আজকের খাবারের কিছু ফোটোগ্রাফি
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আজ সকলের সামনে কিছু খাবারের ফোটোগ্রাফি শেয়ার করবো। এই খাবারগুলি আজ সকাল ও দুপুরের মেনু হিসাবে আমি খেয়েছিলাম। সকলের অনেক পরিচিত পুষ্টিকর বাঙালী খাবার গুলি শেয়ার করছি আশা করছি সবাই অনেক উপভোগ করবেন।
চালকুমড়া ঘন্ট
চালকুমড়া ঘন্ট খুবই জনপ্রিয় একটি সুস্বাদু খাবার। তবে খাবারের স্বাদ অনেক বাড়ানোর জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। অনেক টেস্টি পুষ্টিকর খাবার। আপনারা একদিন খেয়ে দেখবেন। আশা করি ইউনিক টেস্ট পাবেন।
বেগুন ভাজি
বেগুন ভাজি খুবই ঐতিহ্যবাহী টেস্টি বাঙালি রেসিপি। আমি খুবই পছন্দ করি। আমার অনেক প্রিয় একটি রেসিপি বলতে পারেন। আপনারা উপভোগ করেন সুস্বাদু বেগুন ভাজি।
আলু ভর্তা
আলু ভর্তা খুবই জনপ্রিয় সাধারণের মধ্যে অসাধারণ একটি সুস্বাদু খাবার। আমার খুবই সবসময়ের পছন্দের খাবার। এক কথায় বেগুনভাজি ও আলু সেদ্ধ এগুলো রুচিশীল টেস্টি রেসিপি। বার বার খেলেও খেতে ইচ্ছে করে।
কঁচুর লতি ভাজি
কঁচুর লতি অনেক পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার। চিংড়ি মাছ দিয়ে খেলে অনেক বেশি টেস্ট হয়। আমি যখন খাই চিংড়ি দিয়ে রান্না করেই খাই। আপনারা চেষ্টা করবেন চিংড়ি মাছ দিয়ে খেয়ে। অবশ্যই ইউনিক টেস্ট পাবেন কঁচুর লতি ভাজি চিংড়ি মাছ দিয়ে।
বড় কঁচুর তরকারি
বড় কঁচুর তরকারির বাঙালির ঐতিহ্যবাহী জনপ্রিয় একটি তরকারি। তিলাপিয়া মাছ দিয়ে বড় কঁচুর তরকারি অনেক টেস্টি রেসিপি। আপনারা খেয়ে দেখবেন। আশা করি আজকের আমার এই খাবার গুলি সবাই উপভোগ করবেন।
https://x.com/simaroy100/status/1860318345553420291
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
এভাবেই একটু একটু করে আপনার ফটোগ্রাফি আরো ভালোলাগে দেখতে। যতদিন যাচ্ছে ততই আপনার ফটোগ্রাফি দেখার চেষ্টা করি। এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু।