পাতাবাহার গাছের ফটোগ্রাফি | 10% beautycreativity
সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি শেয়ার করতে চলেছে। এর আগেও আমি আপনাদের মাঝে অনেকবার এই পাতাটি ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। তবে ইদানিং এই কয়েক মাসের মধ্যে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে তেমন একটি শেয়ার করা হয়নি । তাই আজকে আবারো চলে আসলাম আপনাদের মাঝে এই পাতাবাহার গাছের ফটোগ্রাফি শেয়ার করতে। পাতা বাহার গাছগুলো দেখতে ভীষণ সুন্দর হয়। আর আমার কাছে পাতাবাহার গাছ ভীষণই ভালো লাগে। আর পাতাবাহার গাছের বেশ কয়েক ধরনের হয়ে থাকে ।আমার কাছে তো এই পাতাবাহার গাছটি ভীষণ ভালো লাগে। তবে আমি আগে এই পাতাবাহার গাছগুলো গুলোকে এমনি নরমাল পাতা ভাবতাম । তবে প্লাটফর্মে কাজ করায় আমি এই পাতাগুলো র নাম জানতে পেরেছি আর আর বিভিন্ন রকমের পাতাবাহার গাছগুলো চিনতে পেরেছি। আর পাতাবাহার গাছ গুলো ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে বেশ কয়েকবার শেয়ার করেছি যাতে আপনারা অনেক বেশি খুশি হয়েছিলেন । আর আমাকে উৎসাহ দিয়েছিলেন। তাই আজকে আবারও শেয়ার করলাম আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Ride8771/status/1870525717647360400?t=cc1O9kY37Bk9I3CkRTnGZA&s=19