আর্ট :- টবের ভিতর চারা গাছের আর্ট।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম বন্ধুরা , কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি নিজেও খুবই ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির একটি পোস্ট নিয়ে আসলাম। আমি আপনাদের সাথে অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করব।
আঁকার উপকরণ
• খাতা
• রং
• কলম
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি কয়েকটি কালার এর কলম দিয়ে টব সহ একটি চারা গাছ এঁকে নিলাম। এরপর কমলা কালার দিয়ে কিছু অংশ রং করে নিলাম।
ধাপ - ২ :
এরপর কফি কালার দিয়ে আরো কিছু অংশ রং করে নিলাম।
ধাপ - ৩ :
এরপর সবুজ এবং গোলাপি কালার দিয়ে আরো কিছু অংশ রং করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর সবুজ এবং গোলাপী কালার দিয়ে বাকি অংশটা রং করে নিলাম।
ধাপ - ৫ :
এরপর ধীরে ধীরে পুরো অংআঁকা শেষ করলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করবো আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.