ধানের ফসল
আশা করি আপনারা সবাই ভালো আছেন । সকলের দোয়ায় আল্লাহ তায়ালা আমাকেও অনেক ভাল রাখছেন। আমি আজ একটি ধান ক্ষেতের পাশে গিয়ে ছিলাম।ধান গুলো পাকিচে ধান গুলো অনেক সুন্দর। ধানের ফসল করতে গেলে প্রথমে ধানের বিছ নিতে হয়। পরে ধানের বিছ পানিতে ডুবেয়ে রাখতে হয়।
ধান ভিজিয়ে রাখার পর ধানের ঘেরা আসে পরে ধান বাইন করতে হয় । ধানের চারা তখন ভর হয় তখন খেতে ধানের চারা লাগাতে হয় ।
কিছু দিন পর পর ধান খেতে পানি দিতে হয়।তখন ফসল আর একটু ভর হয় তখন ফসল ভাল হওয়ার জন্য ভিটামিন ডি এবং সার ফসলে দিতে হয়।
ধান তখন পেকে যায় তখন আমরা ধান নিজে কাটিং অথবা মেসিন দিয়ে কাটি । পরে ধান আমরা বাংগাইয়া ধান আমরা রঅত দিয়ে সুন্দর করে সুকাই ।যদি আমরা ধান ফসল বেশি করি । তখন আমরা কিছু ধান বিক্রি করি । ফসল বেশি করলে আমাদের অনেক লাভ হয়। ্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্