ফলদ গাছের কিছু ছবি। 10% Beneficiary to @beautycreativitysteemCreated with Sketch.

in Beauty of Creativity6 days ago

আসসালামুআলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কিছু ফলদ গাছের ছবি শেয়ার করবো। ছবিগুলো আমার শ্বশুর বাড়ি এলাকা গাজীপুরের পূবাইল থানাধীন কুদাব নামক এলাকার। জায়গাটি খুবই সবুজ আর আমার খুব পছন্দের। অবশ্য আমি সেখানে খুব বেশি যাইনা। গেলেও বাইরে খুব কমই বের হই। তবুও, যখনই বের হই কিছু ছবি তোলার চেষ্টা করি।

গাছের নাম কলা গাছ
বৈজ্ঞানিক নাম Musa acuminata
এটি মূলত কলার ফুল। আমরা আঞ্চলিক ভাষায় বলি থোঁ। শুদ্ধ বাংলায় নামটা আমার অজানা। কখনও জানার প্রয়োজন হয়নি।



এটি হচ্ছে একটি কলার ছড়া যেখানে ফুল কেঁটে নেয়া হয়েছে। কলার ফুল অত্যন্ত সুস্বাদু। গ্রামে আমরা অন্যান্য কাঁচা ফলের সাথে ভর্তা বানিয়ে খেতে খুব পছন্দ করি। কাঁচা কলাও ভর্তা করে খেতে খুব মজা হয়।




এখানে আপনারা কলা এবং ফুল দুটোই একসাথে দেখতে পাচ্ছেন। সে এলাকায় এমন প্রচুর কলা গাছ দেখা যায় রাস্তার পাশে। অবশ্য বাণিজ্যিক ভাবে চাষ হয় এটা বলা যাবেনা।




গাছের নাম কাঠাল গাছ
বৈজ্ঞানিক নাম Artocarpus heterophyllus

ছবিটা একটু দূর থেকে তোলা। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল আর আমাদের সবারই পরিচিত ও প্রিয় একটি ফল। কাঁঠাল এবং কলার পুষ্টিগুণ অনেক। দুটি ফলই প্রচুর পরিমাণে ক্যালরি উৎপাদন করে।

এই গাছের ছবি তোলার উদ্দেশ্য হলো, গাছটি মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল ধরেছে। কার গাছ জানিনা, তবে উনি অনেক ভাগ্যবান।

আমার আজকের পোস্ট এটুকুই। আমি @sabbirakib একজন বাংলাদেশী। শখের বশে ছবি তুলি। বেশির ভাগই আগে ডিলিট করে দিতাম। তবে এখন রাখি এখানে দিবো বলে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Sort:  
 4 days ago 

You have done some really great photography of some fruit trees. Thank you for sharing these wonderful tree photographs with us

 4 days ago 

Welcome. I just want to be a part of this amazing family.

 3 days ago 

ওয়ান্ডারফুল কিছু ফটোগ্রাফি করেছেন। চোখ ফেরাতে পারছি না আপনার ফটোগ্রাফি দেখে। জাস্ট মুগ্ধ হলাম। অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 days ago 

ধন্যবাদ ভাই৷ অবশ্য এত ভালো ছবিও এগুলা না। 😂 এমনিই তুললাম।