ফটোগ্রাফি পোস্ট।। নাম না জানা ফুলের ফটোগ্রাফি।।
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid540 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
প্রিয় বন্ধুরা পুনরায় আজকে আমি চলে আসলাম আরো একটি নতুন ফুলের ফটোগ্রাফি নিয়ে। তবে এই ফুলটি নাম আমি জানিনা। বলতে পারেন এটি একটি জংলি ফুল কেননা এই ফুলের ফটোগ্রাফিটি আমি কোন ফুলের নার্সারি থেকে সংগ্রহ করিনি। ফটোগ্রাফিটি করেছিলাম এক জায়গায় ফুলের নার্সারিতে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে দেখতে পাই তাই ফটোগ্রাফি করে রেখেছিলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। এই ফুলের সুগন্ধ নেই তবে সৌন্দর্য টা কিন্তু মোটামুটি ভালোই বলা চলে। একটি ডালের মধ্যে প্রায় দুই থেকে তিনটার মত ফুল হয়ে থাকে। আবার ফুলটির মূল কেন্দ্রবিন্দুতে সুন্দর রকম একটি কলি থাকে। আপনারা বলতে পারেন এটি প্রায় অলকানন্দা ফুল বা মাইক ফুলের মতোই প্রায়। পাতাগুলো প্রায় পানের পাতার মতো বড় বড় এবং গাছ প্রায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ফুলের সৌন্দর্য সাদা বর্ণের হওয়াতে যে কোন কারোর নজর একবারেই এই ফুলের দিকে পড়ে যায়। আশা করব আমার আজকের এই নাম না জানা জংলি ফুলের ফটোগ্রাফিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেয়া যাক আমার আজকের ফুলের ফটোগ্রাফি গুলি।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
তাছাড়া ফটোগ্রাফি যত ধীরে করা যায় ততই সুন্দর দেখায়। তাতেই ফটোগ্রাফির কোয়ালিটি ও আরো অনেক বেশি বেড়ে যায়। দেখো কাজকেও ভালো কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
চেষ্টা করেছি সুন্দর ভাবে ফটোগ্রাফি করে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার উৎসাহ মূলক মন্তব্য পেয়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ।
জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। খুবই ভালো লাগে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখি।