লাল গোলাপ ফুলের ফটোগ্রাফি - Red rose flowers photography

in Beauty of Creativity4 days ago

শুভ বিকাল,

স্টিমিট ব্লগার বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি।আমি আজকে আপনাদের সাথে বেশ কয়েকটি লাল গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।


IMG-20241216-WA0002.jpg

আপনারা হয়তো সকলেই গোলাপ ফুলের সাথে বেশ পরিচিত। বাংলাদেশ এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত সহ পৃথিবীর আরো বেশ কয়েকটি দেশের মধ্যে এই গোলাপ ফুলের বেশ জনপ্রিয়তা রয়েছে। আমার জানা মতে, কোন এক দেশে এই গোলাপ হচ্ছে একটি জাতীয় প্রতীক। তবে, বর্তমান আমার দেশের নাম টি মনে পড়ছে না। আমার কাছে কম বেশি প্রতিটি ফুল অনেক বেশি ভালো লাগে। তবে, লাল গোলাপ ফুল একটু বেশি ভালো লাগে আমার কাছে। কেননা, যখন একটি লাল গোলাপ ফুল পুরোপুরি ভাবে ফুটে যায়, তখন লাল গোলাপ ফুলের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়। আমাদের কম বেশি সকলেরই কাছে লাল গোলাপ ফুল অনেক বেশি প্রিয়।

তবে, আমাদের দেশের প্রতিটি প্রান্তে এই গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। বিশেষ করে বাংলাদেশের গ্ৰাম এলাকা গুলোর মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায় এই লাল গোলাপ ফুল গুলো।গ্ৰামের প্রায় বাড়িতেই অনেক ছেলে মেয়েরা এই ফুলের গাছ গুলো লাগিয়ে থাকে। আসলে যে কোন বাড়ির মধ্যে গোলাপ ফুলের গাছ লাগালে বাড়ির সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়। আবার অনেকেই নিজ বাসার ছাদের উপর এই ফুলের গাছ গুলো লাগিয়ে থাকে। বাড়ির ছাদের উপর এই ফুলের গাছ গুলো লাগালে ছাদের ও সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়। আপনারা হয়তো সকলেই এই বিষয়ে অবগত আছেন।

আমি ও আমার বাসায় বেশ কয়েকটি গোলাপ ফুলের গাছ লাগিয়েছিলাম, কিন্তু ছাগলে শেষ করে দিয়েছিল। বেশ কিছু দিন আগে আমি আমাদের এলাকার একটি ফুলের নার্সারির মধ্যে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। সেখান থেকে এই লাল গোলাপ ফুলের ফটোগ্রাফী টি সংগ্রহ করেছিলাম। আমার ধারণ করা গোলাপ ফুলের ফটোগ্রাফী টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।আমি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো। আজকে এখানেই শেষ করছি।

IMG-20241216-WA0010.jpg

IMG-20241216-WA0008.jpg

IMG-20241216-WA0006.jpg

IMG-20241216-WA0004.jpg

IMG-20241216-WA0002.jpg

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceiPhone 11
Camera11+11 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

Bxod1Y9Z4SQvHpXs1WzBaGwb98frHxzWanRUCoG67GmFPibnvc3jNzSEdSiawB2X69vkaocqkcYUEnPHTgjiAiKhatKeryT5Hq2JHfHzu9...1o94pTRcehQFB2kwKFpMfpgFqWaL6XgjzK3hj4mnan8hEFrJGEpjzrn6nX8ib1Pn23B5nZZhzC9tEwPewqYDbvhP32EaiCSVKeEGapxzVqk8UtGkZsuq4DqtA.jpeg

Sort:  
 4 days ago 
 3 days ago 

Every angle of your photography is beautiful and admirable. Every part of this photograph is so beautiful that it is impossible to explain or explain.