।

20221224_130738.jpg

20221224_130753.jpg

Keeping a garden at home increases the beauty of the home. You have to work a little harder though. However, more effort is required when planting trees first. For example, filling soil collection tubs with soil and then planting trees. Besides, I think adding manure to the soil is an important task. If the plant grows fully fertilized, your effort will be reduced. Then there is no other work except cleaning the weeds, cleaning the dead leaves of the trees, and watering the trees on time.

বাসায় বাগান তৈরি করে রাখলে বাসার সৌন্দর্য বৃদ্ধি করে। যদিও আপনাকে একটু পরিশ্রম করতে হবে। তবে প্রথমে গাছ রোপন করার সময় বেশি পরিশ্রম করার দরকার পড়ে। যেমন মাটি সংগ্রহ করার টবের মধ্যে মাটি দিয়ে ভরাট করা তারপর গাছ রোপন করা। এছাড়া মাটিতে সার মেশানো একটি গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি। যদি গাছ সম্পূর্ণভাবে পরিপুক্ত হয়ে বড় হয় তখন আপনার পরিশ্রম কমে যাবে। তখন আগাছা পরিষ্কার, গাছের মরা পাতা গুলো পরিষ্কার করা, আর সময়মতো গাছে পানি দেয়া ছাড়া অন্য কোন কাজ থাকেনা।

20221224_130700.jpg

20221224_130704.jpg

20221224_130717.jpg

20221224_130721.jpg

I am not writing much anymore. Hope you like these pictures then definitely let me know. Again I would like to participate in regular contests in your community by presenting fresh photography from my garden. Thank you very much for your cooperation and support.

আমি আর বেশি কিছু লিখছি না। আশাকরি আপনাদের এই ছবিগুলো ভালো লাগবে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আবার আমি আমার বাগান থেকে নিত্যনতুন ফটোগ্রাফি উপস্থাপন করে আপনাদের কমিউনিটিতে নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। আমাকে সহযোগিতা এবং সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।



Thank you very much for taking your valuable time to read my blog



Sort:  
 2 years ago 

Wow, your crown of thorns flowers photography is awesome and as like as professional photographer.

 2 years ago 

Thank you.