ফটোগ্রাফি পোস্ট।। অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি।।
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid540 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজ আবার নিয়ে আসলাম অতি পরিচিত একটি ফুলের ফটোগ্রাফি । হঠাৎ করেই আজকে চোখে পড়ে গেল আমার আজকের ফটোগ্রাফির এই ফুলটি। তাই দেরি না করেই ক্যামেরা বন্দি করে নিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম।আমার পছন্দের ফুল গুলির মধ্যে একটি হচ্ছে অ্যাস্টার ফুল। এই ফুলের সৌন্দর্যতা আমাকে বরাবরই মুগ্ধ করে থাকে। কেননা পাপড়িগুলো খুবই গোছালো এবং দৃষ্টিনন্দন হয়ে থাকে। পাপড়িগুলো চিকন চিকন এবং খুবই সূক্ষ্মভাবে গোছালো থাকে যেগুলো একটার পর একটা পাড়ি দিয়ে নিজেদের গুছিয়ে নেয়। চতুর্দিকে চিকন চিকন গোছালো পাপড়ির মাঝে মাঝখানে একটি কেন্দ্রবিন্দু থাকে যেটি হলুদ কালারের হয়ে থাকে। আর এই কেন্দ্রবিন্দু টাই ফুলের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। এই ফুল গাছের লম্বা ডাটার মাঝে একটি ফুল হয়ে থাকে। গাছ প্রায় দুই ফিটের মত লম্বা হয়ে থাকে।অ্যাস্টার ফুল একটি সহজলভ্য ফুল। মোটকথা অনেক সস্তায় অনেক চমৎকার এবং উন্নত মানের ফুল পাওয়া যায়। এই ফুলকে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়। যদিও বা ঘ্রান নেই কিন্তু সৌন্দর্যতায় অদ্বিতীয়। যাই হোক চলুন বন্ধুরা আমরা আজকের পড়া অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক....
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
বাহ দারুন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।এই ফুলের নাম আজ প্রথম শুনলাম ।যদিও ফুলগুলো দেখেছি নাম জানতাম না।আপনার পোস্টটি অনেক ভাল লাগলো,ধন্যবাদ।
চমৎকারভাবে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি গুলি চমৎকার ছিলো। আমিও খুবই উপভোগ করেছিলাম। ধন্যবাদ বন্ধু।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ বন্ধু।
You are so good at photography that one cannot take eyes off of any photograph you take. Best wishes for you always stay well.
Thank you so much for your support.