বর্ধমানে মেশিনে পাকা ধান কাটার চমৎকার কিছু মুহূর্ত

in Beauty of Creativity27 days ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, সকলের কাছ আজ গ্রামের চমৎকার কিছু মুহূর্ত তুলে ধরবো। বর্ধমানে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ধান চাষ হয়ে থাকে। বর্ধমানে প্রচুর বড় বড় ধান চাষের মাঠ থাকায় সেখানে পাকা ধান মেশিনে কাটা হয়ে থাকে। কিছু জমির ধান হাতে কেটে থাকে অধিকাংশ ধান মেশিনে কেটে থাকে। গতকাল যখন আমাদের ঘরের পেছনের জমি মেশিনে কাটছিলো। আমি সেখানে গেছিলাম এবং আমি প্রথম থেকেই সেই মেশিনে ধান কাটার মুহূর্ত উপভোগ করেছিলাম। প্রথমে মেশিনে ধান কেটে তারপর ওই মেশিন থাকে ধান বের করে ট্রলিতে করে বাড়িতে পৌঁছে দেয়। আশা করি এই মেশিনে ধান কাটার মুহূর্ত সবাই অনেক উপভোগ করবেন। আশা করি সবাই এই ধান কাটা অনেকেই পছন্দ করবেন। এটি গ্রাম্য জীবনের একটি বাস্তব চিত্র।

IMG_20241126_162909.jpg

IMG_20241126_162607.jpg

IMG_20241126_162909.jpg

IMG_20241126_162937.jpg

IMG_20241126_162953.jpg

IMG_20241126_163014.jpg

IMG_20241126_163216.jpg

IMG_20241126_163218.jpg

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স

Regards @simaroy