অনেক সুন্দর একটি ফুলের আর্ট | 10% beautycreativity

in Beauty of Creativity3 years ago

অনেক সুন্দর একটি ফুলের আর্ট | 10% beautycreativity

IMG20220514120730.jpg

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করব। আশা করি আপনাদের সবার আর্টটি অনেক ভালো লাগবে।

উপকরণ

আঁকার খাতা
কলম

IMG20220426095227.jpg


ধাপ ১

প্রথমে আমি একটি আর্ট করার খাতা নিলাম ।তারপর একটি কলম নিলাম। তারপর একটি ফুল এঁকে নিলাম ।ফুলের ভিতর পেন্সিল দিয়ে কিছু দাগ টেনে দিলাম।

IMG20220514114509.jpg

ধাপ ২

তারপর ফুলটির উপরে দুটি পাতা এঁকে নিলাম। আরেকটি বাঁকা করে দাগ টেনে নিলাম ।তার ওপর আবারও একটি ফুল এঁকে নিলাম ।তারপর ফুলের ভিতর পেন্সিল দিয়ে কিছু দাগ নিলাম।

IMG20220514115731.jpg

ধাপ ৩

তারপর বাঁকা করে দাগটি দুই পাশে কিছু বাঁকা করে দাগ টেনে নিলাম।

IMG20220514115856.jpg

ধাপ ৪

এরপর আরেকটি দাগ টেনে নিলাম । তারপর দাগটির উপরের দুটি পাতা এঁকে নিলাম। তার ওপর আবার ও বাকা করে একটি দাগ টেনে নিলাম। তার ওপর একটি ফুলের কলি এঁকে নিলাম।

IMG20220514120038.jpg

ধাপ ৫

তারপর বাঁকা দাগটির অপর পাশে দুটি পাতা এঁকে নিলাম।

IMG20220514120156.jpg

ধাপ ৬

তারপর আবারো বাঁকা দাগটির উপরে একটি ফুলে এঁকে নিলাম। ফুলের ভিতর পেন্সিল দিয়ে কিছু দাগ টেনে নিলাম ।এরপর দুই পাশে দুটি পাতা এঁকে নিলাম ।এবং তারপর পাতার মাঝখানে একটি কলি এঁকে নিলাম।

IMG20220514120433.jpg

ধাপ ৭

তারপর বড় ফুলটির পাশে দুটি পাতা এঁকে নিলাম। আর এভাবে আমি আমার ফুল অংকন শেষ করলাম।

IMG20220514120705.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

আশা করি আমার ফুলের আর্ট সবার অনেক ভাল লাগবে। আমি প্রতিনিয়ত নতুন নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করলা।

Sort:  
 3 years ago 

অত্যন্ত সুন্দরভাবে আপনি আর্টি করেছেন আমার কাছে অনেক ভালো লাগলো

 3 years ago 

আসলেই আপনার ফুলের আর্ট টি খুবই সুন্দর লাগছে। খুবই নিখুঁতভাবে আপনি এই আর্ট করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

কলম দিয়ে চিত্র অঙ্কন করা সত্যিই একটু কঠিন বিষয় ,কিন্তু আপনি অসম্ভব সুন্দর করে কলম দিয়ে চিত্র অঙ্কন করে থাকেন।

 3 years ago 

সত্যি আপনার ফুলের আর্টটি অনেক সুন্দর হয়েছে, আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর আর্ট শেয়ার করেন, আপনার আর্ট গুলো আমার খুবই ভালো লাগে,৷ শুভকামনা রইলো আপনার জন্য আপু মনি।

 3 years ago 

Your paintings always make me entertained, thank you for sharing.

 3 years ago 

You have done just very beautiful flower. It is really excellent. Nice presentation.

 3 years ago 

আপনার আজকের করা ফুলের আর্টি খুবই সুন্দর হয়েছে ।দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর একটি art আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

Your artwork is really very interesting. You have always shown your best in this platform