BOC-feelings ||| পিঠা বানানো ও খাওয়ার অনুভূতি ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম।আমার প্রিয় কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা করি সকলেই সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর রহমতে বেশ ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। আশা করি আমার ব্লগ গুলো আপনাদের কাছে ভালো লাগে।তাই আমিও চেষ্টা করি সব সময় আমার সর্বোচ্চ দিয়ে সুন্দর কিছু এবং ব্যতিক্রম কিছু ব্লগ লেখার।আজকে আমি আপনাদের মাঝে "পিঠা বানানো ও খাওয়ার অনুভূতি" পোস্ট নিয়ে হাজির হলাম।চলুন আর না বাড়িয়ে "পিঠা বানানো ও খাওয়ার অনুভূতি" আপনাদের সাথে শেয়ার করি।
আমি একটু পিঠা বানানোর প্রতি বেশি দুর্বল। তাই একটু সময় পেলেই আমি পিঠা বানানোর চেষ্টা করি আর এ পিঠা বানানোটা কেন যেন আমার অনেক ভালো লাগে।এটি আমার পরিবারের সকলে অবশ্য পছন্দ করে না , যারা পছন্দ করে তারা আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আর যারা এই পিঠা খেতে পছন্দ করে না তারা সব সময় আমাকে পিঠা বানাতে বিভিন্নভাবে অনুৎসাহিত করে।তবে বিশেষ করে আমার ছেলে দুজনেই পিঠা খেতে বেশ পছন্দ করে এবং তারা সবসময় আমাকে বলে আম্মু তুমি পিঠা বানাও আমরা খাব।
আর ওদের কথা ভেবেই সব সময় পিঠা বানানোর চেষ্টা করি। আজকেও পিঠা বানিয়ে ছিলাম এবং সন্ধ্যার পরে পরিবারের সকলেই মিলে ডাইনিং এ বসে যখন খাচ্ছিলাম। তখন কি যে একটা মজা যে সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা।আসলেই ছোট ছোট আনন্দগুলো আমাদের জীবনকে সময় আনন্দিত করে, যে আনন্দগুলো অনেক বড় কিছু ব্যাপারেও হয়ে ওঠেনা।
পিঠা খাওয়ার সময় একে অপরের সাথে বিভিন্ন ধরনের আলাপচারিতা এবং কে কার থেকে বেশি খাবে এই বিষয়গুলো নিয়ে সামান্য কিছু সমস্যা হলেও বিষয়গুলো অনেক বেশি মজার হয়ে ওঠে। তাই সবাই মিলে একসঙ্গে খাওয়ার বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।
এজন্যই আমরা বিভিন্ন ধরনের খাবার বা নাস্তা এই বিষয়গুলো পরিবারের সবাই মিলে একসঙ্গে ডাইনিং এ বসে খাওয়ার চেষ্টা করি। আর কেউ যদি আমাদের মাঝে অনুপস্থিত থাকে তার জন্য আমরা অপেক্ষা করি সে কখন আসবে এরপরে আমরা একসঙ্গে খাবারটি খাব।
পরিশেষে একটি কথাই বলবো পরিবারের সকলেই মিলে যেকোনো কাজ করা, কোন খাওয়া বা কোন আলাপচারিতা করলে আমার মনে হয় পরিবারের সকলের মধ্যে একটি মিল বন্ধন ঘটে এবং সবার মনটিও ভালো থাকে।তাই মহান সৃষ্টিকর্তার কাছে একটি প্রার্থনাই করি প্রত্যেকের পরিবারে যেন সুসম্পর্ক থাকে এবং সকলে মিলে সকল কাজ একসঙ্গে করতে পারে এই কামনা করি।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1869679268541935721?t=Dfzxc2IbCDbE-sy-xhYzAg&s=19
ওয়াও খুব সুন্দর ভাবে গুছিয়ে ধাপে ধাপে আমাদের মাঝে প্রত্যেকটি ফটোগ্রাফি শেয়ার করুন। আপনার চোখ ধাঁধানো ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।